আসন্ন উৎসবের মরশুমে কত কিছুই না করার আছে ! কেনাকাটা , রকমারি মিষ্টি আর নোনতা খাবার আর সর্বোপরি একেবারে নতুন সাজসজ্জা | এই সময়টাতে প্রত্যেকে ভালোবাসে নিজের সেরা রূপটি সকলের সামনে নিয়ে আসতে আর যখন আমরা সকলেই ভাবি সময়মতো সব কেনাকাটাই সেরে ফেলব, তখন হয়ত নিজেদের চুলের বাহার নিয়ে তত চিন্তাভাবনাই করি না ! তাই এবারের উৎসবের মরশুমে আপনাদের জন্য রইল ৫ টি অনন্য কেশকলা আর সেগুলির সঙ্গে মানানসই সাজের সরঞ্জাম |
ফিশটেইল ক্রাউন ব্রেইড

মেসি নটেড আপডু

টুইস্টেড ওয়েভস

ব্রেইডেড টপ নট

লো বান

Written by Ishani Roychoudhuri on 16th Aug 2018