রেশমকোমল মসৃণ চুলের জন্য 3টি সেরা কন্ডিশনার

Written by Manisha Dasgupta30th Jul 2021
রেশমকোমল মসৃণ চুলের জন্য 3টি সেরা কন্ডিশনার

যে কোনও হেয়ার কেয়ার রুটিনের একটা জরুরি অঙ্গ হল কন্ডিশনার। আপনার চুলের ধরন যেমনই হোক, রুক্ষ, এলোমেলো চুল সামলাতে, জট ছাড়িয়ে চুল মসৃণ আর চকচকে করতে কন্ডিশনার ব্যবহার করতেই হবে! আপনি এখনও যদি কন্ডিশনার ব্যবহার না করে থাকেন, আর ভাবেন যে আপনার চুলের ও সব দরকার নেই, তা হলে আজ থেকেই ব্যবহার শুরু করুন! চুলের ভোলবদল দেখে নিজেই চমকে যাবেন!

দোকানে নানা দামের কন্ডিশনার পাওয়া যায় যা চুলের ভিন্ন ভিন্ন সমস্যার সমাধান করে। কিন্তু এতরকম কন্ডিশনারের ভিড়ে বিভ্রান্ত হয়ে যাওয়া স্বাভাবিক, বিশেষ করে আপনি যদি নতুন ক্রেতা হন! তাই আমরা আপনার জন্য বেছে এনেছি তিনটি সেরা কন্ডিশনার। বেছে নিন আপনার পছন্দেরটি আর পেয়ে যান মসৃণ, নরম রেশমের মতো চুল।

 

01. কেমিক্যালি ট্রিটেড বা স্বাভাবিক চুলের জন্য: ট্রেসমে কেরাটিন স্মুদ উইথ আর্গান অয়েল কন্ডিশনার

03. রং করা চুলের জন্য: ট্রেসমে প্রো প্রোটেক্ট সালফেট ফ্রি কন্ডিশনার

চুলের যত্নে দুটি সবচেয়ে পুষ্টিকর উপাদান হল কেরাটিন আর আর্গান অয়েল। এই দুটি উপাদানই আছে এমন ফর্মুলা ব্যবহার করলে চুল 100% মসৃণ আর চকচকে হয়ে উঠবে। ট্রেসমে কেরাটিন স্মুদ উইথ আর্গান অয়েল কন্ডিশনার/ TRESemmé Keratin Smooth with Argan Oil Conditioner চুলে পুষ্টি জোগায়, চুল মসৃণ জটমুক্ত করে তোলে এবং তিনদিন পর্যন্ত চুল রুক্ষ হতে দেয় না। আপনার চুল কেমিক্যালি ট্রিটেড হোক বা স্বাভাবিক হোক, এই কন্ডিশনারের ঘন ময়শ্চারাইজিং উপাদান চুলের ভোল পালটে দেবে। বাড়িতে বসেই আপনি পেয়ে যাবেন পার্লারে স্টাইল করার মতো চুল!

 

02. তাপে ক্ষতিগ্রস্ত চুলের জন্য: ডাভ ইনটেন্স রিপেয়ার কন্ডিশনার

03. রং করা চুলের জন্য: ট্রেসমে প্রো প্রোটেক্ট সালফেট ফ্রি কন্ডিশনার

আপনার চুল যদি ক্ষতিগ্রস্ত হয় এবং চুলের স্বাভাবিক চকচকেভাব নষ্ট হয়ে গিয়ে থাকে, তা হলে আপনার দরকার ডাভ ইনটেন্স রিপেয়ার কন্ডিশনার/ Dove Intense Repair Conditioner. -এর নিবিড় পরিচর্যা। কেরাটিন রিপেয়ার অ্যাকটিভ সমৃদ্ধ এই কন্ডিশনারটি দ্রুত আপনার চুলের উপরিভাগকে মসৃণ করে দেয়। নিয়মিত ব্যবহার করলে এই কন্ডিশনার চুল করে তুলবে মসৃণ। চুলের জট ছাড়ানো আর চুল বশে রাখাও সহজ হবে। এই কন্ডিশনারটি সব ধরনের চুলের উপযোগী এবং এটি ব্যবহারে চুলের দৈনন্দিন ক্ষতির মাত্রাও কম হয়।

 

03. রং করা চুলের জন্য: ট্রেসমে প্রো প্রোটেক্ট সালফেট ফ্রি কন্ডিশনার

03. রং করা চুলের জন্য: ট্রেসমে প্রো প্রোটেক্ট সালফেট ফ্রি কন্ডিশনার

যাঁদের চুল রং করা এবং সেই রং করা চুলে কিছুটা শাইন ফিরিয়ে আনতে চান, তাঁদের চুলের জন্য বিশেষভাবে নির্মিত হয়েছে এই কন্ডিশনারটি। ট্রেসমে প্রো প্রোটেক্ট সালফেট ফ্রি কন্ডিশনার/ TRESemmé Keratin Smooth with Argan Oil Conditioner একটি সালফেট-মুক্ত ফর্মুলা। মরোক্কান আর্গান অয়েলের গুণে সমৃদ্ধ এই কন্ডিশনারটি রং করা চুলেও ফিরিয়ে আনে হারিয়ে যাওয়া চকচকেভাব আর উজ্জ্বলতা। নিয়মিত ব্যবহার করলে আপনার চুল হয়ে উঠবে নরম, ঝলমলে, জটহীন আর সার্বিকভাবে আরও বেশি ম্যানেজ করাও সহজ হবে।

Manisha Dasgupta

Written by

Author at BeBeautiful.
1513 views

Shop This Story

Looking for something else