আপনার সানস্ক্রিনে কি এই তিনটি বিষয় রয়েছে?

Written by Manisha Dasgupta1st Feb 2022
আপনার সানস্ক্রিনে কি এই তিনটি বিষয় রয়েছে?

সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বক সুরক্ষিত রাখতে সারা বছর সান প্রোটেকশন দরকার, এ কথা তো সকলেই জানেন। কিন্তু কীভাবে সঠিক সানস্ক্রিনটি বেছে নিতে হবে, সে ব্যাপারে তথ্য খুব একটা পাওয়া যায় না। অনেকেই সানস্ক্রিনের টেক্সচার, তার এসপিএফ ফ্যাক্টর, সানস্ক্রিনটি ওয়াটারপ্রুফ কিনা, এ সব নিয়ে বিভ্রান্ত হয়ে যান। তবে এত কিছু সত্ত্বেও সঠিক সানস্ক্রিন বেছে নেওয়া খুব একটা কঠিন কাজ নয়। কেনার সময় শুধু চোখ রাখুন তিনটি বিষয়ের দিকে।

 

এসপিএফ ফ্যাক্টর হতে হবে 30 থেকে 50-এর মধ্যে

মূল উপাদানগুলো চিনে নিন

আলট্রাভায়োলেট এ আর আলট্রাভায়োলেট বি, দুইই সমান ক্ষতিকর এবং ত্বকের ক্যানসারের কারণ। প্রথমটি, অর্থাৎ ইউভিএ-র জন্য ত্বকে অকালে বয়সের ছাপ পড়ে, অন্যদিকে দ্বিতীয়টি, অর্থাৎ ইউভিবি-র জন্য ত্বকে কালো দাগছোপ আর সানবার্ন দেখা দেয়। তাই ন্যূনতম 30 এসপিএফ যুক্ত সানস্ক্রিন কিনুন, এটি আপনাকে ইউভিবি রশ্মির হামলা থেকে 97% সুরক্ষা দেবে। যাঁদের গায়ের রং ফরসা, অথবা যাঁদের ত্বক সহজেই রোদে পুড়ে যায়, তাঁরা আরও বেশি মাত্রার এসপিএফ যুক্ত সানস্ক্রিন মাখবেন। মনে রাখা দরকার কোনও সানস্ক্রিনই রোদ থেকে 100% সুরক্ষা দিতে পারে না। তাই আপনার ত্বকের ধরন যেমনই হোক এমন সানস্ক্রিন বেছে নিন যার এসপিএফ 30 থেকে 50-এর মধ্যে রয়েছে।

 

নন-কমেডোজেনিক ফর্মুলা

মূল উপাদানগুলো চিনে নিন

রোদে ত্বকের যাতে কোনও সমস্যা না হয় সানস্ক্রিন মাখা সেই কারণেই। কিন্তু সানস্ক্রিনের ফর্মুলা যদি কমেডোজেনিক হয়, তা হলে ব্রণ বেরোনোর ভয় থাকে। তাই এমন সানস্ক্রিন কিনুন যাতে নন-কমেডোজেনিক উপাদান রয়েছে, তাতে ত্বকের রোমছিদ্র বন্ধ হয়ে ব্রণ বেরোবে না। ল্যাকমে সান এক্সপার্ট আলট্রা ম্যাট এসপিএফ 50 পিএ+++ জেল সানস্ক্রিন/ Lakmé Sun Expert Ultra Matte SPF 50 PA+++ Gel Sunscreen নন-কমেডোজেনিক, আর ত্বক বিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষিত। এটি সবধরনের ত্বকের পক্ষেই মানানসই এবং ত্বক একেবারেই তেলতেলে করে না।

 

মূল উপাদানগুলো চিনে নিন

মূল উপাদানগুলো চিনে নিন

এ কথা ঠিক যে লেবেলে লেখা সবক'টা উপাদানের নাম পড়া কঠিন, একই সঙ্গে এ সব উপাদান ত্বকের পক্ষে কতটা উপকারী, সেটা বোঝাও সমস্যার। কিন্তু কয়েকটা উপাদান সম্পর্কে জানা থাকলে ভবিষ্যতে আপনার সুবিধেই হবে। জিঙ্ক অক্সাইড, ভিটামিন এবং শসার নির্যাসের মতো উপাদান ত্বকের উপকার করে, অ্যালার্জি বা অন্য যে কোনও প্রতিক্রিয়া হতে দেয় না। ল্যাকমে সান এক্সপার্ট আলট্রা ম্যাট এসপিএফ 50 পিএ+++ লোশন/Lakme Sun Expert Ultra Matte SPF 50 PA+++ Lotion-এ রয়েছে ভিটামিন বি3। এটি ত্বককে ইউভিএ রশ্মির হাত থেকে সুরক্ষিত রাখে এবং ত্বক কালো হয়ে যেতে দেয় না।

Manisha Dasgupta

Written by

Author at BeBeautiful.
1309 views

Shop This Story

Looking for something else