এ কথা তো সকলেই জানেন: সুস্থ সুন্দর চুল পেতে হলে যথেষ্ট পরিচর্যা প্রয়োজন! বিজ্ঞাপনের মতো চকচকে ঝলমলে চুলের জন্য যতরকমভাবে সম্ভব, যত্ন তো করতেই হবে! আপনার এ কাজে সাহায্য করার জন্য আমরা নিয়ে এসেছি পাঁচটি প্রাকৃতিক উপাদান যা হেয়ার কেয়ার রুটিনে যোগ করলে নির্জীব চুল ফের হয়ে উঠবে স্বাস্থ্যবান আর ঝলমলে! পড়তে থাকুন!
01. অ্যাপল সিডার ভিনিগার

সপ্তাহে একবার অ্যাপল সিডার ভিনিগার বা এসিভি দিয়ে চুল ধুলে চুলের নির্জীবভাব দূর হবে। চুল চকচকে করে তুলতে জুড়ি নেই অ্যাপল সিডার ভিনিগারের। ভিটামিন বি আর সি-তে ভরপুর এসিভি আপনার স্ক্যাল্প পরিষ্কার করে, খুসকি কমায়, চুল চকচকে রাখে এবং চুলের সার্বিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। কিন্তু এসিভি জল না মিশিয়ে সরাসরি লাগালে স্ক্যাল্প শুষ্ক হয়ে যেতে পারে। তাই এসিভি যুক্ত শ্যাম্পু ব্যবহার করাই সবচেয়ে ভালো। তার জন্য লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেট অ্যাপল সিডার ভিনিগার অ্যান্ড জেসমিন সালফেট ফ্রি শাইন শ্যাম্পু/Love Beauty & Planet Apple Cider Vinegar & Jasmine Sulfate Free Shine Shampoo ব্যবহার করুন। সুইজারল্যান্ডের প্রাকৃতিক অ্যাপল সিডার ভিনিগার, ইজিপ্টের হোয়াইট জেসমিন অয়েল আর অর্গানিক নারকেল তেল যুক্ত এই শ্যাম্পু আপনার চুল করে তোলে চকচকে আর মসৃণ। আর সবচেয়ে ভালো ব্যাপার হল, এই শ্যাম্পুতে কোনওরকম সালফেট, প্যারাবেন বা সিলিকন নেই, ফলে আপনার হেয়ার কেয়ার রুটিনে অনায়াসেই যোগ করতে পারেন এই শ্যাম্পুটি।
02. নারকেল তেল

চুলের সবধরনের সমস্যার নিরাময়কারী নারকেল তেল আপনার নির্জীব চুল ঝলমলে করে তুলতে দারুণ ভালো কাজ করে। এই তেল চুলের গোড়ায় সহজেই মিশে যায়, আর চুল আর্দ্র করে তোলে, ফলে কাছে ঘেঁষতে পারে না রুক্ষতা বা চুল ভাঙাঝরার সমস্যা। নারকেল তেলের লরিক অ্যাসিড স্ক্যাল্পে আর্দ্রতা জোগায়, চুল ঝলমলে করে তোলে। আর কী চাই বলুন তো?
03. অ্যাভোকাডো বাটার

নিষ্প্রাণ চুলে চমক ফেরাতে অবিশ্বাস্যরকম ভালো কাজ করে অ্যাভোকাডো। বায়োটিন, পটাশিয়াম আর ম্যাগনেশিয়ামের মতো চুলের পক্ষে উপকারী খনিজ উপাদানে ভরা অ্যাভোকাডো আপনার চুল মসৃণ, ঝলমলে রাখে, এমনকী চুল ওঠাও কমিয়ে দেয়। বিশেষ করে কোঁকড়া চুলের জন্য অ্যাভোকাডো বাটার খুবই উপকারী, কারণ এটি কোঁকড়া চুল আর্দ্র রাখে, আর চুলে পুষ্টি জোগায়, অথচ চুল নেতিয়ে যায় না।
04. আমন্ড মিল্ক

ওমেগা ফ্যাটি অ্যাসিড থ্রি আর সিক্স, তার সঙ্গে ম্যাগনেসিয়াম আর আয়রনে সমৃদ্ধ আমন্ড মিল্ক আপনার চকচকে স্বাস্থ্যোজ্জ্বল চুল পাওয়ার অন্যতম উপায়। এই উপাদানটি চুলের বৃদ্ধি ঘটায়, স্ক্যাল্পে রক্ত সংবহন উন্নত করে তোলে, ফলে চুল হয়ে ওঠে মজবুত, কোমল, জেল্লাদার।
05. অ্যালো ভেরা

অ্যালো ভেরার উপকারিতা গুনে শেষ করা যায় না, তাই এই উপাদানটি যে নির্জীব চুলে সতেজ করে তুলতেও কাজে লাগবে, তাতে আশ্চর্যের কিছু নেই! অ্যালো ভেরায় অ্যামাইনো অ্যাসিড রয়েছে যা নির্জীব ক্ষতিগ্রস্ত চুলে প্রাণ ফেরায়। ক্ষতিগ্রস্ত চুল সারিয়ে তুলে ভল্যুমও এনে দেয় অ্যালো ভেরা, ফলে চুল ঘন দেখায়।
Written by Manisha Dasgupta on Dec 20, 2021
Author at BeBeautiful.