নরম, মসৃণ ঠোঁট পাওয়ার জন্য 5টি আদর্শ প্রডাক্ট

Written by Manisha Dasgupta12th Nov 2020
নরম, মসৃণ ঠোঁট পাওয়ার জন্য 5টি আদর্শ প্রডাক্ট

শুকনো, ফাটা ঠোঁট যে শুধু শীতকালেরই সমস্যা, তা কিন্তু নয়। অনেকেরই সারা বছর ঠোঁট শুকনো থাকে, ফেটে যায়। তাই লিপ বাম আর অন্য যাবতীয় ঠোঁট আর্দ্র রাখার জিনিসপত্র শুধু শীতকালে নয়, সারা বছরই মাখতে হবে। ঠিক যেমন আপনি শুধু গরমে নয়, সারা বছর সানস্ক্রিন মাখেন, তেমনি মরশুম যাই হোক না কেন, ঠোঁট আর্দ্র রাখতে সারা বছরই লিপ বাম মাখতে হবে। কারণ ত্বকের যেমন সারা বছর রোদ থেকে সুরক্ষা দরকার, তেমনি ঠোঁটেরও সারা বছর আর্দ্রতা দরকার!

সারা বছর লিপ বাম বা অন্য কোনও হাইড্রেটিং প্রডাক্ট মাখার একাধিক ভালো দিক আছে। হ্যাঁ, ঠোঁট কোমল আর আর্দ্র থাকার ব্যাপারটা তো আছেই, তা ছাড়াও লিপ বামের আরও কিছু উপকারিতা আছে। কিছু কিছু লিপ প্রডাক্টে এসপিএফ থাকে, তা ঠোঁটকে রোদ থেকে সুরক্ষিত রাখে। বাজারে নানা ধরনের লিপ বাম পাওয়া যায়, ফলে সেরা জিনিসটি খুঁজে পেতে আপনার অসুবিধে হতে পারে। ফলে অজস্র লিপকেয়ার প্রডাক্টের সম্ভার থেকে আমরা আপনার জন্য খুঁজে এনেছি কিছু সেরা প্রডাক্ট যা আপনার ঠোঁট রাখবে আর্দ্র, মসৃণ আর কোমল, সারা বছর ধরে।

 

01. লিপ রিপেয়ার

05. লিপ বাম

এমন কিছু চাইছেন যা ঠোঁট আর্দ্র রাখার পাশাপাশি ঠোঁটের কনট্যুর লাইন অর্থাৎ খাঁজগুলোর প্রকটভাব কমাবে আর সেই সঙ্গে অসমান খসখসে ঠোঁটকে করে তুলবে মসৃণ? তা হলে ডার্মালজিকা এজ স্মার্ট রিনিউয়াল লিপ কমপ্লেক্স/Dermalogica Age Smart Renewal Lip Complex আপনার জন্য আদর্শ। ভিটামিন ই, অ্যাভোকাডো, শিয়া বাটারের গুণে সমৃদ্ধ এই প্রডাক্টটি ঠোঁটের টিস্যু সুরক্ষিত রাখে, ত্বকের ক্ষতিসাধনকারী ফ্রি র‍্যাডিক্যালসের হামলা রুখতেও সাহায্য করে।

 

02. লিপ টিন্ট

05. লিপ বাম

সাধারণ লিপ বাম ঠোঁট আর্দ্র করার পাশাপাশি হালকা রঙের ছোঁয়াও এনে দেবে, এমনটাই কি চাহিদা আপনার? তা হলে ল্যাকমে লিপ লাভ চ্যাপস্টিক এসপিএফ 15/ Lakme Lip Love Chapstick SPF 15 আপনার জন্য আদর্শ। সাতটি আকর্ষণীয় রঙে পাওয়া যায় এই চ্যাপস্টিক। তা ছাড়া এতে এসপিএফ 15 রয়েছে যা আপনার কোমল ঠোঁটকে সূর্যের চড়া রশ্মির হাত থেকে রক্ষা করে।

 

03. লিপস্টিক

05. লিপ বাম

লিপস্টিকও যে ঠোঁট আর্দ্র রাখতে পারে, জানতেন? ল্যাকমে অ্যাবসলিউট ম্যাট আলটিমেট লিপ কালার উইথ আর্গান অয়েল/ Lakme Absolute Matte Ultimate Lip Color with Argan Oil -এ রয়েছে আর্গান অয়েলের পুষ্টি যা ঠোঁটের রং করে তোলে আকর্ষণীয়, পাশাপাশি আর্দ্রতাও এনে দেয়।

 

04. লিপ গ্লস

05. লিপ বাম

ক্লিয়ার গ্লসই হোক বা ঠোঁটের স্বাভাবিক রং আরও সুন্দর করে তোলাই হোক, লিপ গ্লসের জুড়ি নেই! ঠোঁটে বুলিয়ে নিন এক কোট ল্যাকমে অ্যাবসলিউট প্লাম্প অ্যান্ড শাইন লিপ গ্লস/ Lakme Absolute Plump and Shine Lip Gloss; দেখতেও সুন্দর লাগবে, ঠোঁটও থাকবে নরম আর পুষ্টিতে ভরপুর।

 

05. লিপ বাম

05. লিপ বাম

অর্থাৎ আপনার চিরপরিচিত চ্যাপস্টিক! এটি ঠোঁট শুধু কোমল আর মসৃণই রাখে না, লিপস্টিকের নিচে পরার জন্যও এটি আদর্শ! বেছে নিন ভেসলিন লিপ থেরাপি কালার অ্যান্ড কেয়ার/Vaseline Lip Therapy Color & Care। যতরকম লিপ বাম রয়েছে, তার মধ্যে এটিই আমাদের মন জয় করে চলেছে দিনের পর দিন! আমাদের সঙ্গে এবার সামিল হোন আপনিও!

Manisha Dasgupta

Written by

Author at BeBeautiful.
1918 views

Shop This Story

Looking for something else