টেকসই মেকআপ! জেনে নিন তেলতেলে ত্বকের জন্য 5টি সেরা ম্যাট মেকআপ প্রডাক্টের ঠিকানা

Written by Manisha Dasgupta6th Oct 2021
টেকসই মেকআপ! জেনে নিন তেলতেলে ত্বকের জন্য 5টি সেরা ম্যাট মেকআপ প্রডাক্টের ঠিকানা

তেলতেলে ত্বকের কারণে সঠিক মেকআপ প্রডাক্ট কিছুতেই কিনে উঠতে পারেন না আপনি? যে কোনও মেকআপ লাগাতে না লাগাতেই মুখ তেলতেলে দেখায়, মেকআপ ভারী বলে মনে হতে থাকে? আর নয়! এবার আর কয়েক ঘণ্টার মধ্যে মেকআপ গলবে না, বরং সারাদিন ঠিক থাকবে! কারণ নিখুঁত বিউটি লুক তৈরি করতে আপনার জন্য রয়েছে ম্যাট মেকআপ। নিখুঁত বেস তৈরি করা থেকে শুরু করে পাউট-পারফেক্ট ঠোঁট পেতে চিনে নিন পাঁচটি সেরা ম্যাট প্রডাক্ট যা তেলতেলে ত্বকের জন্য আদর্শ! এমন রাজযোটক সহজে মেলে না, আর এ ব্যাপারে আমাদের কথা বিশ্বাস করতে পারেন!

 

লাইটওয়েট প্রাইমার

ম্যাট লিপস্টিক

অয়েলি ত্বকে মেকআপ করার সময় সঠিক প্রাইমার ব্যবহার না করা প্রায় অপরাধের সামিল! ল্যাকমে অ্যাবসলিউট ব্লার পারফেক্ট মেকআপ প্রাইমার/ Lakmé Absolute Blur Perfect Makeup Primer. দিয়ে আগে ত্বক প্রস্তুত করে নিন। হালকা আর ওয়াটারপ্রুফ প্রাইমার ত্বকের বড় রোমছিদ্রগুলো ভরে দেয়, দাগছোপ আর সূক্ষ্ম রেখা ঢেকে দিয়ে ত্বককে একটা মসৃণ ক্যানভাসের মতো করে তোলে যাতে সহজেই ফাউন্ডেশন লাগিয়ে নেওয়া যায়। তা ছাড়া প্রাইমার লাগানো থাকলে মেকআপ নষ্ট হয় না, ছোপছোপ জমাট বেঁধে যাওয়ার ভয়ও থাকে না একেবারেই!

 

ম্যাট ফাউন্ডেশন

ম্যাট লিপস্টিক

ভুল ফাউন্ডেশন আপনার পুরো লুক নষ্ট করে দেওয়ার পক্ষে যথেষ্ট! তেলতেলে ত্বককে দিন ল্যাকমে নাইন টু ফাইভ প্রাইমার+ম্যাট পারফেক্ট কভার ফাউন্ডেশন/ Lakmé 9to5 Primer + Matte Perfect Cover Foundation এর আদর। এই ফাউন্ডেশনে এসপিএফ 20 রয়েছে যা ত্বককে রোদের হাত থেকে বাঁচায়, অন্যদিকে অ্যাপ্লিকেটর ওয়ান্ড দিয়ে খুব সহজেই সমানভাবে মুখে লাগিয়ে নেওয়া যায় ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনে 16টি শেড রয়েছে, যা মিডিয়াম থেকে হাই লং-ওয়্যার কভারেজ দেয়, ব্লেন্ডও হয়ে যায় খুব সহজে। ফলে আপনি পেয়ে যান নিখুঁত লুক!

 

চিক টিন্ট

ম্যাট লিপস্টিক

একটা টিপস মাথায় রাখুন - টি-জোন আর গাল তেলতেলে হলে ক্রিম ফরমুলা বাদ দেওয়া দরকার। বদলে বেছে নিন ল্যাকমে নাইন টু ফাইভ ওয়েটলেস মুজ লিপ অ্যান্ড চিক কালার/ Lakmé 9to5 Weightless Mousse Lip and Cheek Color যা ঠোঁটে পরার পাশাপাশি গালেও লাগানো যায়। গালে, কপালের দু'পাশে, নাক আর চিবুকে লাগিয়ে চেপে চেপে ব্লেন্ড করে নিন, রং কয়েক ঘণ্টা পর্যন্ত ঠিক থাকবে। 20টি উজ্জ্বল শেডে পাওয়া যায় এবং এর মুজের মতো টেক্সচার মসৃণভাবে মুখে ব্লেন্ড হয়ে যায় আর আপনি পেয়ে যান পাউডারের মতো ম্যাট ফিনিশ লুক।

 

ম্যাট আইশ্যাডো

ম্যাট লিপস্টিক

চোখের পাতা যদি তেলতেলে হয়, তা হলে নিখুঁত আই মেকআপ করাটা কঠিন হয়ে যায় বই কী! তাই স্মার্ট হয়ে উঠুন আর এমন আইশ্যাডো বেছে নিন যা আপনার সমস্যার সমাধান করতে পারবে ঝটপট! আমাদের পছন্দ ল্যাকমে অ্যাবসলিউট ইনফিনিটি আইশ্যাডো প্যালেট - কোরাল সানসেট/ Lakmé Absolute Infinity Eye Shadow Palette - Coral Sunset. । 12টি দারুণ ম্যাট আর শিমার শেডের সমাহারে তৈরি এই আইশ্যাডো প্যালেটটি আপনার চোখে এনে দেয় ম্যাটের ছোঁয়া। আবহাওয়া গরম, আর্দ্র, ঠান্ডা, যাই হোক না কেন, প্রতিটি শেড খুব সহজেই ব্লেন্ড হয়ে যায় আর আপনি পেয়ে যান সাহসী, উষ্ণ টোনের ফিনিশ! কাজেই তেলতেলে চোখের পাতা নিয়ে আর চিন্তা নেই, সেজে উঠুন নতুন সাজে।

 

ম্যাট লিপস্টিক

ম্যাট লিপস্টিক

লিপস্টিক কেনার সময় এমন ফরমুলার লিপস্টিক কিনুন যা ঠোঁটে ভারী লাগে না, আর দীর্ঘসময় ক্রিজ-ফ্রি থাকে। আপনার জন্য রয়েছে ল্যাকমে অ্যাবসলিউট ম্যাট মেল্ট লিকুইড লিপ কালার/ Lakmé Absolute Matte Melt Liquid Lip Color । 25টি ঝলমলে শেডের মধ্যে থেকে বেছে নিন আপনার পছন্দেরটি। র হ্যাঁ, ঠোঁট ফাটা নিয়ে আর চিন্তা করতে হবে না, কারণ এই লিপস্টিকে রয়েছে রোজহিপ প্যেল যা আপনার ঠোঁট নরম আর কোমল করে তোলার পাশাপাশি সারাদিন ময়শ্চারাইজড রাখে। অভিনব অ্যাপ্লিকেটর ওয়ান্ড দিয়ে নিখুঁতভাবে পরে ফেলুন আর পেয়ে যান গাঢ় মখমলের মতো রং যা ঠোঁট হালকা রাখবে আর স্থায়ী হবে একটানা 16 ঘণ্টা!

মূল ফোটো সৌজন্য: @heemadattani

Manisha Dasgupta

Written by

Author at BeBeautiful.
1264 views

Shop This Story

Looking for something else