বিশ্বজোড়া মহামারির কারণে ওলটপালট হয়ে গেছে জীবনের অনেক কিছু। লম্বা ছুটি নিয়ে বেড়াতে যাওয়া থেকে শুরু করে বর্ষার দুপুরে লং ড্রাইভ, বিকেলে কফিশপে আড্ডা, সবই এখন অতীত! জন্মদিনের পার্টি, উইকএন্ডের শপিং প্ল্যান, সব কিছুর ওপরেই একটা বিরাট নিষেধাজ্ঞা আর সঙ্গে অনিশ্চয়তার ছায়া।
তবে এ সব কিছুই সামলে নেওয়া যায়। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন তাঁরা, যাঁরা এ বছর বিয়ে করার পরিকল্পনা করেছিলেন এবং খানিকটা এগিয়েও গিয়েছিলেন। অধিকাংশই এই পরিবর্তিত পরিস্থিতিতে বিয়ে পিছিয়ে দিতে বাধ্য হয়েছেন। তবে অনেকেই পরিকল্পনা বাতিল করেননি, এই সময়ের উপযোগী সুরক্ষা ব্যবস্থা, দূরত্ববিধি আর সীমিত অতিথিসংখ্যা মেনেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
অনেক দম্পতি আবার এই পরিস্থিতিতে সাহায্য নিচ্ছেন প্রযুক্তির। পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় আর বন্ধুদের ভিডিও কলে ডেকে নিয়ে বিয়ে সেরে ফেলছেন তাঁরা। ভিডিও প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে বিয়ে এই সময় খুব জনপ্রিয় হয়ে উঠেছে। তবে বিয়েটা অতিথি ডেকে হোক বা জুম কলের মাধ্যমেই হোক, কনের সাজে কোনও খামতি থাকলে কিন্তু চলবে না! কাজেই আপনারও যদি সামনে বিয়ে থাকে আর সেই বিয়ে হয় জুম মারফত, তা হলে দেখে নিন কিছু সহজ মেকআপ কৌশল যা দিয়ে আপনার বিশেষ দিনে ঝলমল করে উঠবেন আপনি।
- 01. রোমান্টিক ম্যাট ব্লাশ
- 02. ঝিলমিলে গোলাপি
- 03. রঙের সমারোহ
- 04. লালের উজ্জ্বলতা
- 05. শিশিরভেজা স্নিগ্ধ ন্যুড
01. রোমান্টিক ম্যাট ব্লাশ

ফোটো সৌজন্য: @sejal_savaliya22
ম্যাট বেসের ওপরে ব্লাশ আইশ্যাডো আর লিপস্টিকের ছোঁয়ায় সহজেই হয়ে উঠুন স্বপ্নসুন্দরী। চোখের উপরের আর নিচের পাতায় আইলাইনারের টান আপনার চোখদুটিকে আরও সুন্দর করে তুলবে। মুখের বাকি মেকআপ রাখুন মিনিমাল, শুধু ভুরুজোড়া ব্রাশ আর ফিল করে সাজিয়ে তুলুন যাতে মুখে আরও ডেফিনিশন আসে।
BB picks: Lakme Absolute Shine Line Eye Liner
02. ঝিলমিলে গোলাপি

ফোটো সৌজন্য: @dressyourface
কনের মেকআপ করার সময় মেকআপ শিল্পীরা এমনভাবে সাজান যাতে ভারী বেনারসি শাড়ির সঙ্গে মেকআপটাও খুব সুন্দর মানিয়ে যায়। হালকা বেনারসি বা জারদোসির সঙ্গে ঝিলমিলে গোলাপি মেকআপ এ জন্যই সুপারহিট!
03. রঙের সমারোহ

ফোটো সৌজন্য: @pinkorchidstudio
আপনার শাড়ি আর গয়নার মধ্যে থেকে একটা যে কোনও বিশেষ রং খুঁজে নিন, আর সে রংটাকেই ফুটিয়ে তুলুন আপনার সাজে। যেমন ধরুন, শাড়ির রঙের সঙ্গে রং মিলিয়ে চোখের পাতায় পরে ফেলতে পারেন আইশ্যাডো!
04. লালের উজ্জ্বলতা

ফোটো সৌজন্য: @farah_hsn
বিয়েতে লাল রঙের শাড়ি পরছেন না? তাতে কী? মেকআপে লাল পরতেই পারেন, তাতে দেখাবেও সুন্দর! ভুরু সুন্দর করে ডিফাইন করে নিন, চোখে হালকা স্মোকি মেকআপ করুন আর ঠোঁট রাঙিয়ে তুলুন গাঢ় লাল লিপস্টিকে। কপালে লাল টুকটুকে টিপ আর বিয়ের পর সিঁথির লাল সিঁদুরেই পরিপূর্ণ হয়ে উঠবে আপনার সাজ!
05. শিশিরভেজা স্নিগ্ধ ন্যুড

ফোটো সৌজন্য: @blueroseartistry
বাঙালি বিয়েতে ন্যুড মেকআপ করার উদাহরণ খুব একটা নেই! জুমের বিয়েতে না হয় আপনিই সেই এক্সপেরিমেন্টটা করলেন! নিউট্রাল শেডের মেকআপ করুন, মুখের হাই পয়েন্টগুলোয়, অর্থাৎ গালের হাড়ে, নাকের ওপর, চিবুকে আর কপালে বেশি করে হাইলাইটার লাগান। ঠোঁটে পরুন ন্যুড লিপগ্লস। চোখের আকর্ষণ বাড়িয়ে তুলতে নকল আইল্যাশ পরে নিতে পারেন, দারুণ গ্ল্যামারাস দেখাবে!
মূল ছবির সৌজন্য: @ritikahairstylist
Written by Manisha Dasgupta on 24th Aug 2020