সকাল শুরু করার সেরা উপায় হল এক পেয়ালা কড়া কফি আর মারকাটারি পোশাক | কিন্তু এ দুটো ব্যাপার যদি ঠিকঠাক সামলে নেওয়াও যায়, আয়নায় যখন চোখে পড়ে আপনার দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে আছে একটা পুঁজভরা ব্রণ, সমস্ত ভালো লাগাটুকু ফুসমন্তরে মিলিয়ে যায় | আমরা যেহেতু এই অনুভূতির সঙ্গে পরিচিত, তাই চেষ্টা করেছি ঘরোয়া কয়েকটি পদ্ধতি খুঁজেপেতে আপনাদের জানাতে, যাতে নিজে নিজেই ব্রণ নির্মূল করতে পারেন |
- বেছে নিন অ্যালো ভেরা আর রসুন
- পাকা কলার খোসাও কিন্তু ফেলনা নয়
- দারচিনি আর মধু
- বরফ ব্যবহার করুন
- বেকিং সোডার বিকল্প নেই
বেছে নিন অ্যালো ভেরা আর রসুন

পাকা কলার খোসাও কিন্তু ফেলনা নয়

দারচিনি আর মধু

বরফ ব্যবহার করুন

বেকিং সোডার বিকল্প নেই

Written by Ishani Roychoudhuri on 9th Aug 2018