সাবান, নাকি বডি ওয়াশ ? স্নানের জন্য কোনটি বেশি ভালো ?

Written by Ishani Roychoudhuri21st Dec 2018
সাবান, নাকি বডি ওয়াশ ? স্নানের জন্য কোনটি বেশি ভালো ?

প্রতিদিন সকালে স্নান করতে গিয়ে আপনার হাত প্রথমেই যে নির্ভরযোগ্য  জিনিসটি খোঁজে, সেটি সাবান, নাকি বডি ওয়াশ? যেভাবেই আপনি ত্বক পরিষ্কারের সিদ্ধান্ত নেন না কেন, আসল কথা হল আপনাকে ঠিকঠাক জিনিসটি বেছে নিতে হবে৷ তাই আজ আমরা একটি দীর্ঘ বিতর্কের অবসান ঘটাতে চলেছি৷ সাবান নাকি বডি ওয়াশ, আপনার জন্য কোনটি বেশি উপযোগী? 

ত্বক পরিষ্কার করার দিক থেকে
স্বাস্থ্যের দিক থেকে

এক্সফোলিয়েশন আর ময়শ্চারাইজ়িংয়ের জন্য
বেড়াতে যাওয়ার সময় সুবিধার দিক থেকে

 

ত্বক পরিষ্কার করার দিক থেকে

বেড়াতে যাওয়ার সময় সুবিধার দিক থেকে

ধুলোবালি, তেলময়লা দূর করার জন্য সাবান আর বডি ওয়াশ, দুই-ই সমান ভালো কাজ করে৷ সাবান আর বডি ওয়াশ, এই দুটি জিনিসেই আছে ত্বকের পক্ষে উপকারী সমস্ত  উপাদান, যেমন অপরিহার্য তেল, গ্লিসারিন, ফুলের নির্যাস এবং আরও অনেক কিছু, যা শুধু আপনার ত্বক পরিষ্কারই করে না, ব্যবহারের পরে আপনার ত্বককে করে কোমল আর মসৃণ৷

 

স্বাস্থ্যের দিক থেকে

বেড়াতে যাওয়ার সময় সুবিধার দিক থেকে

সাবান কিন্তু বডি ওয়াশের মতো স্বাস্থ্যসম্মত নয়৷ কারণ, একটা আশঙ্কা তো রয়েই যায় যে আপনার আগে হয়তো কেউ একই সাবান ব্যবহার করেছেন৷ তবুও বডি ওয়াশকে বিজয়ী ঘোষণা করার আগে আপনার একটি কথা জানা দরকার৷ বডি ওয়াশও ব্যবহার করা  হয় ওয়াশ ক্লথ আর লুফার সাহায্যে, যাতে সহজেই রোগজীবাণু আর ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে৷

 

এক্সফোলিয়েশন আর ময়শ্চারাইজ়িংয়ের জন্য

বেড়াতে যাওয়ার সময় সুবিধার দিক থেকে

কেউ কেউ বলবেন এক্সফোলিয়েশন আর ময়শ্চারাইজ়িংয়ের ক্ষেত্রে বডি ওয়াশ বেশি ভালো কাজ করে৷ কিন্তু সত্যিই কি এ কথা ঠিক? আজকাল সাবানেও গ্র্যানিউলের মতো উপাদান ব্যবহার করা হয় এবং তা বডি ওয়াশের মতোই চমৎকারভাবে এক্সফোলিয়েশনের কাজ করতে পারে৷ এমনকী ময়শ্চারাইজ়েশনের ক্ষেত্রেও সাবানে এখন অ্যালো ভেরা জেল, শিয়া বাটারের মতো বেশ কিছু উপাদান ব্যবহার করা হয়, যেগুলি ত্বকের পক্ষে জরুরি পুষ্টি -উপাদানে ভরপুর৷ এগুলি দীর্ঘ সময় ধরে ত্বকের আর্দ্রতা বজায় রাখে৷ সুতরাং এই ক্ষেত্রে সত্যি বলতে কী, আপনার নিজস্ব পছন্দ-অপছন্দই প্রাধান্য পাবে৷

 

বেড়াতে যাওয়ার সময় সুবিধার দিক থেকে

বেড়াতে যাওয়ার সময় সুবিধার দিক থেকে

সাবান ছাড়া কি আপনার মোটেই চলে না? বেড়াতে যাওয়ার সময়ও সাবান নিয়েই যান? তা হলে তো নিশ্চিতভাবে হোটেলের ঘরে বিস্তর সাবান ফেলে আসতে হয়েছে আপনাকে? বডি ওয়াশ কিন্তু যে কোনও জায়গায় আপনি সহজেই নিয়ে যেতে পারবেন! আর ট্রাভেল-সাইজ বডি ওয়াশ তো অনেক বেশি সুবিধাজনক !

Ishani Roychoudhuri

Written by

Author at BeBeautiful.
9886 views

Shop This Story

Looking for something else