সেনসিটিভ ত্বকের জন্য দারুণ উপকারী 5টি উপাদান

Written by Manisha Dasgupta28th Jul 2021
 সেনসিটিভ ত্বকের জন্য দারুণ উপকারী 5টি উপাদান

সেনসিটিভ অর্থাৎ স্পর্শকাতর ত্বকের জন্য স্কিনকেয়ার রুটিন ঠিক করার সময় যে জিনিসটা একদম ঠিকঠাক করতে হবে তা হল উপাদানের তালিকা সাজিয়ে নেওয়া। সেনসিটিভ ত্বকের সঙ্গে নানা জিনিসের বিক্রিয়া হতে পারে। সেই তালিকায় রয়েছে কৃত্রিম রং, সুগন্ধী, প্রিজার্ভেটিভ, এবং স্কিনকেয়ার প্রডাক্টে সচরাচর ব্যবহৃত হয় এমন নানা উপাদান। সে জন্যই ত্বক পরিচর্যার সরঞ্জাম বাছাইয়ের সময় উপাদানগুলো খুব ভালোভাবে দেখে নেওয়া দরকার যাতে সমস্যা সৃষ্টিকারী উপাদান শুরুতেই বাদ দিয়ে দেওয়া যায়। ত্বক পরিচর্যার জন্য আপনাকে বেছে নিতে হবে ক্লিন বিউটি প্রডাক্ট, যাতে কোনওরকম টক্সিক বা কড়া কেমিক্যাল নেই এবং শুধু এমন উপাদানই আছে যা ত্বকের পক্ষে স্নিগ্ধ। ত্বক পরিচর্যার উপাদানের তালিকায় এই রদবদলটা করার পর আর একটা কাজ করতে হবে। দেখে নিন আপনার ক্লিন বিউটি প্রডাক্টের মধ্যে নিচের পাঁচটি উপাদান আছে কিনা! সেনসিটিভ বা স্পর্শকাতর ত্বকের জন্য এ সব উপাদান কাজ করে ম্যাজিকের মতো!

 

বিসাবোলল

গ্লিসারিন

এই উপাদানটি পাওয়া যায় ক্যামোমাইল থেকে। বিসোবললের মধ্যে ত্বক স্নিগ্ধ ও শীতল করার দারুণ গুণ রয়েছে। ময়শ্চারাইজার ও ক্লেনজারে বিসাবোলল ব্যবহার করা হয়। ক্ষয়ক্ষতি সারিয়ে ত্বকের সুস্থ হয়ে ওঠার ক্ষমতা বাড়িয়ে তোলে এই উপাদানটি। এতে অ্যান্টি-ইনফ্লামেটরি অর্থাৎ প্রদাহ সারানোর গুণ রয়েছে এবং ত্বকের দাগছোপ হালকা করতে এটি দারুণ ভালো কাজ করে। আপনার ত্বকেও যদি এরকম কোনও সমস্যা থেকে থাকে, তা হলে এমন ক্লেনজার ব্যবহার করুন যাতে বিসাবোলল রয়েছে।

বিবি-র পছন্দ: সিম্পল কাইন্ড টু স্কিন ময়শ্চারাইজিং ফেসিয়াল ওয়াশ/ Simple Kind To Skin Moisturising Facial Wash

 

রাইস ব্র্যান অয়েল

গ্লিসারিন

কোরিয়ার রূপচর্চার জগতে রাইস ব্র্যান অয়েলের ব্যবহার সুপ্রতিষ্ঠিত। দারুণ পুষ্টিগুণে ভরা রাইস ব্র্যান অয়েল যোগ করে নিন আপনার ত্বক পরিচর্যার রুটিনে। ভিটামিন বি, ভিটামিন ই, স্কোয়ালেন, ফেরুলিক অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এবং লিনোলেক অ্যাসিডে সমৃদ্ধ রাইস ব্র্যান অয়েল ত্বকের টেক্সচার উন্নত করে এবং ত্বকের সার্বিক স্বাস্থ্যরক্ষাতেও সাহায্য করে। হাইপারপিগমেন্টেশন কমাতে এবং অকালে বয়সের দাগ পড়া কমাতেও রাইস ব্র্যান অয়েল কার্যকরী। ত্বকের লিপিড আস্তরণ জোরদার করে ত্বক তরুণ রাখতে সাহায্য করে এই উপাদানটি।

