মারিগোল্ড বা গাঁদাফুল থেকে নিষ্কাশিত হয় ক্যালেনড্যুলা অয়েল| এটি অত্যন্ত উপকারী হলেও আমরা সে সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল নই| এই তেল সৌন্দর্যবৃদ্ধিতে প্রচুর উপকার করে, কিন্তু সে সব আমাদের চোখ এড়িয়ে যায় |
কিন্তু সৌন্দর্যের প্রতি আমাদের ভালোবাসা চিরন্তন এবং নতুন করে আবিষ্কার করেছি ক্যালেনড্যুলা অয়েলের বিভিন্ন উপকারিতা, আর তাই আমরা আপনাদেরও এর অপরিহার্যতা সম্পর্কে জানিয়ে দিতে চাই|
এটি অ্যান্টিসেপটিক
সংবেদনশীল ত্বকের পক্ষে আদর্শ
অ্যাকনে সারাতে সহায়তা করে
যাঁরা সদ্য মা হয়েছেন, তাঁদের জন্য
স্ক্রাব হিসেবে নিরাপদ
ত্বকে আর্দ্রতারও জোগান দেয়
- এটি অ্যান্টিসেপটিক
- সংবেদনশীল ত্বকের পক্ষে আদর্শ
- অ্যাকনে সারাতে সহায়তা করে
- যাঁরা সদ্য মা হয়েছেন, তাঁদের জন্য
- স্ক্রাব হিসেবে নিরাপদ
- ত্বকে আর্দ্রতারও জোগান দেয়
এটি অ্যান্টিসেপটিক

ক্যালেনড্যুলা অয়েল ব্যবহারের পক্ষে সম্পূর্ণ নিরাপদ এবং এটির যথেষ্ট ওষধিগুণ আছে| ক্ষতস্থানে ব্যবহার করা যায়| বিশেষ করে ক্যালেনড্যুলা অয়েল আর অ্যালো ভেরা মিলিতভাবে যে কোনও ক্ষত সারাতে দারুণ কার্যকর|
সংবেদনশীল ত্বকের পক্ষে আদর্শ

যাঁদের ত্বক সংবেদনশীল, অথবা যাঁদের ত্বকে অ্যাকনের প্রকোপ আছে, তাঁরা মাস্ক আর ময়েশ্চরাইজ়ারে ক্যালেনড্যুলা অয়েল মিশিয়ে তা ত্বকে ব্যবহার করুন সপ্তাহে একবার| যদি আপনার ত্বক শুষ্ক ধরনের হয়, এটি ময়েশ্চারাইজ় করতে সাহায্য করবে| আর তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে এটি ঠিকঠাক আর্দ্রতা বজায় রেখে অ্যাকনে প্রতিরোধ করে|
অ্যাকনে সারাতে সহায়তা করে

চটজলদি অ্যাকনের চিকিৎসায় ব্যবহার করতে পারেন ক্যালেনড্যুলা অয়েল| অ্যাকনের উপরে লাগান অ্যালো ভেরা আর ক্যালেনড্যুলা অয়েলের মিশ্রণ |
যাঁরা সদ্য মা হয়েছেন, তাঁদের জন্য

ক্যালেনড্যুলা অয়েল একজ়িমা সারাতে সাহায্য করে| তাই যাঁরা সদ্য মা হয়েছেন, তাঁরা যদি দেখেন আপনার বাচ্চার একজিমা হয়েছে, তাহলে ব্যবহার করুন ক্যালেনড্যুলা অয়েল| এটি শিশুদের ব্যবহারের জন্য সম্পূর্ণ নিরাপদ| ডায়াপার র্যাশের হাত থেকে মুক্তি পেতেও সাহায্য করে ক্যালেনড্যুলা অয়েল| অল্প পরিমাণ ক্যালেনড্যুলা অয়েল মিশিয়ে নিন অ্যালো ভেরা জেলের সঙ্গে আর তা সংক্রমণের জায়গায় সামান্য পরিমাণে লাগিয়ে রাখুন| প্রতিদিন কয়েকবার করে লাগিয়ে দেখুন, উপকার পাবেন|
স্ক্রাব হিসেবে নিরাপদ

এটির ওষধিগুণ আছে বলে যাঁদের ত্বকে অ্যাকনের প্রকোপ আছে, তাঁদের ক্ষেত্রে স্ক্রাব হিসেবে খুব ভালো কাজ করে| কফির গুঁড়ো বা ওটমিলের সঙ্গে মিশিয়ে এটি ত্বকের এক্সফোলিয়েশন করতে ব্যবহার করুন|
ত্বকে আর্দ্রতারও জোগান দেয়

ঝকঝকে ত্বক পেতে এটি অবশ্যই ব্যবহার করুন| রাতে ব্যবহার করুন সিরাম হিসেবে| এটি ত্বকের রং পরিষ্কার করে আর অ্যাকনে প্রতিরোধ করে| ক্যালেনড্যুলা অয়েল ত্বকে আর্দ্রতার মাত্রা প্রয়োজনমতো বাড়ায় এবং ত্বককে করে টানটান| ফলে অকালে ত্বক বুড়িয়ে যায় না|
Written by Ishani Roychoudhuri on Jan 11, 2019
Author at BeBeautiful.