"আপনার ভুরুই আপনার পরিচয়"... এরকম একটা প্রবাদ প্রচলিত থাকলে মন্দ হত না! আর এখন আমরা যে যুগে বাস করি, কথাটা স্বীকার না করে উপায় নেই! মাস্ক যেহেতু মুখের অর্ধেকটারও বেশি ঢেকে রাখে, তাই ভুরুর ভূমিকা আজকাল খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মুখের দিকে তাকালে ভুরুর দিকেই এখন সবার আগে নজর পড়ে, কাজেই ভুরু নিখুঁত করে সাজিয়ে রাখতেই হবে! আর মাস্ক পরুন বা না পরুন, ঘন মোটা অপরিচ্ছন্ন ভুরু রাখতে কেই বা চায়! জুম মিটিং, ভার্চুয়াল ডেট বলেও তো
কিছু ব্যাপার আছে নাকি! পাশাপাশি এটাও ঠিক যে ভুরু থ্রেডিংয়ের জন্য পার্লারে যেতে এখনও অনেকেই দ্বিধাবোধ করছেন। সেজন্যই আমরা আপনাকে দেখাব কীভাবে তিনটি সহজ স্টেপে গ্রুম করে নিতে পারেন আপনার ভুরু! হ্যাঁ, বাড়িতে বসেই! দারুণ না? আসুন, তবে শিখে নেওয়া যাক কৌশল!
ধাপ 1: ভুরুর ম্যাপিং করে নিন

প্রথমত, নিশ্চিত হয়ে নিন আপনার ভুরুতে রোমের আধিক্য যথেষ্ট পরিমাণে রয়েছে। রোম না থাকলেও যদি টুইজিং বা ওয়াক্সিং করেন, তা হলে ভুরু অসম্ভব সরু হয়ে যাবে, ভালো দেখাবে না! এরপর যা করতে হবে তা হল, ভুরুর শেপ অনুযায়ী ম্যাপিং করে নেওয়া। ম্যাপিং করা বলতে বোঝায় ভুরুর মূল জরুরি জায়গাগুলো চিহ্নিত করা - ভুরুর শুরু কোথায়, ভুরুর বাঁক অর্থাৎ আর্চ কোথায় আর শেষ প্রান্ত কোথায়। ভুরু ঠিকমতো ম্যাপ করতে নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন:
- একটা পেনসিল সোজাসুজি নাকের পাশে ধরুন যাতে শিসের অংশটা এমন জায়গায় থাকে যেখান থেকে আপনার ভুরু শুরু হয়েছে।
- এবার পেনসিলটা ভুরুর অভিমুখ বরাবর ঘোরান। চোখের মণি যেখানে শেষ হয়েছে সেই সীমানায় থামুন। এখানে আপনার ভুরুর আর্চ শুরু হবে।
- এই জায়গাটা চিহ্নিত করে নিন।
- এবার আবার পেনসিল ঘোরান এবং চোখের শেষ প্রান্তে এসে থামুন। এই জায়গাটাও চিহ্নিত করুন - এখানে ভুরুর শেষ প্রান্ত থাকবে।
অন্য ভুরুও একইভাবে ম্যাপ করুন। তিনটে বিন্দু সোজা লাইন টেনে যোগ করে নিন।
এই পদ্ধতিতে ভুরুর স্বাভাবিক শেপটা পেয়ে যাবেন আপনি। ফলে ভুরু গ্রুম করা অনেক সহজ হয়ে যাবে।
ধাপ 2: সঠিক সরঞ্জাম ব্যবহার করুন

যে কোনও যুদ্ধ জেতার জন্য হাতে সঠিক অস্ত্রশস্ত্র থাকার দরকার হয়। এ ক্ষেত্রেও আপনার দরকার উপযুক্ত সরঞ্জাম। বাড়িতে ভুরু শেপ করার সময় ব্রো পেনসিল, স্টেনলেস স্টিলের বাঁকানো টুইজার, স্পুলি ব্রাশ, ছোট ধারালো কাঁচি রাখুন হাতের কাছে। ম্যাগনিফায়িং আয়না ব্যবহার করবেন না, তাতে ভুরু প্রয়োজনের বেশি প্লাক করে ফেলার আশঙ্কা থেকে যাবে।
ধাপ 3: ভুরু টুইজ আর ট্রিম করে নিন

হাতে ধরা আয়নার বদলে স্ট্যান্ড দেওয়া ছোট আয়না ব্যবহার করুন। তাতে দুটো হাতই ব্যবহার করতে পারবেন। প্রথমে স্পুলি দিয়ে ভুরু ওপরের দিকে স্ট্রোক করে করে ব্রাশ করে নিন। তারপর একটা হাত দিয়ে ভুরুর আশপাশের ত্বক টানটান করে টেনে ধরুন, আর অন্য হাতে বিচ্ছিন্ন রোমগুলো প্লাক করে (রোমের বৃদ্ধির অভিমুখে প্লাক করবেন) তুলে দিন। লম্বা রোম ট্রিম করতে ছোট কাঁচি ব্যবহার করুন।
ভুরু টুইজ করার পর জায়গাটা লাল হয়ে থাকতে পারে, বা জ্বালা করতে পারে। হাতের কাছে রাখুন বরফের টুকরো আর ময়শ্চারাইজার। লালচেভাব কাটানোর জন্য জায়গাটায় বরফ ঘষে নিন, তারপর জ্বালা কমাতে লাগিয়ে নিন ময়শ্চারাইজার।
Written by Manisha Dasgupta on 5th Aug 2021