ওয়্যাক্সিং, থ্রেডিং, অথবা লেসার ..ঠোঁটের ওপরের অবাঞ্ছিত রোম নির্মূল করতে কোন পন্থাটি ভালো ?

Written by Ishani Roychoudhuri31st Aug 2018
ওয়্যাক্সিং, থ্রেডিং, অথবা লেসার ..ঠোঁটের ওপরের অবাঞ্ছিত রোম নির্মূল করতে কোন পন্থাটি ভালো ?
মহিলারা এ কথা কেউই অস্বীকার করতে পারবেন না যে ঠোঁটের  ওপরের অবাঞ্ছিত রোম নির্মূল করার কথা ভাবলেই আতঙ্ক হয় | এটা তো কেবলমাত্র প্রতি মাসের মাথাব্যথা নয়, এই বিরক্তিকর কাজটা না করেও উপায় থাকে না | কাজেই আপনাকে যদি কেউ বলে এই ঠোঁটের ওপরের  রোম নির্মূল করার সেরা  উপায় কোনটি, সেটাই কি সবচেয়ে ভালো নয় ? আমরা কথা বলেছি বিখ্যাত ত্বকবিশেষজ্ঞ ডাক্তার অপর্ণা শান্থানামের সঙ্গে | আলোচনা করেছি রোম নির্মূল করার প্রতিটি পদ্ধতির সুবিধা অসুবিধা নিয়ে, আপনার কোমল ত্বকে কোন পদ্ধতির কী কী প্রভাব হতে পারে এবং আপনি যখন পরেরবার  সালোঁতে যাবেন, তখন নিজের জন্য কোন পদ্ধতিটি বেছে নেবেন |
 

ঠোঁটের ওপরের অংশে ওয়্যাক্সিং

ওপরের ঠোঁটে লেসার দিয়ে রোম নির্মূল করা

অপর্ণা জানালেন,  “ওয়্যাক্সিং-এর  সময়ে ত্বক যদিও টানটান করে ধরে রাখা হয়, তবুও এত কর্কশ করে ধরা হয় না যাতে কোনরকম আঘাত লাগে |” তা সত্ত্বেও  অনেক সময়ে কিছু অস্থায়ী অস্বস্তিকর প্রভাব পড়ে, যদি ঠোঁটের ওপরের অংশে  ওয়্যাক্সিং করা হয় | যেমন জ্বালা করা, লালচে ভাব ইত্যাদি | কারণ সাধারণ থ্রেডিং-এর তুলনায় ওয়্যাক্সিং চলে যায় ত্বকের অনেকটাই ভেতরে | যদি আপনার ত্বক হয় সংবেদনশীল বা তৈলাক্ত, আপনার ব্রণর ধাত আছে অথবা আপনার মুখের চামড়া লাল হয়ে ফোস্কার মতো গুটি বেরোয়, সেক্ষেত্রে  আপনার ঠোঁটের  ওপরের রোম নির্মূল করতে ওয়্যাক্সিং না করানোই ভালো | অপর্ণার মতে,  “সংবেদনশীল বা লাল হয়ে ওঠার প্রবণতা যে সব ত্বকে, সেই সব ক্ষেত্রে  এই চামড়া টেনে রাখা, তাপ আর মোম ত্বককে ফুলিয়ে দেয় এবং ত্বকে জ্বালাভাব দেখা দেয় | তৈলাক্ত ত্বকে বা ব্রণ থাকলে ঠিকঠাক পদ্ধতিতে ওয়্যাক্সিং না করা হলে ত্বকে ফলিকিউলাইটিস হয়ে যেতে পারে |”

 

ওপরের ঠোঁটে থ্রেডিং

ওপরের ঠোঁটে লেসার দিয়ে রোম নির্মূল করা

ওয়্যাক্সিং ভালভাবে কাজ করে অপেক্ষাকৃত বড় মাপের জায়গায়, যেমন হাত এবং পা | থ্রেডিং উপযোগী ছোট জায়গার জন্য, যেমন ঠোঁটের ওপরের অংশ |
অপর্ণা বললেন, “যে কোনও ধরনের ত্বকের পক্ষে কেন থ্রেডিং উপযুক্ত, তার প্রধান কারণ হল সুতোর ওপরে চাপ প্রয়োজনমতো বাড়ানো-কমানো যায় |” তবে  ওয়্যাক্সিং-এর তুলনায়  থ্রেডিং অনেক ওপর-ওপর কাজ করে | অর্থাৎ, নির্মূল রোম অপেক্ষাকৃত তাড়াতাড়ি ফিরেও আসে | তবে, যদি এই কাজটি যথেষ্ট কোমল হাতে না করা হয়, তাহলে পরে ফোঁড়া-ফুস্কুড়ি হতে পারে বা কালশিটে পড়তে পারে | কাজেই আপনার ত্বকের দায়িত্ব যাকে দিয়েছেন,তাকে প্রথমেই বলে দিন সতর্ক হতে |

 

ওপরের ঠোঁটে লেসার দিয়ে রোম নির্মূল করা

ওপরের ঠোঁটে লেসার দিয়ে রোম নির্মূল করা

অপর্ণা জানাচ্ছেন, “লেসার পদ্ধতিতে রোম নির্মূল করা যে কোনও ধরনের ত্বকের পক্ষে নিরাপদ আর দেখা গেছে যে এই পদ্ধতি ব্যবহারের সুফল হল পরবর্তীকালে রোমের বৃদ্ধির হার অনেকটাই কমে যায় |” তবে অনেক মহিলাই এ ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল নন | আর কিছু অন্য অসুবিধাও আছে |
অপর্ণা বললেন, “এর জন্য একাধিক সেশন জরুরি এবং অন্য সব পদ্ধতির তুলনায় এটি অপেক্ষাকৃত ব্যয়সাপেক্ষও বটে |”

ত্বক-বিশেষজ্ঞ অপর্ণার মতে,

“ ঠোঁটের ওপরের অংশ থেকে রোম নির্মূল করার জন্য আমি বলব থ্রেডিং করার কথা কারণ সুতোর ওপরে আঙুলের চাপ কমানো-বাড়ানো যায় |” অপর্ণা এরপর আমাদের জানান, রোম নির্মূল করার পরে ত্বকের  বিশেষ যত্নের কথাও | “যদি দেখেন রোম নির্মূল করার পরে আপনার ত্বকে লালচে ভাব দেখা দিয়েছে বা জ্বালা করছে, সেক্ষেত্রে জায়গাটিতে অবশ্যই বরফ লাগাবেন আর তারপরেও অসুবিধা বোধ হলে ত্বক-বিশেষজ্ঞর সঙ্গে পরামর্শ করবেন |”  

Ishani Roychoudhuri

Written by

Author at BeBeautiful.
4345 views

Shop This Story

Looking for something else