অনেকদিন ধরে নিজেকে একটা মেকওভার দিতে ইচ্ছে করছে, অথচ খুব বাড়াবাড়ি করারও ইচ্ছে নেই? এরকম পরিস্থিতিতে দু' দিকই রক্ষা করার সবচেয়ে সহজ উপায় হল চুলটা রং করে নেওয়া! অনেকেই ঝটপট কাজ সারার জন্য বাড়িতেই চুল রং করে নিতে পছন্দ করেন, কিন্তু অনেক সময়ই বাড়িতে চুল রং করতে গিয়ে গালে বা কপালে রং লেগে যায়, যা সহজে উঠতে চায় না। বাড়িতে চুল রং করার সবচেয়ে বিরক্তিকর সমস্যা এটাই!

কিন্তু তা বলে কি ঘরে বসে চুল রং করবেন না? অবশ্যই করবেন, কিন্তু একটু সাবধান হয়ে! তবে আমরা জানি, হাজার সাবধানতা সত্ত্বেও একটু আধটু রং ত্বকে লেগেই যায়! ভালো ব্যাপার হল, এই রং তোলার দুটো খুব সহজ উপায় আমরা খুঁজে পেয়েছি! আপনিও জেনে নিন...

সাবধান হোন আগে থেকে

সেই কথাটা জানেন তো? সমস্যা হওয়ার পর সমাধান খোঁজার চেয়ে সমস্যাটা যাতে না হয়, সেই চেষ্টা করাই ভালো! তাই এমনভাবে প্রস্তুতি নিন যাতে ত্বকে রং এঁটে বসতেই না পারে! চুলে রং করতে শুরু করার আগে প্রথমেই চুলের হেয়ারলাইন বরাবর আর কানের চারপাশে পাতলা আর সমান করে এক পরত Vaseline Original Pure Skin Jelly লাগিয়ে নিন। এ ছাড়া, যেদিন শ্যাম্পু করবেন, তার পরের দিনও চুল রং করতে পারেন। স্ক্যাল্প থেকে বেরোনো প্রাকৃতিক তেল দাগছোপের বিরুদ্ধে সুরক্ষা জোগাবে।

 

ফেস স্ক্রাব ব্যবহার করুন

ফেস স্ক্রাব ব্যবহার করুন

মুখ থেকে হেয়ার কালারের দাগ তোলার প্রথম উপায় হল, জায়গাটা কোমল, নন-অ্যাব্রেসিভ ফেস স্ক্রাব দিয়ে ঘষে পরিষ্কার করে নেওয়া। মুখের কোথাও চুলের রং লেগে গেলে সেই অংশে তক্ষুনি সেন্ট ইভস ফ্রেশ স্কিন এপ্রিকট ফেস স্ক্রাব/ St. Ives Fresh Skin Apricot Face Scrub লাগান। হালকা ঘষুন, তারপর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। কোমল হাতে স্ক্রাব করবেন যাতে ত্বকে জ্বালা বা প্রদাহ তৈরি না হয়।

 

মেকআপ রিমুভার ট্রাই করে দেখুন

মেকআপ রিমুভার ট্রাই করে দেখুন

ওয়াটারপ্রুফ মেকআপ রিমুভার দিয়ে যে কতরকম কাজ হয় ভাবতে পারবেন না! চুলের রঙের কড়া দাগ তুলতেও ওয়াটারপ্রুফ মেকআপ রিমুভার দারুণ কার্যকর! অনেকে এই কাজে নেলপলিশ রিমুভারও ব্যবহার করেন। কিন্তু ওয়াটারপ্রুফ মেকআপ রিমুভার যেহেতু মুখে ব্যবহার করার জন্যই বিশেষভাবে তৈরি, তাই এটি নেলপলিশ রিমুভারের চেয়ে অনেক বেশি কোমল আর নিরাপদ। মেকআপ রিমুভারে তুলো ভিজিয়ে রং লাগা জায়গাটায় লাগিয়ে রাখুন, পাঁচ মিনিট পর ঘষে রং তুলে দিন।