লিপ বাম আর পেট্রোলিয়াম জেলির কথা যখন ওঠে, আমরা চিরকালই ভেসলিনের দিকেই একটু বেশি ঝুঁকে থাকি। ঠোঁটের যে কোনও সমস্যার সমাধানে সিদ্ধহস্ত ভেসলিন। কিন্তু তা সত্ত্বেও ইচ্ছে করে আরও একটু বেশি কিছু পেতে। তাই এসে গেল ভেসলিনের নতুন সম্ভার, ভেসলিন লিপ থেরাপি টিন। ছোট্ট এই কৌটোতেই লুকিয়ে রয়েছে দারুণ সব গুণ।
আমাদের ঠোঁট সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান মিলবে এতে, বিশেষ করে বাড়ির বাইরে চরম ব্যস্ততার মুহূর্তগুলোতেও! ছোট্ট এই টিন ব্যাগে বা পকেটে সহজেই ধরে যায়, আর শুকনো ফাটা ঠোঁট নিমেষে আর্দ্র করে তোলে। তিনটি আলাদা ধরনে পাওয়া যায় এই দারুণ প্রডাক্টটি, আর প্রতিটিই খুব কার্যকর। সব মিলিয়ে প্রত্যেক মেয়ের কাছে এই লিপ টিন থাকা একান্ত দরকার! জেনে নিন কেন...
- 01. বিশেষ ফর্মুলায় তৈরি
- 02. ঠোঁটে আনে চকচকে জেল্লা তেলতেলেভাব ছাড়াই
- 03. দারুণ সুবিধাজনক
- 04. নানাধরনে পাওয়া যায়
- 05. আকর্ষণীয় দাম
01. বিশেষ ফর্মুলায় তৈরি

100% খাঁটি সাদা পেট্রোলিয়াম জেলি দিয়ে বিশেষভাবে তৈরি এই লিপ টিন ঠোঁটের আর্দ্রতা ধরে রাখে। পেট্রোলিয়াম জেলি একটি অন্তর্ধারক উপাদান; অর্থাৎ এটি আর্দ্রতাকে ঠোঁটের গভীরে ধরে রেখে ঠোঁট নরম করে, স্নিগ্ধ আর হাইড্রেটেড রাখে। ভেসলিন লিপ থেরাপি টিন/ Vaseline Lip Therapy Tin আপনার ঠোঁটে জোগায় অতি প্রয়োজনীয় আর্দ্রতা। ঠোঁটের ওপরে চামড়া উঠে গেলে তা সারিয়ে তুলে ঠোঁট ঠিকমতো ময়শ্চারাইজ করার কাজটাও এই লিপ টিন ভালোভাবেই করে দেয়।
02. ঠোঁটে আনে চকচকে জেল্লা তেলতেলেভাব ছাড়াই

হাই-শাইন প্রডাক্ট ভালো লাগে, কিন্তু তেলা আর চটচটেভাব না-পসন্দ! ভেসলিন লিপ থেরাপি টিন/ The Vaseline Lip Therapy Tins এ কথা মাথায় রেখেই তৈরি হয়েছে। আপনার ঠোঁটে এটি দারুণ চমক জোগায়, পাশাপাশি রোজকার ব্যবহারের উপযোগী এবং একটুও ভারী বা তেলতেলে নয়।
03. দারুণ সুবিধাজনক

বাইরে যাওয়ার সময় আপনার ব্যাগের আকার মাইক্রো বা ঢাউস, যে আকারেরই হোক না কেন, ভেসলিন লিপ থেরাপি টিন/ The Vaseline Lip Therapy Tins সহজেই ধরে যাবে, যে কোনও জায়গায় আপনি সঙ্গে করে এটি নিয়ে যেতে পারবেন। ঘরে বাইরে সঙ্গে রাখুন সারাক্ষণ আর ঠোঁট রাখুন আর্দ্র কোমল আর হাসিখুশি!
04. নানাধরনে পাওয়া যায়

এক্ষুনি ঠোঁট নরম করা প্রয়োজন? সঙ্গে রাখুন ভেসলিন লিপ থেরাপি টিন। চকচকে, স্বাস্থ্যবান ঠোঁট চাই? তাও পাবেন। তিনটি ধরনে পাওয়া যায় এই টিন - চিরপরিচিত ভেসলিন থেরাপি লিপ টিন অরিজিনাল কেয়ার/ Vaseline Lip Therapy Tin থেকে শুরু করে ভেসলিন থেরাপি লিপ টিন অ্যালো/ Vaseline Therapy Lip Tin Aloe এবং ভেসলিন থেরাপি লিপ টিন কোকো বাটার/ Vaseline Therapy Lip Tin Cocoa Butter। প্রতিটিই ঠোঁটের যে কোনও সমস্যা সমাধানে দারুণ কার্যকর।
05. আকর্ষণীয় দাম

একসঙ্গে নানা কাজে লাগে, সুবিধেজনক প্রডাক্ট আমরা সকলেই ভালোবাসি, কিন্তু তা যদি দামেও পকেটসই হয়, তা হলে তো সোনায় সোহাগা! মাত্র ₹249 টাকায় পাওয়া যায় ভেসলিন লিপ থেরাপি টিন/ Vaseline Therapy Lip Tin Original Care এবং সব দিক থেকেই এটি অত্যন্ত সুবিধেজনক ও পকেটের মাপসই।
বাড়ির বাইরে প্রবল ব্যস্ততার মধ্যেও সুস্থ, হাসিখুশি, আর্দ্র ঠোঁট পেতে হলে সঙ্গে রাখতেই হবে এই লিপ টিন। সুন্দর কোমল ঠোঁট চান? আজই কিনে আনুন পুরো রেঞ্জটাই। কথা দিচ্ছি, হতাশ হবেন না!
Written by Manisha Dasgupta on Oct 11, 2021
Author at BeBeautiful.