লম্বা, ঘন, স্বাস্থ্যের জেল্লায় ঝলমলে চুল কে না চায়! কিন্তু ক'জনের তেমন চুল থাকে বলুন তো! আমাদের মধ্যে অনেকেরই চুল এমন পাতলা আর ন্যাতানো যে যতই ক্যাস্টর অয়েল দিয়ে যত্ন করা হোক, যতরকম হেয়ার সাপ্লিমেন্ট খাওয়া হোক না কেন, চুল যে কে সেই থেকে যায়! কিন্তু তার মানে কি লম্বা, ঘন, ঝলমলে চুলের স্বপ্ন ভুলে যেতে হবে? তা মোটেই না!
আর এখানেই আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় পার্মানেন্ট হেয়ার এক্সটেনশন। যাঁরা এ ব্যাপারে ততটা ওয়াকিবহাল নন তাঁদের জানাই, হেয়ার এক্সটেনশনের সাহায্যে আপনি ঘন আর লম্বা চুল পেতে পারেন, আর তা কৃত্রিমও দেখায় না মোটেই! আর যদি নিজেও হেয়ার এক্সটেনশন করাতে চান, তা হলে আগে ব্যাপারটা সম্পর্কে ভালো করে জেনে নিন। রইল কিছু জরুরি তথ্য।
- পার্মানেন্ট হেয়ার এক্সটেনশন কাকে বলে?
- এ সব এক্সটেনশন কী দিয়ে তৈরি?
- এক্সটেনশন লাগালে কি চুল নষ্ট হয়ে যায়?
- কীভাবে এক্সটেনশন মেনটেন করতে হবে?
পার্মানেন্ট হেয়ার এক্সটেনশন কাকে বলে?

পার্মানেন্ট হেয়ার এক্সটেনশন একটানা অনেক মাস ধরে পরে থাকা যায়। এ ক্ষেত্রে এক্সটেনশনগুলোকে চুলের সঙ্গে স্ট্র্যান্ড-বাই-স্ট্র্যান্ড পদ্ধতিতে আটকে দেওয়া হয়। একাধিক মাইক্রো রিং বা বন্ড দিয়ে চুলের সঙ্গে এক্সটেনশনগুলো লাগানো হয় যাতে অন্তত 6-8 মাস ঠিকঠাক থাকে।
এ সব এক্সটেনশন কী দিয়ে তৈরি?

হেয়ার এক্সটেনশন যেমন একশো শতাংশ মানুষের চুল দিয়ে তৈরি হতে পারে, তেমনি সিন্থেটিক চুল দিয়েও এক্সটেনশন তৈরি হয়। আপনি যদি একদম স্বাভাবিক দেখতে চুল চান, তা হলে মানুষের চুল দিয়ে তৈরি এক্সটেনশন ব্যবহার করাই ভালো। সিন্থেটিক চুল কৃত্রিম দেখতে লাগে, নষ্টও হয়ে যায় তাড়াতাড়ি, ফলে বেশিদিন টেকে না। মানুষের চুল দিয়ে তৈরি এক্সটেনশন নিলে আপনি চুল ইচ্ছেমতো রঙ করাতে, কার্ল করাতে বা স্টাইল করাতে পারেন। সিন্থেটিক এক্সটেনশনে এ সব করানো মুশকিল।
এক্সটেনশন লাগালে কি চুল নষ্ট হয়ে যায়?

আর সব কিছুর মতো পার্মানেন্ট হেয়ার এক্সটেনশনের ক্ষেত্রেও নিয়মিতভাবে কিছু যত্ন আর দেখভাল করার দরকার আছে। এক্সটেনশনগুলো যদি ঠিকমতো ক্লিপ করে লাগানো হয়ে থাকে, তবে চুলের ক্ষতি হবে না বা হলেও ন্যূনতম! এক্সটেনশন ঠিকভাবে না লাগানো হলে কিন্তু চুলের গোড়ায় বাড়তি চাপ পড়বে, এবং সে কারণে চুল উঠে যেতে পারে। ভালো মানের এক্সটেনশন ব্যবহার করলে, স্টাইলিস্টের সঙ্গে কথা বলে নিয়মিত যত্ন করলে চুলের ক্ষতি আটকানো সম্ভব, এবং চুল আগের চেয়ে আরও সুন্দর দেখাবে।
কীভাবে এক্সটেনশন মেনটেন করতে হবে?

পার্মানেন্ট হেয়ার এক্সটেনশন করানোর আগে মনে রাখুন, নিয়মিতভাবে শ্যাম্পু করা, স্টাইল করা আর মেনটেন করার জন্য কিছুটা বাড়তি সময় হাতে রাখতেই হবে। হেয়ার এক্সটেনশন থাকলে চুল ব্লো ড্রাই করা যাবে না, কারণ তাতে এক্সটেনশনের আঠা গলে গিয়ে চুল চটচটে হয়ে যেতে পারে, এমনকী এক্সটেনশন খুলেও যেতে পারে। ঘুমোনোর সময় এক্সটেনশনে যাতে জট পেকে না যায় তা খেয়াল রাখুন। চুল আলগা বিনুনি বা খোঁপায় বেঁধে নিয়ে সাটিন স্কার্ফে জড়িয়ে রাখুন, বালিশের সুতির ওয়াড় পালটে সাটিনের করে নিন। ভালো লিভ-ইন কন্ডিশনার হাতের কাছে রাখুন, প্রতিবার শ্যাম্পু করার পর লাগিয়ে নিতে ভুলবেন না!
Written by Manisha Dasgupta on 27th Jan 2021