তেলতেলে চটচটে চুলের হাত থেকে রেহাই পেতে হাতের কাছে রাখুন 5টি অত্যাবশ্যক হেয়ার কেয়ার প্রডাক্ট

Written by Manisha DasguptaNov 30, 2023
তেলতেলে চটচটে চুলের হাত থেকে রেহাই পেতে হাতের কাছে রাখুন 5টি অত্যাবশ্যক হেয়ার কেয়ার প্রডাক্ট

দূষণ, ঘাম, শ্যাম্পু-কন্ডিশনারের রাসায়নিক অবশেষ, সব কিছুই জমতে থাকে চুলে। আর তার ফল হল তেলতেলে চটচটে চুল, যা দেখলেই কেটে ফেলতে ইচ্ছে করে! কিন্তু চুল কেটে ফেলার মতো চূড়ান্ত আর নাটকীয় সিদ্ধান্ত না নিয়ে বরং নিজের পুরনো হেয়ার কেয়ার প্রডাক্ট বদলে ফেলে এমন কিছু নিয়ে আসুন যা সত্যি সত্যি কাজ করে। এখানে আমরা এমন পাঁচটি হেয়ার কেয়ার প্রডাক্টের কথা আপনাকে জানাচ্ছি যা তেলতেলে চটচটে চুল থেকে তো মুক্তি দেবেই, পাশাপাশি চুল করে তুলবে স্বাস্থ্যোজ্জ্বল আর ঝলমলে।

 

লাভ বিউটি - প্ল্যানেট টি ট্রি অয়েল-ভেটিভার ক্ল্যারিফায়িং শ্যাম্পু

ডাফ ফ্রেশ অ্যান্ড ফ্লোরাল ড্রাই শ্যাম্পু

শ্যাম্পু করার কিছুক্ষণের মধ্যেই যদি চুল তেলতেলে হয়ে যায়, তা হলে শ্যাম্পু পালটে ফেলার সময় হয়েছে! এ ক্ষেত্রে লাভ বিউটি - প্ল্যানেট টি ট্রি অয়েল - ভেটিভার ক্ল্যারিফায়িং শ্যাম্পু/  Love Beauty - Planet Tea Tree Oil - Vetiver Clarifying Shampoo বেছে নিন। নৈতিকভাবে সংগৃহীত অস্ট্রেলিয়ান টি ট্রি অয়েল, সুগন্ধী ভেটিভার আর অর্গানিক নারকেল তেল দিয়ে তৈরি এই শ্যাম্পু আপনার তেলতেলে চটচটে স্ক্যাল্প পরিষ্কার করে স্নিগ্ধ রাখে, খুসকি আর প্রডাক্টের জমে যাওয়া অবশেষ সাফ করে দেয়। এই শ্যাম্পুটি আমাদের পছন্দের কারণ এতে কোনও প্যারাবেন, সিলিকন বা কৃত্রিম রং নেই, তাই চুলের পক্ষে এটি সম্পূর্ণ নিরাপদ।

 

 

লাভ বিউটি - প্ল্যানেট টি ট্রি অয়েল - ভেটিভার ক্ল্যারিফায়িং কন্ডিশনার

ডাফ ফ্রেশ অ্যান্ড ফ্লোরাল ড্রাই শ্যাম্পু

চুল সুস্থ আর সুন্দর রাখতে সঠিক কন্ডিশনার ব্যবহার করা খুব জরুরি। তেলতেলে চুলের হাত থেকে নিস্তার পেতে তাই আমাদের পছন্দের কন্ডিশনার হল লাভ বিউটি - প্ল্যানেট টি ট্রি অয়েল - ভেটিভার ক্ল্যারিফায়িং কন্ডিশনার/ Love Beauty - Planet Tea Tree Oil - Vetiver Clarifying Conditioner। এই ভেগান ও নিষ্ঠুরতামুক্ত কন্ডিশনারটি প্রাকৃতিক এবং নৈতিকভাবে সংগৃহীত টি ট্রি অয়েল, ভেটিভার আর নারকেল তেল দিয়ে তৈরি, যা তেলতেলে নিষ্প্রাণ চুল সজীব আর পরিষ্কার করে তোলে। আর প্রতিবার চুল ধোওয়ার পর এই কন্ডিশনারের লেবু আর কাঠের মাদকতা মেশানো সুগন্ধ আপনার চুলে থেকে যায় দীর্ঘক্ষণ!

