চুল আঁচড়ানোর নিয়মকানুন আমরা শিখে গেছি সেই ছোট্টবেলাতেই! এমনিতে চুল আঁচড়ানোর আলাদা কোনও বিশেষ নিয়ম না থাকলেও সাধারণভাবে মনে করা হয় চুলে একশোবার চিরুনি চালানো উচিত, দিনে দু'বার চুল ব্রাশ করে জট ছাড়িয়ে নেওয়া দরকার আর শ্যাম্পুর পরেও চুল আঁচড়ে বা ব্রাশ করে নিতে হবে। কিন্তু এ সমস্ত নিয়মের মধ্যে মূল যে কথাটা বলা হয়নি, সেটা হল ভেজা অবস্থায় চুল আঁচড়ানো উচিত কিনা। এ নিয়ে আমাদের টিমের মধ্যে যতবার কথা হয়েছে, ততবারই উত্তর এসেছে নেতিবাচক, অর্থাৎ ভেজা চুল আঁচড়ানো উচিত নয়। ফলে আমাদের প্রশ্নটা একটু পালটে নিয়ে আবার করছি - ভেজা চুল ব্রাশ করা বা আঁচড়ানো কি সত্যিই চুলের পক্ষে খুব খারাপ?
এ প্রশ্নের কোনও এককথায় উত্তর না হলেও সাধারণভাবে মনে করা হয় ভেজা চুল আঁচড়ানো উচিত নয়। জেনে নেওয়া যাক...
- অতিরিক্ত চুল ওঠা
- রুক্ষতার সমস্যা
- রুক্ষতার সমস্যা
- চুল আগে আঁচড়ান
- জট ছাড়াতে কন্ডিশনার
- চুল প্রায় শুকিয়ে গেলে তবেই আঁচড়ান
- মোটা দাঁড়ার চিরুনি চাই
অতিরিক্ত চুল ওঠা

এটা কিন্তু বাস্তব ঘটনা! ভেজা অবস্থায় আপনার চুল সবচেয়ে দুর্বল থাকে (বুঝতে পারছি, আপনারা কন্ডিশনার, শ্যাম্পু,সবই ব্যবহার করছেন, তবুও) আর প্রতিবার ভেজা চুল আঁচড়ানোর সময় তা ভেঙে ঝরে যেতে পারে। কিন্তু সাধারণ চুল ওঠার সঙ্গে এই চুল ওঠার তফাৎ আছে। সাবধানে না আঁচড়ালে এ ক্ষেত্রে চুল টান লেগে গোড়া থেকে উঠে গিয়ে স্থায়ী ক্ষতি হয়ে যেতে পারে।
রুক্ষতার সমস্যা

চুল রুক্ষ হয়ে যাওয়ার সমস্যা এড়ানো সম্ভব হলেও এ ব্যাপারটা নিয়েও আপনাদের জানিয়ে রাখা দরকার: ভেজা চুল আঁচড়ালে শুকোনোর পর চুল খুব রুক্ষ হয়ে যেতে পারে।, যে সব মেয়ের কোঁকড়া চুল, তাঁদের সমস্যা বেশি হয়, কারণ এ ধরনের চুল ভেজা অবস্থায় আঁচড়ালে কার্ল নষ্ট হয়ে যায়, চুলও প্রচণ্ড রুক্ষ হয়ে যায় সহজেই!
রুক্ষতার সমস্যা

চুল রুক্ষ হয়ে যাওয়ার সমস্যা এড়ানো সম্ভব হলেও এ ব্যাপারটা নিয়েও আপনাদের জানিয়ে রাখা দরকার: ভেজা চুল আঁচড়ালে শুকোনোর পর চুল খুব রুক্ষ হয়ে যেতে পারে।, যে সব মেয়ের কোঁকড়া চুল, তাঁদের সমস্যা বেশি হয়, কারণ এ ধরনের চুল ভেজা অবস্থায় আঁচড়ালে কার্ল নষ্ট হয়ে যায়, চুলও প্রচণ্ড রুক্ষ হয়ে যায় সহজেই!
চুল আগে আঁচড়ান

যাঁদের কোঁকড়া চুল, তাঁদের ক্ষেত্রে এ কথা বেশি করে প্রযোজ্য। চুল ধোওয়ার আগে আঁচড়ে নিলে স্ক্যাল্পে জমে থাকা তেলময়লা অনেকটাই উঠে যায়, পাশাপাশি চুলের কিউটিকলও ভালো থাকে। চুল ধুয়ে নেওয়ার পরেও জট তেমন পড়ে না - এটাই তো আমরা সবাই চাই!
জট ছাড়াতে কন্ডিশনার

চুল আঁচড়ানোর কারণ হল চুল থেকে জট ছাড়ানো। চুল ঠিকমতো জটমুক্ত রাখতে শ্যাম্পু করার সময়ও কিছু কাজ করতে হবে। ট্রেসমে থিক অ্যান্ড ফুল কন্ডিশনার/ Tresemme Thick & Full Conditioner ব্যবহার করলে চুলের জট ঠিকমতো কমবে। বায়োটিন আর হুইট প্রোটিনে ভরপুর কন্ডিশনার আপনার চুলে ভল্যুম আনবে, চুল ওঠাও কমবে। আঙুল দিয়ে স্নানের সময় জট ছাড়িয়ে নিন, যাতে স্নানের পরেই চিরুনি ব্যবহার না করতে হয়।
চুল প্রায় শুকিয়ে গেলে তবেই আঁচড়ান

চুল আঁচড়ানোর সবচেয়ে ভালো সময় হল যখন তা প্রায় পুরোটাই শুকিয়ে গেছে। তাতে চুল নিজের শক্তি ফিরে পাবে, চুলের ক্ষতিও কম হবে। ভেজা চুলে আঁচড়ালে যা ক্ষতি হত, এ ক্ষেত্রে তা অনেক কম হবে।
মোটা দাঁড়ার চিরুনি চাই

আমাদের অনেকের হেয়ার ব্রাশে ব্রিসলের শেষভাগে ছোট ছোট বল আটকানো থাকে। কিন্তু এই বলগুলো যেহেতু ব্রাশের সঙ্গে আটকানো থাকে না, তাই গায়ে চুল জড়িয়ে গিয়ে ছিঁড়ে যেতে পারে। তাই চুল ওঠা বন্ধ করতে গেলে মোটা দাঁড়ার চিরুনি অথবা খুব ভালো মানের হেয়ার ব্রাশই শুধু ব্যবহার করুন।
Written by Manisha Dasgupta on Sep 13, 2021
Author at BeBeautiful.