তিসি বা ফ্ল্যাক্সিডের জনপ্রিয়তা আজকাল ক্রমশই বাড়ছে। শরীরস্বাস্থ্য ভালো রাখতে তিসির ভূমিকা তো অনেকেই জানেন। কিন্তু এটা কি জানেন, চুল ভালো রাখতেও দারুণ ভূমিকা পালন করে তিসি? এই বীজটির মধ্যে ভরপুর আর্দ্রতার গুণ রয়েছে। শুষ্ক ক্ষতিগ্রস্ত চুলে আর্দ্রতা সঞ্চার করে তাকে সুস্থ, কোমল করে তুলতে পারে তিসি, চুল বশে রাখাও সহজ হয়।
রূপচর্চার নানা সামগ্রী নিজে হাতে তৈরি করে নিতে পছন্দ করেন? তা হলে আপনার জন্যই আমরা নিয়ে এসেছি তিসি দিয়ে তৈরি একটি সহজ টোটকা। যাবতীয় সমস্যা সমাধান করে আপনার চুলের ভোল পালটে দিতে পারে এই টোটকাটি। ব্যবহার করে দেখুন, কোমল মসৃণ ঝলমলে চুল হয়ে উঠবে আপনার নিত্যসঙ্গী! আসুন দেখা যাক তবে!
তিসির হেয়ার জেল

শুকনো নিষ্প্রাণ চুলে খুব সহজে পুষ্টি পৌঁছোতে হলে ব্যবহার করুন তিসি দিয়ে তৈরি এই ঘরোয়া হেয়ার জেলটি। এটি বানানো সহজ, আর নিয়মিত ব্যবহার করলে স্বপ্নের মতো সুন্দর চুল পাবেন।
আপনার দরকার:
- ¼ কাপ তিসি
- 1 কাপ জল
- ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল
- বাটি
ধাপ 01: বাটিতে জল আর তিসি নিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। সারা রাত না পারলে মোটামুটি ঘণ্টাসাতেক ভিজিয়ে রাখলেও চলবে।
ধাপ 02: পরের দিন সকালে মিশ্রণটা সসপ্যানে গরম করুন। মিশ্রণ আরও ঘন হয়ে এলে বাটিতে ছেঁকে নিন।
ধাপ 03: হালকা সুগন্ধের জন্য কয়েক ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল দিন।
ধাপ 04: এই জেলের মতো জিনিসটি ফ্রিজে রাখুন।
কী ভাবছেন, এত ঝামেলা করা পোষাবে না? তা হলে বদলি হিসেবে ব্যবহার করুন টিজি বেড হেড ম্যানিপুলেটর স্টাইলিং ক্রিম ফর টেক্সচার অ্যান্ড হোল্ড/ TIGI Bed Head Manipulator Styling Cream for Texture and Hold। এটি চুল রুক্ষ হতে দেয় না, চুলে যোগ করে বাড়তি টেক্সচার।
তিসির হেয়ার স্প্রে

শুকনো নির্জীব চুল নিমেষে ঝলমলে করে তোলার সবচেয়ে সহজ উপায় এটাই। হাতের কাছে রাখুন ফ্যাক্সিড বা তিসির হেয়ার স্প্রে, আর যখনই চুল নির্জীব দেখাবে স্প্রে করে নিন।
আপনার দরকার:
- তিসির তেল
- সূর্যমুখী বা সানফ্লাওয়ার তেল
- গ্লিসারিন
- জল
- ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল
ধাপ 01: বাটিতে দু' টেবিলচামচ জল, দু' টেবিলচামচ তিসির তেল আর দু' টেবিলচামচ সূর্যমুখীর তেল নিন। তাতে এক চাচামচ গ্লিসারিন আর কয়েক ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল যোগ করুন।
ধাপ 02: ভালো করে মিশিয়ে স্প্রে বোতলে ভরে রাখুন।
ধাপ 03: চুল শুকনো খসখসে লাগলে ঝটপট আর্দ্রতা ফেরাতে পুরো চুলে ভালোভাবে স্প্রে করে নিন।
Written by Manisha Dasgupta on 8th Jan 2021