চুলের হাজাররকম সমস্যার মধ্যে সবচেয়ে বিরক্তিকর হল তেলতেলে স্ক্যাল্পের সমস্যা। চুলের যত্নের জন্য যে সব প্রডাক্ট দোকানে পাওয়া যায়, তাদের বেশিরভাগেরই কাজ হল চুলে আর্দ্রতা আর পুষ্টি জোগানো, অথচ স্ক্যাল্পে অতিরিক্ত তেল জমে যাওয়ার সমস্যার সমাধান কারো কাছেই নেই, আর সেটা খুঁজে খুঁজেই হন্যে হওয়ার দশা আপনার! স্ক্যাল্পের সেবেশাস গ্ল্যান্ড অতিরিক্ত সক্রিয় হয়ে উঠলে তেল বেশি উৎপাদন হতে শুরু করে, ফলে স্ক্যাল্প আর্দ্র থাকার বদলে তেলতেলে হয়ে যায়। আবার মাঝে মাঝে তেলতেলে স্ক্যাল্পের সমস্যা আলাদা করে বোঝাও যায় না। চুল সারাক্ষণ এতটাই তেলতেলে আর নোংরা হয়ে থাকে যে মনে হয় কেটে ফেলে সব ঝামেলা চুকিয়ে দিই! তবে সুখের কথা হল, অত কিছু করার দরকার হবে না। আমরা জানিয়ে দিচ্ছি পাঁচটি চিহ্নের কথা যা দেখে বুঝতে পারবেন আপনার তেলতেলে ত্বকের সমস্যা আছে কিনা। তাই চোখকান খোলা রাখুন, সামান্যতম চিহ্ন দেখলেও সচেতন হয়ে ব্যবস্থা নিন!
- 01. শ্যাম্পু করার পরের দিনই চুল নেতিয়ে যায়
- 02. কপালের সামনের কাটা চুল তেলা হয়ে থাকে
- 03. চুল খুব তেলচকচকে দেখায়
- 04. স্ক্যাল্প ভীষণ চুলকোয়
- কীভাবে সামলাবেন অয়েলি স্ক্যাল্পের সমস্যা
01. শ্যাম্পু করার পরের দিনই চুল নেতিয়ে যায়

শ্যাম্পু করতে আপনার ভালো লাগে না, কারণ তাতে ফল কিছু হয় না! অর্থাৎ শ্যাম্পু করার পরের দিনই চুল ফের সেই ন্যাতানো নির্জীব হয়ে পড়ে। এমন কিছু যদি আপনার জীবনেও ঘটে থাকে, তা হলে বুঝবেন আপনার স্ক্যাল্প সম্ভবত তেলতেলে। মাথার তালুতে অতিরিক্ত তেল জমে থাকলে চুল ভারী হয়ে নেতিয়ে যাবে। না, এমার্জেন্সি ব্লো ড্রাই করে এই চুল ঠিক করা সম্ভব নয়!
02. কপালের সামনের কাটা চুল তেলা হয়ে থাকে

চুলে ফুল-ফ্রন্টাল ফ্রিঞ্জ থাক বা কার্টেন ব্যাংসই থাক, আপনার স্ক্যাল্প অয়েলি হলে কোনওটাই ভালো দেখাবে না। চুল তেলতেলে ম্যাট দেখাবে, কপালের সঙ্গে চিটচিটে হয়ে সেঁটে থাকবে। সুন্দর দেখানোর জন্য কপালের সামনে চুল কেটে এমন ঝামেলায় পড়তে হবে কে জানত!
03. চুল খুব তেলচকচকে দেখায়

চকচকে ঝলমলে চুল সবারই পছন্দ, কিন্তু চুল যদি তেলচকচকে হয়ে যায়, সেটা আবার মোটেই ভালো লাগার কথা নয়! মাসের পর মাস বাইরে থেকে চুলে তেল না ছুঁইয়েও যদি আপনার চুল তেলচকচকে দেখায়, তা হলে বুঝতে হবে আপনার স্ক্যাল্প অয়েলি। চুলের শেষ প্রান্ত সাহারা মরুভূমির বালির মতো শুকনো হয়ে থাকলেও কিছু যায় আসে না। স্ক্যাল্পে চুলের গোড়ায় অর্থাৎ ফলিকলে তেল তৈরি হয়, ফলে মাথার ওপরে তালুতে চুল খুব চকচকে দেখাবে যা মোটেও কাম্য নয়!
04. স্ক্যাল্প ভীষণ চুলকোয়

জানেন কি, মাথার তালুতে অতিরিক্ত চুলকানি আর খুসকি সবসময় শুষ্কতার কারণে হয় না? সত্যি বলতে বেশিরভাগ মানুষই অয়েলি স্ক্যাল্পের কারণে মাথার চুলকানি আর খুসকিতে ভোগেন। তাই মাথা চুলকোলেই স্ক্যাল্প শুকিয়ে গেছে ভেবে শুষ্ক স্ক্যাল্পের প্রডাক্ট ব্যবহার করতে শুরু করবেন না, হয়তো তাতে অয়েলি স্ক্যাল্পের সমস্যা আরও বেড়ে যাবে!
কীভাবে সামলাবেন অয়েলি স্ক্যাল্পের সমস্যা

এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আপনার স্ক্যাল্প আসলে অয়েলি! এবার কী করবেন? এভাবেই কি মানিয়ে নিতে হবে? সুখের কথা হল, এমন বেশ কিছু প্রডাক্ট আছে যা অয়েলি স্ক্যাল্পের যত্ন নিতে পারে, অতিরিক্ত সেবাম উৎপাদন আর চুলের তেলতেলেভাব কমিয়ে চুলের স্বাভাবিক ঝলমলেভাব আর বাউন্স ফিরিয়ে আনতে পারে। আর এ ব্যাপারে আমাদের সবচেয়ে পছন্দ হল লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেট টি ট্রি অয়েল অ্যান্ড ভেটিভার ক্ল্যারিফায়িং শ্যাম্পু/ Love Beauty & Planet Tea Tree Oil & Vetiver Clarifying Shampoo! ক্লিন বিউটির নিদর্শন এই শ্যাম্পুটিতে কোনও সিলিকন বা প্যারাবেন নেই যা আপনার চুল তেলতেলে করে সমস্যা বাড়াবে। তা ছাড়া এই শ্যাম্পুতে রয়েছে টি ট্রি অয়েলের গুণ যা চুল থেকে সমস্ত তেল ধুয়েমুছে সাফ করে দেয় এবং চুলে আনে নতুন তরতাজাভাব আর ভল্যুম। ভেটিভারের মিষ্টি গন্ধ আপনার ইন্দ্রিয়গুলোকেও শান্ত আর শিথিল রাখে। চুলের স্বাস্থ্য আর চনমনেভাব একই সঙ্গে ফেরাতে এমন প্রডাক্টই তো দরকার!
Written by Manisha Dasgupta on Sep 03, 2021
Author at BeBeautiful.