 

 

ডাভ হেলদি রিচুয়াল ফর স্ট্রেংদেনিং হেয়ার মাস্ক

ডাফ ফ্রেশ অ্যান্ড ফ্লোরাল ড্রাই শ্যাম্পু

তেলতেলে চুলের হাত থেকে নিস্তার পেতে গিয়ে চুল মজবুত করে তোলার কথা ভুলে গেলে চলবে না। তাই হেয়ার কেয়ার রুটিনে ডাভ হেলদি রিচুয়াল ফর স্ট্রেংদেনিং হেয়ার মাস্ক/ Dove Healthy Ritual For Strengthening Hair Mask যোগ করুন আজই। ওট মিল্ক আর মধুর নির্যাসযুক্ত এই হেয়ার মাস্ক চুলের ক্ষতি সারিয়ে তোলে, রুক্ষতা কমায়, চুল মসৃণ আর মজবুত

 

ট্রেসমে বটানিক ডিটক্স অ্যান্ড রেস্টোর শ্যাম্পু

ডাফ ফ্রেশ অ্যান্ড ফ্লোরাল ড্রাই শ্যাম্পু

প্রডাক্টের অবশেষ আর অতিরিক্ত তেল স্ক্যাল্পে জমে গিয়ে চুল তেলতেলে আর চটচটে হয়ে পড়তে পারে। স্ক্যাল্প পরিষ্কার আর ডিটক্স করতে বেছে নিন ট্রেসমে বটানিক ডিটক্স অ্যান্ড রেস্টোর শ্যাম্পু/TRESemmé Botanique Detox & Restore Shampoo. নিম আর জিংসেং দিয়ে তৈরি এই শ্যাম্পুটি চুল থেকে প্রডাক্টের অবশেষ সাফ করে, চুল চকচকে আর স্ক্যাল্প পরিষ্কার করে তোলে। এই শ্যাম্পুতে কোনও প্যারাবেন বা রং নেই, তাই চুলের পক্ষেও এটি ভালো!
রাখে। এমনকী, চুল বশে রাখাও সহজ হয়।

 

ডাফ ফ্রেশ অ্যান্ড ফ্লোরাল ড্রাই শ্যাম্পু

ডাফ ফ্রেশ অ্যান্ড ফ্লোরাল ড্রাই শ্যাম্পু

ড্রাই শ্যাম্পু যেন ঈশ্বরের আশীর্বাদের মতো! বারবার চুল ধোওয়া সম্ভব নয়, কারণ তাতে চুলের প্রাকৃতিক তেলের আস্তরণ নষ্ট হয়ে যায়, আবার তেলতেলে চুল পুষে রাখাও যায় না! এই সমস্যার একমাত্র সমাধান ড্রাই শ্যাম্পু! এ ব্যাপারে ডাভ ফ্রেশ অ্যান্ড ফ্লোরাল ড্রাই শ্যাম্পু/ Dove Fresh & Floral Dry Shampoo আমাদের পছন্দের! এই ড্রাই শ্যাম্পুটি তেল শুষে নিয়ে চুল পরিষ্কার করে এবং নিমেষে চুলে এনে দেয় বাড়তি ভল্যুম। কয়েকবার স্ক্যাল্পে সরাসরি স্প্রে করে নিন, আর ম্যাজিক দেখুন!

Manisha Dasgupta

Written by

Author at BeBeautiful.
1126 views

Shop This Story

Looking for something else