
ঘন ঘন শ্যাম্পু নয়
তেলতেলে চুল আর স্ক্যাল্প মোকাবিলা করার উপায় হিসেবে বেশিরভাগ মানুষ শ্যাম্পুকেই বেছে নেন। শুনলে অবাক হবেন, হয়তো অবিশ্বাসও করতে পারেন, মাথার তেলাভাব নিয়ন্ত্রণ করার কার্যকরী উপায় হল বারবার শ্যাম্পু না করা। সেবেসাস গ্ল্যান্ড যখন অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে, সেই সময় প্রতিদিন শ্যাম্পু করলে সেবেসাস গ্ল্যান্ড আরও বেশি করে তেল নিঃসরণ করতে শুরু করবে। তাই প্রতিদিন শ্যাম্পু না করে একদিন অন্তর করুন। স্ক্যাল্পের তেলাভাব কমাতে বেছে নিন ডিপ ক্লেনজিং শ্যাম্পু।

ড্রাই শ্যাম্পু ব্যবহার করুন
একদিন অন্তর শ্যাম্পু করলেও চুল খুব তেলতেলে হয়ে যাচ্ছে? মাঝের সময়টায় বেছে নিন ড্রাই শ্যাম্পু। তেলতেলে স্ক্যাল্প আর চুল সামাল দেওয়ার চটজলদি উপায় হল এই ড্রাই শ্যাম্পু, তাও কোনও শ্যাম্পু বা জল ছাড়াই।

লিভ-ইন কন্ডিশনার এড়িয়ে চলুন
আপনার মাথা আর চুল যদি খুব তেলতেলে হয়, তা হলে লিভ-ইন কন্ডিশনার আপনার জন্য নয়। তবে কন্ডিশনার মাখা পুরোপুরি বাদ দেবেন না। ডাভ ডেইলি শাইন কন্ডিশনার / দিয়ে চুল ধুয়ে নিন, তাতে চুল রুক্ষ দেখাবে না। আর একটা কথা। আপনার মাথা তেলতেলে হোক বা না হোক, কখনওই স্ক্যাল্পে কন্ডিশনার মাখবেন না।
BB picks: Dove Daily Shine Conditioner

টি ট্রি অয়েল
টি ট্রি অয়েলের একদিকে যেমন ব্যাকটেরিয়া আর ছত্রাক রোধী ক্ষমতা রয়েছে, তেমনি তা বাড়তি সেবাম উৎপাদনের দিকটাও নিয়ন্ত্রণে রাখে। যে কোনও কেরিয়ার অয়েলের সঙ্গে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে স্ক্যাল্পে লাগিয়ে নিন। কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে নিলে খুসকি আর অতিরিক্ত তেল, দুটোই কমবে।
Written by Team BB on 3rd Jul 2020