৬ টি কারণে আপনার ত্বকের জন্য ক্যালেনড্যুলা অয়েল দারুণ উপযোগী

Written by Ishani Roychoudhuri11th Jan 2019
৬ টি কারণে আপনার ত্বকের জন্য ক্যালেনড্যুলা অয়েল দারুণ উপযোগী

মারিগোল্ড বা গাঁদাফুল থেকে নিষ্কাশিত হয় ক্যালেনড্যুলা অয়েল| এটি অত্যন্ত উপকারী হলেও আমরা সে সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল নই| এই তেল সৌন্দর্যবৃদ্ধিতে প্রচুর উপকার করে, কিন্তু সে সব আমাদের চোখ এড়িয়ে যায় |

কিন্তু সৌন্দর্যের প্রতি আমাদের ভালোবাসা চিরন্তন এবং নতুন করে আবিষ্কার করেছি ক্যালেনড্যুলা অয়েলের বিভিন্ন উপকারিতা, আর তাই আমরা আপনাদেরও এর অপরিহার্যতা সম্পর্কে জানিয়ে দিতে চাই|

এটি অ্যান্টিসেপটিক
সংবেদনশীল ত্বকের পক্ষে আদর্শ
অ্যাকনে সারাতে সহায়তা করে
যাঁরা সদ্য মা হয়েছেন, তাঁদের জন্য
স্ক্রাব হিসেবে নিরাপদ
ত্বকে আর্দ্রতারও জোগান দেয়

 

এটি অ্যান্টিসেপটিক

ত্বকে আর্দ্রতারও জোগান দেয়

ক্যালেনড্যুলা অয়েল ব্যবহারের পক্ষে সম্পূর্ণ নিরাপদ এবং এটির যথেষ্ট ওষধিগুণ আছে| ক্ষতস্থানে ব্যবহার করা যায়| বিশেষ করে ক্যালেনড্যুলা অয়েল আর অ্যালো ভেরা মিলিতভাবে যে কোনও ক্ষত সারাতে দারুণ কার্যকর|

 

সংবেদনশীল ত্বকের পক্ষে আদর্শ

ত্বকে আর্দ্রতারও জোগান দেয়

যাঁদের ত্বক সংবেদনশীল, অথবা যাঁদের ত্বকে অ্যাকনের প্রকোপ আছে, তাঁরা মাস্ক আর ময়েশ্চরাইজ়ারে ক্যালেনড্যুলা অয়েল মিশিয়ে তা ত্বকে ব্যবহার করুন সপ্তাহে একবার| যদি আপনার ত্বক শুষ্ক ধরনের হয়, এটি ময়েশ্চারাইজ় করতে সাহায্য করবে| আর তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে এটি ঠিকঠাক আর্দ্রতা বজায় রেখে অ্যাকনে প্রতিরোধ করে|

 

অ্যাকনে সারাতে সহায়তা করে

ত্বকে আর্দ্রতারও জোগান দেয়

চটজলদি অ্যাকনের চিকিৎসায় ব্যবহার করতে পারেন ক্যালেনড্যুলা অয়েল| অ্যাকনের উপরে লাগান অ্যালো ভেরা আর ক্যালেনড্যুলা অয়েলের মিশ্রণ |

 

যাঁরা সদ্য মা হয়েছেন, তাঁদের জন্য

ত্বকে আর্দ্রতারও জোগান দেয়

ক্যালেনড্যুলা অয়েল একজ়িমা সারাতে সাহায্য করে| তাই যাঁরা সদ্য মা হয়েছেন, তাঁরা যদি দেখেন আপনার বাচ্চার একজিমা হয়েছে, তাহলে ব্যবহার করুন ক্যালেনড্যুলা অয়েল| এটি শিশুদের ব্যবহারের জন্য সম্পূর্ণ নিরাপদ| ডায়াপার র‍্যাশের হাত থেকে মুক্তি পেতেও সাহায্য করে ক্যালেনড্যুলা অয়েল| অল্প পরিমাণ ক্যালেনড্যুলা অয়েল মিশিয়ে নিন অ্যালো ভেরা জেলের সঙ্গে আর তা সংক্রমণের জায়গায় সামান্য পরিমাণে লাগিয়ে রাখুন| প্রতিদিন কয়েকবার করে লাগিয়ে দেখুন, উপকার পাবেন|

 

স্ক্রাব হিসেবে নিরাপদ

ত্বকে আর্দ্রতারও জোগান দেয়

এটির ওষধিগুণ আছে বলে যাঁদের ত্বকে অ্যাকনের প্রকোপ আছে, তাঁদের ক্ষেত্রে স্ক্রাব হিসেবে খুব ভালো কাজ করে| কফির গুঁড়ো বা ওটমিলের সঙ্গে মিশিয়ে এটি ত্বকের এক্সফোলিয়েশন করতে ব্যবহার করুন|

 

ত্বকে আর্দ্রতারও জোগান দেয়

ত্বকে আর্দ্রতারও জোগান দেয়

ঝকঝকে ত্বক পেতে এটি অবশ্যই ব্যবহার করুন| রাতে ব্যবহার করুন সিরাম হিসেবে| এটি ত্বকের রং পরিষ্কার করে আর অ্যাকনে প্রতিরোধ করে| ক্যালেনড্যুলা অয়েল ত্বকে আর্দ্রতার মাত্রা প্রয়োজনমতো বাড়ায় এবং ত্বককে করে টানটান| ফলে অকালে ত্বক বুড়িয়ে যায় না|

Ishani Roychoudhuri

Written by

Author at BeBeautiful.
3292 views

Shop This Story

Looking for something else