ল্যাভেন্ডারের স্নিগ্ধ মোহময় গন্ধে মুগ্ধ হন না, এমন কি কেউ আছেন? হালকা বেগুনিরঙা ল্যাভেন্ডারের গন্ধ এতটাই আরামদায়ক যে, মানসিক চাপ আর উদ্বেগ কাটাতে এবং সারাদিনের শেষে ক্লান্তি দূর করতে তার ভূমিকা অপরিসীম! কিন্তু জানেন কি, অ্যারোমাথেরাপির এসেনশিয়াল অয়েলের বাইরেও ল্যাভেন্ডারের আরও গুণ রয়েছে? যেমন, আপনার ত্বকের জন্যও চমৎকার কাজ করে ল্যাভেন্ডার! ত্বকের যত্নে ল্যাভেন্ডারের পাঁচটি উপকারিতার কথা হাজির করছি আমরা। চোখ বুলিয়ে নিন!
- 01. ত্বক স্নিগ্ধ আর শান্ত রাখে
- 02. ব্রণ কমাতে সাহায্য করে
- 03. ত্বক উজ্জ্বল করে তোলে
- 04. দূরে রাখে বলিরেখা
- 05. ত্বক ডিটক্স করে, আরাম এনে দেয়
01. ত্বক স্নিগ্ধ আর শান্ত রাখে

ল্যাভেন্ডারের অ্যান্টিফাঙ্গাল, অর্থাৎ ছত্রাকরোধের ক্ষমতা রয়েছে। তাই এটি ত্বকের লালচেভাব, জ্বালা কমায়, সংক্রমণ সারিয়ে তোলে। বিশেষ করে যাঁদের ত্বক শুষ্ক, অথবা সোরিয়াসিস বা এগজিমার সমস্যায় কষ্ট পাচ্ছেন, তাঁদের জন্য ল্যাভেন্ডার আশীর্বাদের মতো! ত্বকের লালচেভাব আর সংক্রমণ প্রতিরোধ করতে ব্যবহার করুন ল্যাভেন্ডারের গুণে সমৃদ্ধ ময়শ্চারাইজার ভেসলিন ল্যাভেন্ডার ময়শ্চারাইজিং জেল/ Vaseline Lavender Moisturizing Gel এই বডি ময়শ্চারাইজারটি একেবারেই চটচটে নয় এবং প্রাকৃতিক ল্যাভেন্ডারের গুণে ভরপুর। ফলে আপনার ত্বক স্নিগ্ধ থাকে, ত্বকে আর্দ্রতা বজায় থাকে এবং 24 ঘণ্টা ধরে ত্বক থাকে তরতাজা আর কোমল।
02. ব্রণ কমাতে সাহায্য করে

শুনতে অবাক লাগলেও ল্যাভেন্ডারের অ্যারোমা অয়েল কিন্তু ব্রণর বিরুদ্ধে ত্বকের প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করে, ব্রণ কমায়! বন্ধ রোমকূপের মুখ খুলে দেয়, প্রদাহ কমায় এবং ব্রণর ব্যাকটেরিয়া নির্মূল করে ল্যাভেন্ডার অয়েল। ব্রণর জন্য ল্যাভেন্ডার অয়েল কাজে লাগানোর সবচেয়ে ভালো উপায় হল নারকেল তেল বা আর্গান অয়েলের মতো কোনও কেরিয়ার অয়েলের সঙ্গে মিশিয়ে নেওয়া। দুটো তেল একসঙ্গে মিশিয়ে নিয়ে তুলো দিয়ে পরিষ্কার মুখে লাগান। নিয়মিত ব্যবহার করলে দেখবেন ব্রণর সংখ্যা কত কমে গেছে, নতুন ব্রণও বেরোচ্ছে না!
03. ত্বক উজ্জ্বল করে তোলে

মুখে হাইপারপিগমেন্টেশন, কালো দাগ আর নিষ্প্রাণ অনুজ্জ্বল ত্বক দেখতে দেখতে ক্লান্ত? ত্বককে দিন ল্যাভেন্ডারের আদর! অ্যান্টি-ইনফ্লামেটরি গুণের কারণে ল্যাভেন্ডার ত্বকের কালো দাগছোপ আর বিবর্ণভাব কমাতে সাহায্য করে। ত্বকের কোথাও ছোপছোপভাব বা লালচেভাব দেখা দিলে তা কমাতেও উপকারী ল্যাভেন্ডার।
04. দূরে রাখে বলিরেখা

মুখে বলিরেখা আর সূক্ষ্মরেখা দেখা দেওয়ার অন্যতম কারণ হল ফ্রি র্যাডিক্যালস। এই ফ্রি র্যাডিক্যাল জনিত ক্ষতির হাত থেকে ত্বককে সুরক্ষিত রাখার একটি উপায় হল দৈনন্দিন ত্বকের যত্নে অ্যান্টিঅক্সিডান্ট যোগ করা। ল্যাভেন্ডার অয়েলে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডান্ট রয়েছে। নারকেল তেলের সঙ্গে ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে বলিরেখার ওপরে লাগান, নিয়মিত ব্যবহারে ধীরে ধীরে হালকা হতে শুরু করবে দাগ।
05. ত্বক ডিটক্স করে, আরাম এনে দেয়

ল্যাভেন্ডার অয়েলের সুগন্ধ শরীর আর মনকে শান্ত করে তোলে, এ কথা প্রমাণিত! ত্বকেও এই এসেনশিয়াল অয়েলটির একই প্রভাব! স্নানের জলে কয়েক ফোঁটা মিশিয়ে নিলে পেশি শিথিল হবে, ত্বকও ডিটক্স হবে ঝটপট!
Written by Manisha Dasgupta on 27th Aug 2021