কোমল, মসৃণ, হাইড্রেটেড ত্বকে হাত বোলানোর মতো সুখের অনুভূতি আর কিছুতে নেই - গ্যারান্টি! সুস্থ কোমল ত্বকের জন্য ময়শ্চারাইজিং একমাত্র পথ, সে কথা তো সবারই জানা। কিন্তু এটা কি জানেন, ময়শ্চারাইজারের পূর্ণ উপকারিতা পেতে সঠিক সময়ে তা লাগানো খুব জরুরি? হ্যাঁ, ময়শ্চারাইজার মাখারও সঠিক সময় রয়েছে। আমরা জানিয়ে দিচ্ছি সর্বোচ্চ হাইড্রেশনের জন্য বডি লোশন মাখার সেরা সময়! হ্যাপি ময়শ্চারাইজিং!
1) স্নানের পরে

স্নান করে উঠেই বডি লোশনের বোতলের দিকে হাত বাড়ানোর অভ্যেস আপনার? তা হলে একদম ঠিকঠাক কাজ করছেন আপনি! ভেজা অবস্থায় ত্বকে আর্দ্রতা সবচেয়ে বেশি থাকে, তাই ভেজা ত্বক বডি লোশন লাগালে তার কার্যকারিতা সবচেয়ে বেশি হয়। তাই বাথরুম থেকে বেরিয়ে ভেজা গায়ে ময়শ্চারাইজার মেখে নিন, তাতে আর্দ্রতা ত্বকের গভীরে আটকে থাকবে, ত্বক থাকবে নরম আর মসৃণ।
বিবি-র পছন্দ: ডাভ সাপল বাউন্স বডি লোশন/ Dove Supple Bounce Body Lotion
2) শেভ করার পরে

শেভিং করলে ত্বক থেকে অবাঞ্ছিত রোমের পাশাপাশি ত্বকের একদম ওপরের স্তরটাও উঠে যায়। সে জন্য শেভ করার পরে ত্বক যাতে শুকনো না হয়ে যায়, তাই ময়শ্চারাইজার লাগানো খুব দরকার। ক্ষুরের টানে কেটে ছড়ে গেলে ত্বকের জ্বালা কমাতেও ময়শ্চারাইজার দরকার।
বিবি-র পছন্দ: ভেসলিন ইনটেনসিভ কেয়ার অ্যালো ফ্রেশ বডি লোশন Vaseline Intensive Care Aloe Fresh Body Lotion
3) রাতে শুতে যাওয়ার আগে

স্নান করার পরে ময়শ্চারাইজার মাখার পর হালকা পোশাক পরে নরম বিছানায় শুয়ে পড়ার মতো আরাম আর কিসে আছে? রাতের বেলা আপনার ত্বক আর শরীর, দুইই উজ্জীবিত হয়ে ওঠে, তাই এই সময়ই ত্বককে খাদ্য জোগানোর দরকার, অর্থাৎ বডি লোশন মেখে নেওয়া দরকার। গবেষণা বলছে, ত্বকের যত্ন করার সবচেয়ে ভালো সময় হল রাত 10-11টার মধ্যে, কারণ এই সময়েই ত্বক যাবতীয় ক্ষয়ক্ষতি সারিয়ে সুস্থ হয়ে ওঠে।
বিবি-র পছন্দ: ল্যাকমে পিচ মিল্ক ময়শ্চারাইজার বডি লোশন/ Lakmé Peach Milk Moisturizer Body Lotion
বিশেষ টিপস: দিনে দু'বার ময়শ্চারাইজার মাখা জরুরি। তাই নিজের রুটিন মেনে চলুন। আর হ্যাঁ, পর্যাপ্ত জল খেতে কখনও ভুলবেন না, কারণ সবচেয়ে সেরা আর প্রয়োজনীয় ময়শ্চারাইজার হল H2O!
Written by Manisha Dasgupta on 12th Jan 2022