আপনার ড্রেসিং টেবিলে যতরকম প্রডাক্টই থাক না কেন, একটা ভেসলিন পেট্রোলিয়াম জেলি ছাড়া কালেকশন অসম্পূর্ণ। সারা বছর, বিশেষ করে শীতের দিনে চটজলদি ময়শ্চারাইজার হিসেবে ভেসলিনের সত্যিই বিকল্প নেই!
কিন্তু সেটাই একমাত্র কারণ নয়। ভেসলিন অরিজিনাল পিওর স্কিন জেলি/Vaseline Original Pure Skin Jelly বাদ দিয়ে বেশিরভাগ মানুষ একটা দিনও চলতে পারেন না, তার একাধিক কারণ রয়েছে। ভেসলিন শুধু শুষ্ক ফাটা ত্বক কোমল করে তোলে তাই নয়, বরং আরও অনেক কাজে লাগে। মেকআপ তোলা থেকে শুরু করে চোখের পাতায় গ্লসের মতো করেও লাগাতে পারেন ভেসলিন অরিজিনাল পিওর স্কিন জেলি। দেখে নিন আপনার রূপচর্চার রুটিনে ভেসলিন কতভাবে কাজে লাগাতে পারেন, তার কিছু নজির...
- 01. মেকআপ তুলতে
- 02. ল্যাশ কন্ডিশনার হিসেবে
- 03. স্বাভাবিক হাইলাইটার হিসেবে
- 04. গ্লসি চোখের পাতার জন্য
- 05. নেলপলিশের দাগ তুলতে
01. মেকআপ তুলতে

02. ল্যাশ কন্ডিশনার হিসেবে

03. স্বাভাবিক হাইলাইটার হিসেবে

04. গ্লসি চোখের পাতার জন্য

05. নেলপলিশের দাগ তুলতে

Written by Manisha Dasgupta on 11th Dec 2020