শুকনো, নিষ্প্রাণ, খড়ি ওঠা ত্বক দেখতে যে শুধু খারাপ লাগে তাই নয়, এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের তেমন কোনও উপায়ও জানা থাকে না! শুধু ময়শ্চারাইজার মেখেই আমরা ত্বকের শুষ্কভাব চাপা দেওয়ার চেষ্টা করি, কিন্তু ঘণ্টাকয়েক যেতে না যেতেই ত্বক ফের শুকনো হয় পড়ে, আর নরম পেলব টানটান ত্বকের স্বপ্নটা স্বপ্ন হয়েই থেকে যায়... তাই না?
প্রশ্ন হল, এভাবে শুকনো ত্বক নিয়েই কি থাকতে হবে? মোটেও না! আসলে ত্বকের শুষ্কতা কমানোর অন্যতম হাতিয়ার ময়শ্চারাইজার হলেও যে কোনও ময়শ্চারাইজার মাখলেই কিন্তু ত্বক কোমল থাকবে না! দীর্ঘ সময় ত্বক কোমল রাখতে দরকার সঠিক উপাদানের ময়শ্চারাইজার। আপনাকে বেছে নিতে হবে এমন কিছু উপাদান যা আপনার ত্বকে গভীর থেকে আর্দ্রতা জোগাবে, ত্বক করে তুলবে স্বাস্থ্যোজ্জ্বল আর পেলব! নিশ্চয়ই ভাবছেন, কীভাবে বেছে নেবেন সে সব উপাদান? আপনাদের সুবিধের জন্য আমরা নিয়ে এলাম পাঁচ-পাঁচটি দারুণ ত্বক পরিচর্যার উপাদানের হদিশ যা আপনার শুকনো খড়ি ওঠা ত্বকের ভোল বদলে দেবে নিমেষে! শুষ্ক ত্বকের মালকিনেরা এ সব উপাদান নৈমিত্তিক ত্বক পরিচর্যার রুটিনে রাখতে ভুলবেন না কিন্তু!
অ্যালো ভেরা

ত্বকে আর্দ্রতা জোগানোর উপাদান খুঁজছেন, অথচ অ্যালো ভেরা বাদ, তা কখনও হয় নাকি? শুধু ত্বকে আর্দ্রতা জোগানোই নয়, অ্যালো ভেরার নির্যাসযুক্ত সামগ্রী ত্বকের যে কোনও লালচেভাব, র্যাশ, প্রদাহ, সবই কমিয়ে দিতে পারে ঝটপট! হালকা টেক্সচারের সুবাদে অ্যালো জেল খুব তাড়াতাড়ি ত্বকে শুষে যায়, এবং ত্বকও আর্দ্র থাকে কোনওরকম তেলাভাব ছাড়াই!
বিবির পছন্দ: Lakme 9 to 5 Naturale Aqua Aloe Gel
গ্লিসারিন

শুকনো ত্বক সারিয়ে তুলতে গ্লিসারিনের ব্যবহার সেই আদ্যিকাল থেকে হয়ে আসছে! শুষ্ক ত্বকের জন্য যে সব স্কিনকেয়ার প্রডাক্ট বাজারে পাওয়া যায়, তাদের প্রায় সবক'টিতেই গ্লিসারিন থাকে। গ্লিসারিন এমন একটি উপাদান যা পরিবেশ থেকে আর্দ্রতা শুষে নিয়ে ত্বকে তা জোগান দেয় আর সেই আর্দ্রতাকে ত্বকের গভীরেই আটকে রাখতে পারে। ফলে ত্বক হয়ে ওঠে কোমল, মসৃণ, ঝলমলে!
বিবির পছন্দ: Pond's Light Moisturiser
হ্যালিউরনিক অ্যাসিড

শুষ্ক ত্বকে আর্দ্রতা হারিয়ে যায় বলে বয়সের দাগ পড়ে দ্রুত। এই সমস্যা সমাধানের জন্য এমন প্রডাক্ট ব্যবহার করুন যাতে হ্যালিউরনিক অ্যাসিড রয়েছে। ত্বক বিশেষজ্ঞ চিকিৎসকেরাও হ্যালিউরনিক অ্যাসিড যুক্ত স্কিনকেয়ার সামগ্রী ব্যবহারের ওপর জোর দেন, কারণ এটিও পরিবেশ থেকে জলীয় পদার্থ শুষে তা ত্বকের গভীরেই আটকে রাখে, ফলে ত্বক থাকে আর্দ্র আর কোমল।
বিবির পছন্দ: Pond's Super Light Gel Moisturiser
সেরামাইড

সেরামাইড হল ফ্যাটের অণু বা লিপিড যা ত্বকের একদম উপরের স্তরে একটা আস্তরণ তৈরি করে যাতে আর্দ্রতা ত্বকের ওপর থেকে উবে যেতে না পারে। এই কারণে শুষ্ক ত্বকের চিকিৎসায় সেরামাইড খুব জরুরি। তা ছাড়া সেরামাইড পরিবেশের ফ্রি র্যাডিক্যালের হাত থেকেও ত্বককে রক্ষা করে, এবং পাশাপাশি পরিবেশের ময়শ্চারাইজার ত্বকে জোগান দিতে ত্বক রাখে তরুণ, কোমল আর মসৃণ।
বিবির পছন্দ: Dermalogica Barrier Repair
ল্যাকটিক অ্যাসিড

ল্যাকটিক অ্যাসিডের অন্যতম উপকারের জায়গাটা হল এটি ত্বকে বয়সের দাগছোপ ঠেকাতে পারে। ল্যাকটিক অ্যাসিড ত্বকের কোলাজেন মাত্রা ধরে রাখতে খুব কার্যকরী ভূমিকা পালন করে। ত্বকে কোলাজেন উৎপাদন বাড়লে ত্বক সুস্থ আর তরুণ থাকে, বয়সের দাগছোপও থাকে দূরে।
বিবির পছন্দ: Lakme Peach Milk Moisturiser
Written by Manisha Dasgupta on 13th Oct 2020