বিবি-র পছন্দ: ডার্মালজিকা প্রিক্লিনজ/ Dermalogica Precleanse

 

অ্যালানটয়েন

গ্লিসারিন

কমফ্রে উদ্ভিদ থেকে পাওয়া যায় অ্যালানটয়েন। এটি একটি শক্তিশালী হাইড্রেটর, সেনসিটিভ ত্বকের জন্য তৈরি প্রডাক্টে শীতলতাদায়ক উপাদান হিসেবে হামেশাই অ্যালানটয়েন ব্যবহার করা হয়। এই উপাদানের হালকা এক্সফোলিয়েটিং গুণও রয়েছে, যা এএইচএ ও বিএইচএ-র বিকল্প হতে পারে। এএইচএ ও বিএইচএ তুলনায় কড়া এবং এই দুটি উপাদানের কারণে ত্বকে জ্বালাভাব হতে পারে। অ্যালানটয়েনে রয়েছে স্কিন রিসারফেসিং প্রোটিন। ফলে সেনসিটিভ ত্বকের জন্য অ্যান্টি-এজিং রুটিন শুরু করতে চাইলে অবশ্যই আপনার তালিকায় রাখুন অ্যালানটয়েন।

বিবি-র পছন্দ: সিম্পল কাইন্ড টু স্কিন রিপ্লেনিশিং রিচ ময়শ্চারাইজার/ Simple Kind To Skin Replenishing Rich Moisturiser

 

ওটের শাঁসের তেল

গ্লিসারিন

ব্রণবহুল সেনসিটিভ ত্বকের জন্য ওটের শাঁসের তেল বা ওট কের্নেল অয়েল খুবই উপকারী উপাদান। যে কয়েকটি নন-কমেডোজেনিক আর্দ্রতাদায়ী উপাদান রয়েছে তার মধ্যে ওট কের্নেল অয়েল অন্যতম। ব্রণ ভরা দাগছোপওলা ত্বকে গভীর থেকে আর্দ্রতা সঞ্চার করতে ওট কের্নেল অয়েলের জুড়ি নেই। ময়শ্চারাইজারের উপাদান হিসেবে ওট কের্নেল অয়েল ত্বকের লিপিড বেরিয়ার জোরদার করে তোলে এবং পরিবেশের ক্ষতিকর উপাদানগুলো থেকে ত্বককে সুরক্ষিত রাখে।

বিবি-র পছন্দ: ডার্মালজিকা বেরিয়ার রিপেয়ার ময়শ্চারাইজার/ Dermalogica Barrier Repair Moisturiser

 

গ্লিসারিন

গ্লিসারিন

সাম্প্রতিক কয়েক বছরে গ্লিসারিনের জনপ্রিয়তা তুমুল বৃদ্ধি পেয়েছে। এর কারণ, গ্লিসারিন টক্সিক নয়, একইসঙ্গে প্রদাহহীন। গ্লিসারিন অত্যন্ত শক্তিশালী হিউমেকট্যান্ট (আর্দ্রতা সঞ্চারকারী), ফলে ত্বকের গভীরে আর্দ্রতা ধরে রাখতে পারে এবং ত্বক দীর্ঘ সময় ধরে হাইড্রেটেড থাকে। অত্যন্ত শুষ্ক ও সেনসিটিভ ত্বক, যা ঘন ক্রিম জাতীয় ময়শ্চারাইজার সহ্য করতে পারে না, তেমন ত্বকের জন্য গ্লিসারিন খুবই উপকারী।

বিবি-র পছন্দ: সিম্পল কাইন্ড টু স্কিন প্রোটেক্টিং লাইট ময়শ্চারাইজার এসপিএফ 15/ Simple Kind To Skin Protecting Light Moisturiser SPF 15

Manisha Dasgupta

Written by

Author at BeBeautiful.
3607 views

Shop This Story

Looking for something else