আপনি ত্বকের সুরক্ষার জন্য নিয়ম করে 10 মিনিট সময় খরচ করুন বা 2 মিনিট, উদ্দেশ্য কিন্তু একটাই| ত্বক যেন হয়ে ওঠে তরুণতর, উজ্জ্বল, স্বাস্থ্যের দীপ্তিতে ভরপুর আর কোনও সমস্যা যেন তাকে স্পর্শ করতে না পারে| ত্বকের যত্নে যে নিয়মই অনুসরণ করুন না কেন, তা কিন্তু নিয়মিত হওয়া অত্যন্ত জরুরি| তা না হলে ত্বকে তার সুফল ধরা পড়বে না| এর জন্য আপনাকে প্রচুর টাকা খরচ করে নানা ট্রিটমেন্ট করাতে হবে না বা দামি দামি স্কিনকেয়ার প্রডাক্টও কিনতে হবে না| পুরোনো, পরিচিত কিন্তু নির্ভরযোগ্য সামগ্রী, যেমন ভেসলিন পেট্রোলিয়াম জেলিও সময়ে সময়ে আপনার ত্বকের সুরক্ষার জন্য যথেষ্ট। বিশেষ করে সরু সরু বলিরেখা বা ত্বকের কুঞ্চনের মতো কিছু নাছোড় সমস্যার ক্ষেত্রে তা দারুণ কার্যকর|
ভেসলিনে ঠিক কী আছে, যাতে তা খুব ভালো স্কিনকেয়ার প্রডাক্টের মর্যাদা পেতে পারে?
- নাইট ক্রিম
- এটি নন-কমেডোজেনিক
- দারুণ আন্ডার আই ক্রিম
- কোমল আর সুন্দরভাবে চোখের মেকআপ তুলতে পারে
- শুষ্ক, খসখসে, খড়ি-ওঠা ত্বক মসৃণ করে

ভেসলিনে ঠিক কী আছে, যাতে তা খুব ভালো স্কিনকেয়ার প্রডাক্টের মর্যাদা পেতে পারে?
ভেসলিন তৈরি হয় মিনারেল অয়েলস আর মোম দিয়ে, তার ফলেই এর ঘনত্ব জেলির মতো হয়| এই ধরনের টেক্সচার ত্বকে জল আর আর্দ্রতা ধরে রাখার পক্ষে অত্যন্ত উপযোগী|
ভেসলিন কীভাবে আপনার ত্বকের উপকার করে?
নাইট ক্রিম

এটি নাইট ক্রিম হিসেবে দারুণ কাজ করে| ঘুমোতে যাওয়ার আগে মুখে লাগিয়ে নিন ভেসলিনের পাতলা স্তর, তাতে জল আর আর্দ্রতা ত্বকেই ধরা থাকবে, বাইরে আসতে পারবে না। তাই সারা রাতে ত্বক শুকিয়ে যাওয়ার সমস্যাতেও ভুগবেন না|
এটি নন-কমেডোজেনিক

আপনি নিশ্চয়ই ভাবছেন, এই শব্দটির অর্থ কী? সহজ কথায় বলতে গেলে, ভেসলিন ত্বকে ব্রণ হতে দেয় না বা অ্যাকনের বাড়বৃদ্ধিতে সহায়তা করে না| এটি ব্যবহার করলে ত্বকের ছিদ্র বন্ধ হয়ে যায় না আর ত্বকে কোনও অবাঞ্ছিত সমস্যাও সৃষ্টি হয় না| তবে যদি আপনার ত্বকে আগে থেকেই অ্যাকনে থাকে, তাহলে ভেসলিনের ব্যবহার এড়িয়ে চলাই ভালো|
দারুণ আন্ডার আই ক্রিম

আপনার চোখের নিচের ত্বকে ভেসলিনের প্রলেপ দিয়ে রাতে ঘুমোতে যান| সকালে উঠে দেখুন, চোখের চারপাশের ত্বক কেমন স্বাস্থ্যে ঝলমল করছে!
কোমল আর সুন্দরভাবে চোখের মেকআপ তুলতে পারে

আপনার ‘স্মোকি আইজ’ খুব পছন্দ? কিন্তু দিনের শেষে কাঠখড় পুড়িয়ে তা তুলতে আলসেমি চেপে ধরে? চোখের মেকআপের উপরে ভেসলিন মাসাজ করুন| মেকআপ আলগা হয়ে উঠে যাবে| তারপর ক্লেনজ়ার দিয়ে মেকআপের শেষ চিহ্নটিও তুলে ফেলুন| ভেসলিন মোলায়েম, কিন্তু কার্যকর|
শুষ্ক, খসখসে, খড়ি-ওঠা ত্বক মসৃণ করে

যদি আপনার ত্বক অত্যন্ত শুষ্ক ধরনের হয়, যাতে আঁশ বা খড়ি ওঠে, তাহলে তার জন্য ভেসলিন হল সবচেয়ে সেরা প্রডাক্ট| এটি ত্বক মোলায়েম করে, ত্বকের যে কোনও প্রদাহ কমায় আর তাতে আর্দ্রতা সরবরাহ করে এবং এবং ত্বকে সেই আর্দ্রতা আটকে রাখার বন্দোবস্ত করে শুষ্কতা থেকে সুরক্ষা দেয়|
Written by Ishani Roychoudhuri on 16th Mar 2019