ঠোঁটের অবাঞ্ছিত কুঞ্চন থেকে মুক্তি পান 3টি সহজ ধাপে

Written by Manisha Dasgupta12th Jan 2021
ঠোঁটের অবাঞ্ছিত কুঞ্চন থেকে মুক্তি পান 3টি সহজ ধাপে

বয়সের ছাপ শুধু মুখেই নয়, আমাদের শরীরের প্রতিটি অংশে পড়ে। তার মধ্যে ঠোঁটও রয়েছে। ঠোঁটের চামড়া খুব পাতলা, ফলে ঠোঁটে বলিরেখা পড়াটা মোটেই অস্বাভাবিক বা অসম্ভব কিছু নয়। তাই যদি ঠোঁটে কুঞ্চন পড়তে দেখেন, ভয় পাবেন না। শুধু যে বয়স বাড়ার কারণেই ঠোঁটে বলিরেখা দেখা দেয় তা নয়। ধূমপানের অভ্যেস থাকলে, রোদ লাগলে বা সারাক্ষণ ঠোঁট কোঁচকানোর অভ্যেস থাকলেও ঠোঁটে দেখা দিতে পারে কুঞ্চন। kkk

ঠোঁটে বলিরেখা যে কারণেই পড়ুক না কেন, আমাদের কাজ হল তা দূর করা। তার জন্যই কিছু সহজ সমাধানের উপায় নিয়ে এসেছি আমরা। তার জন্য সবার আগে ধূমপানের অভ্যেস ছাড়তে হবে কারণ ধূমপানের ফলে ঠোঁটে স্থায়ী কোঁচকানোভাব এসে যায় যা কমানো খুব কঠিন। আর আপনার যদি ধূমপানের অভ্যেস না থাকে, তা হলে মেনে চলুন নিচের নিয়মগুলো। ঠোঁট থাকবে নরম, মসৃণ আর তারুণ্যে ভরপুর!

 

01. এক্সফোলিয়েট করুন

শরীর ভেতর থেকে আর্দ্র রাখুন

এ কথাটা আমরা আগেও হাজারবার বলেছি, আবারও বলছি। মুখ সহ শরীরের বাকি অংশ এক্সফোলিয়েট করা যতটা জরুরি, ঠোঁট এক্সফোলিয়েট করাটাও ততটাই গুরুত্বপূর্ণ! ঠোঁটে জমে থাকা লিপ বাম বা লিপস্টিকের অবশেষ সহজে জলে ধুয়ে যায় না। তাই প্রতি তিন দিন অন্তর ঠোঁট স্ক্রাব করা দরকার। তাতে ঠোঁটের মরা চামড়া যেমন উঠে যাবে, তেমনি লিপস্টিক বা গ্লসের অবশেষও আর জমে থাকবে না

 

02. ময়শ্চারাইজার লাগান

শরীর ভেতর থেকে আর্দ্র রাখুন

ত্বক, চুল আর ঠোঁট তরুণ আর স্বাস্থ্যোজ্জ্বল রাখার উপায় হল নিয়মিত ময়শ্চারাইজার মাখা। প্রতিদিন ঠোঁটে ভিটামিন ই তেল লাগান, অথবা এমন লিপ বাম ব্যবহার করুন যাতে এই পুষ্টিকর উপাদানটি আছে। তেমনই একটি বাম হল ভেসলিন লিপ থেরাপি অরিজিনাল/ যা আপনার ঠোঁট নরম, কোমল আর মসৃণ রাখে। রোদের ক্ষতিকর আলট্রা ভায়োলেট রশ্মির হাত থেকে বাঁচতে ঠোঁটে সানস্ক্রিন লাগানোও দরকার। Vaseline Lip Therapy Original

 

03. শরীর ভেতর থেকে আর্দ্র রাখুন

শরীর ভেতর থেকে আর্দ্র রাখুন

বাইরে থেকে আর্দ্রতা আর সুরক্ষা প্রদানের পাশাপাশি ভেতর থেকে আর্দ্র থাকাও খুব দরকার। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল খান, সঙ্গে থাক রসালো ফল আর শাকসবজি। এতে ত্বক ঝলমলে তরুণ থাকবে। ঠোঁট আর হাত, এ দুটি অংশে সবার আগে শুকনোভাব ধরা পড়ে। তাই ঠোঁট সহ শরীরের নানা অংশ থেকে শুষ্কভাব আর বলিরেখা কমাতে প্রচুর জল খান।

Manisha Dasgupta

Written by

Author at BeBeautiful.
1308 views

Shop This Story

Looking for something else