ত্বক পরিচর্যার যে কোনও রুটিনেরই একটি গুরুত্বপূর্ণ ধাপ হল এক্সফোলিয়েশন। ফিজিক্যাল এক্সফোলিয়েশন মুখ থেকে মৃত কোষ তুলে ফেলে, ত্বকের টেক্সচার নরম করে, এবং সেই সঙ্গে ক্রিম লোশন সহ নানা স্কিনকেয়ার প্রডাক্ট যাতে ভালোভাবে শোষিত হয়, সে ব্যবস্থাও করে। ত্বক সবচেয়ে ভালোভাবে ফিজিক্যাল এক্সফোলিয়েট করার উপায় হল বিশেষভাবে তৈরি ফেসিয়াল স্ক্রাব ব্যবহার করা যা কার্যকরী অথচ ত্বকের ওপরে খুব কর্কশ নয়। এর অর্থ কী দাঁড়াল? দাঁড়াল যে, কোনও ঘরোয়া,
নিজে বানিয়ে নেওয়া স্ক্রাব চলবে না। ঘরোয়া স্ক্রাব ত্বকের পক্ষে অতিরিক্ত রুক্ষ হতে পারে, ঠিকভাবে ব্যবহার না করলে ত্বকের ওপর মাইক্রো-টিয়ার, অর্থাৎ সূক্ষ্ম কাটাছেঁড়া দেখা দিতে পারে। সুখের কথা, বাজারে নানা বিকল্প স্ক্রাব পাওয়া যায়। তাদেরই মধ্যে থেকে আমরা তুলে এনেছি আমাদের পছন্দের পাঁচটি সেরা স্ক্রাব যা খেয়াল রাখবে আপনার ত্বকের প্রতিটি সমস্যার দিকে। চোখ বুলিয়ে নিন...
- 01. বিবর্ণ, অসমান ত্বকের রং
- 02. তেলতেলে, ব্রণওলা ত্বক
- 03. ক্লান্ত, অবসন্ন ত্বক
- 04. রোদে পোড়া ত্বক
- 05. বয়স্ক ত্বক
01. বিবর্ণ, অসমান ত্বকের রং

ম্যাড়মেড়ে ত্বকের রং আর অসমান স্কিনটোন নিয়ে বিব্রত? আর নয়! ডার্মালজিকা ডেইলি মাইক্রোফোলিয়েন্ট এক্সফোলিয়েন্ট/ Dermalogica Daily Microfoliant Exfoliant দিয়ে নিমেষেই পেয়ে যাবেন উজ্জ্বল আর মসৃণ ত্বক। এতে রয়েছে ধানের তুষ থেকে প্রাপ্ত ফাইটিক অ্যাসিড যা ত্বকের রং উজ্জ্বল করে। সেই সঙ্গে রয়েছে হোয়াইট টি আর লাইকোরাইস যা স্কিন টোন মসৃণ করে তোলে। অ্যালান্টয়েন আর কোলয়ডাল ওটমিলের স্নিগ্ধ ব্লেন্ড ত্বক শীতল আর সতেজ রাখে। আর সবচেয়ে ভালো ব্যাপার হল, এটি নিশ্চিন্তে প্রতিদিন ব্যবহার করতে পারেন আপনি।
02. তেলতেলে, ব্রণওলা ত্বক

তেলতেলে ত্বকের রোমছিদ্র অনেক সময়ই ঘাম, তেলময়লা আর মেকআপের অবশেষ দিয়ে বন্ধ হয়ে যায়। সিম্পল ডেইলি স্কিন ডিটক্স ক্লিয়ার পোর ফেসিয়াল স্ক্রাব/ Simple Daily Skin Detox Clear Pore Facial Scrub দিয়ে ত্বক গভীর থেকে পরিষ্কার করে তা দাগমুক্ত রাখা সম্ভব। উইচ হ্যাজেল, জিঙ্ক, থাইমের মতো উপাদান দিয়ে এটি তৈরি যা ত্বকের পক্ষে সম্পূর্ণ নিরাপদ। রোমছিদ্র পরিষ্কার আর ত্বক ব্রণমুক্ত রাখতে এই স্ক্রাবটি সপ্তাহে অন্তত দু'বার ব্যবহার করুন।
03. ক্লান্ত, অবসন্ন ত্বক

প্রতিদিনের ক্ষতি আপনার ত্বককে ক্লান্ত আর অবসন্ন করে দেয়। সেন্ট ইভস এনার্জাইজিং কোকোনাট অ্যান্ড কফি স্ক্রাব/ St. Ives Energizing Coconut & Coffee Scrub -এর চনমনে সতেজ ফর্মুলা ক্লান্ত ত্বককে নতুন করে উজ্জীবিত করে তুলতে পারে, আর সেই সঙ্গে ত্বক নরমও করে। নিয়মিত ব্যবহার করলে কফি ব্রণ কমায় আর সেই সঙ্গে বয়সের দাগছোপ দূরে রাখে। ফলে এই স্ক্রাবটিকে আপনার নিত্য ত্বক পরিচর্যার অংশ করে তুলতেই পারেন!
04. রোদে পোড়া ত্বক

সানস্ক্রিন না মেখে, ছাতা না নিয়ে রোদে বেরিয়েছিলেন, এখন ত্বক কালো হয়ে গেছে? ল্যাকমে সান এক্সপার্ট ডি ট্যান স্ক্রাব/ Lakmé Sun Expert De Tan Scrub দিয়ে মুক্তি পান রোদে পোড়া ট্যানড ত্বক থেকে। কোমল এই স্ক্রাবটিতে রয়েছে ওটমিলের নির্যাস (রোমছিদ্র খুলে দেয়) এবং কাঠবাদামের খোসার গুঁড়ো (প্রাকৃতিক এক্সফোলিয়েটর)। এই দুটি উপাদান একসঙ্গে ট্যান কমায় আর আপনার ত্বক করে তোলে কোমল এবং উজ্জ্বল। আর একটা কথা... ট্যানড ত্বকে কিছুটা বাড়তি যত্ন করতে চাইলে এই স্ক্রাবটিকে মাস্কের মতো করেও ব্যবহার করতে পারেন।
05. বয়স্ক ত্বক

একদম শেষে, আপনার এমন একটি কার্যকরী স্ক্রাব দরকার যা অকালে বয়সের দাগ পড়া রুখতে পারে। তাই আপনার অ্যান্টি-এজিং স্কিনকেয়ার রুটিনে যোগ করে নিন ডার্মালজিকা ডেইলি সুপারফোলিয়েন্ট/ Dermalogica Daily Superfoliant । এএইচএ, বিংকোটান চারকোল ও নিয়াসিনামাইডে সমৃদ্ধ এই স্ক্রাবটি পরিবেশের ত্বক বুড়িয়ে দেওয়া ক্ষতিকর উপাদানের বিরুদ্ধে লড়াই করে এবং দূষণের কারণে ক্ষতি হওয়ার হাত থেকে ত্বককে সুরক্ষিত রাখে।
Written by Manisha Dasgupta on Jul 09, 2021
Author at BeBeautiful.