শীতের রাতে ঠাণ্ডা হিমেল বাতাস উপভোগ করতে যতই মজা লাগুক না কেন, আপনার ত্বকের জন্য কিন্তু শীতের মরশুম মোটেই খুব একটা উপভোগ্য নয়| শীতের রুক্ষ এবং শুষ্ক বাতাস ত্বক থেকে প্রয়োজনীয় আর মূল্যবান আর্দ্রতা শুষে নেয়, ফলে ত্বক হয়ে ওঠে শুষ্ক ও ফ্যাকাশে| কিন্তু একটু সচেষ্ট হলেই ত্বক থেকে শীতের প্রকোপ কমিয়ে আপনি ঝলমলে উজ্জ্বলতার মালিক হয়ে উঠতে পারেন|
নিচের এই পাঁচটি ধাপ মেনে চললে আপনি শুষ্ক ত্বককে বিদায় জানিয়ে শীতেও হয়ে উঠতে পারেন ঝলমলে সুন্দর| আমাদের ধন্যবাদ পরে জানালেও চলবে!
ধাপ ১ - শীতকালেও ত্বকের এক্সফোলিয়েশন জরুরি
ধাপ ২ - হাইড্রেটিং ফেসওয়াশ দিয়ে মুখ ধুতে হবে
ধাপ ৩ - খুব ভালোভাবে ত্বক ময়েশ্চরাইজ় করুন
ধাপ ৪ - বেছে নিতে হবে হাইড্রেটিং ফাউন্ডেশন
ধাপ ৫ – ওভারনাইট মাস্ক

ধাপ ১ - শীতকালেও ত্বকের এক্সফোলিয়েশন জরুরি
সকলে প্রথমেই ভেবে নেন যে, শীতকালে ত্বক এক্সফোলিয়েট করলে তাতে শুষ্কতা আরও বাড়বে| এটা সর্বৈব ভুল ধারণা৷ জেনে রাখুন যে ত্বকে জমে থাকা মৃত কোষের স্তূপ পেরিয়ে আর্দ্রতা এমনিতেও ত্বকের ভিতরে প্রবেশ করতে পারে না| তিন সপ্তাহ অন্তর একবার করে এক্সফোলিয়েট করুন ডার্মালজিকা জেন্টল ক্রিম এক্সফোলিয়েন্ট ধরনের মৃদু এক্সফোলিয়েটর দিয়ে, এটি চমৎকারভাবে কাজ করে আপনার ত্বক থেকে যাবতীয় মৃত কোষ আর অশুদ্ধ বস্তুকণা দূর করে দেয়|

ধাপ ২ - হাইড্রেটিং ফেসওয়াশ দিয়ে মুখ ধুতে হবে
আপনি নিয়মিত যে ফেসওয়াশ ব্যবহার করেন, শীতকালে কিন্তু সেটি তেমন কাজে দেবে না | আমাদের পছন্দের সেরা ফেসওয়াশ হল ল্যাকমে পিচ মিল্ক সফ্ট ক্রিম| এটিতে আছে পিচ অ্যান্টিঅক্সিডান্টস, যা আপনার ত্বকে আনে ঝলমলে ভাব আর সেইসঙ্গে দেয় প্রচুর আর্দ্রতা৷ আমাদের পরামর্শ, এটির সঙ্গে খুব গরম জলের বদলে ব্যবহার করুন ঈষদুষ্ণ জল৷ তাতে আপনার ত্বক থেকে তৈলাক্ত পদার্থ অকারণে বেরিয়ে যাবে না৷

ধাপ ৩ - খুব ভালোভাবে ত্বক ময়েশ্চরাইজ় করুন
মুখ ধুয়ে ফেলার পরেপরেই খুব ভালভাবে ত্বক ময়েশ্চরাইজ করুন, যাতে আপনার ত্বক ময়েশ্চার বা আর্দ্রতা শুষে নিয়ে তা ধরেও রাখতে পারে | ল্যাকমে অ্যাবসোলিউট স্কিন গ্লস জেল ক্রিম ব্যবহার করে আপনি শীতের সঙ্গে মোকাবিলায় একধাপ এগিয়ে থাকতে পারেন অনায়াসে| কারণ এটি ত্বককে খুব নিপুণভাবে ময়েশ্চরাইজ করে এবং আপনার ত্বকে আর মুখে এক পরত চকচকে ভাব যোগ করে| যদি আপনার ত্বক অতিরিক্ত শুষ্ক হয়, তাহলে তো আপনার অবশ্যই উচিত এটি একবার পরখ করা|

ধাপ ৪ - বেছে নিতে হবে হাইড্রেটিং ফাউন্ডেশন
ফাউন্ডেশন কি সত্যিসত্যিই আপনার ত্বককে শুষ্ক করে দেয়? হ্যাঁ| যদি সত্যিই আপনি শীতেও অন্য সময়ের মতো শিশিরভেজা ঝলমলে ত্বক চান, তাহলে আপনাকে মেকআপ বাছতে হবে খুব সাবধানে| স্বচ্ছন্দে নির্ভর করতে পারেন ল্যাকমে অ্যাবসোলিউট আরগান অয়েল সিরাম ফাউন্ডেশনের উপরে| এতে আছে পর্যাপ্ত পরিমাণে ত্বকের পক্ষে পুষ্টিকর আরগান অয়েল আর SPF 45, যেগুলি আপনার ত্বকে এনে দেয় শীতের মরশুমে হারিয়ে ফেলা উজ্জ্বলতা|

ধাপ ৫ - ওভারনাইট মাস্ক
হাইলাইটারের কী প্রয়োজন, যেখানে আপনি স্রেফ ওভারনাইট মাস্ক ব্যবহার করেই পেতে পারেন উজ্জ্বল ঝলমলে ত্বক? আপনি যখন রাতে ঘুমোচ্ছেন, এই ওভারনাইট মাস্ক আপনার ত্বকে যোগ করে চলে প্রচুর পরিমাণে প্রয়োজনীয় আর্দ্রতা| ফলে আপনি যখন সকালে ঘুম থেকে ওঠেন, আপনার ত্বক থাকে উজ্জ্বল আর আর্দ্র| যদি নরম তুলতুলে উজ্জ্বল ত্বক চান, সপ্তাহে একবার করে ব্যবহার করুন ল্যাকমে অ্যাবসোলিউট স্কিন গ্লস ওভারনাইট মাস্ক |
Written by Ishani Roychoudhuri on Dec 21, 2018
Author at BeBeautiful.