ত্বকের নানা সমস্যার সমাধানে দারুণ কাজ করে কনসিলার। বড় হয়ে যাওয়া রোমছিদ্র, বলিরেখা, সূক্ষ্মরেখা, চোখের নিচের কালির মতো নানা সমস্যার মোকাবিলা করতে সক্ষম এই মাল্টিপারপাস প্রডাক্টটি। তাই সবসময় সঙ্গে একগাদা মেকআপ প্রডাক্ট বয়ে না বেড়িয়ে বরং সঙ্গে রাখুন কনসিলার, নানা ঝামেলা থেকে মুক্তি পাবেন সহজেই!

কনসিলারের নানা ব্যবহার প্রসঙ্গে বিস্তারিত বলার আগে, বরং আপনাদের পরিচয় করিয়ে দিই আমাদের নতুন পছন্দটির সঙ্গে - ল্যাকমে প্রাইমার+ম্যাট লিকুইড কনসিলার/Lakmé Primer + Matte Liquid Concealer। এই কনসিলারটিতে রয়েছে ইন-বিল্ট প্রাইমার এবং চোখের কোলের ফোলাভাব ঢেকে দেওয়া ছাড়াও এটি আরও নানা কাজে লাগে। এর মসৃণ ক্রিমের মতো ফর্মুলা ত্বকে খুব সহজেই মিশে গিয়ে ত্বকের রং সমান আর মসৃণ করে তোলে, দাগছোপ ঢেকে দেয়, রোমছিদ্রও চোখে পড়তে দেয় না! আর সবচেয়ে ভালো ব্যাপারটা হল, এটি অয়েল-ফ্রি, ময়শ্চারাইজিং এবং এতে রয়েছে এসপিএফ 25। সব গুণে গুণান্বিত প্রডাক্ট তো এমনই হয়, তাই না!

কীভাবে পাঁচটি দুর্দান্ত উপায়ে কনসিলার ব্যবহার করতে পারেন, তা জানতে হলে পড়তে থাকুন...

 

 

01. ভুরু ডিফাইন করতে

01. ভুরু ডিফাইন করতে

আইব্রো থ্রেড করার সময় পাননি? ভুরু নিখুঁত পরিচ্ছন্ন দেখাতে সাহায্য নিন কনসিলারের। ভুরুর ফাঁকফোকর ভরাট করার পর আইব্রোর ঠিক নিচ বরাবর শুরু থেকে শেষ প্রান্ত পর্যন্ত একটু কনসিলার লাগিয়ে দিন। নিখুঁতভাবে লাগাতে ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করতে পারেন। এবার বাইরের দিকে স্ট্রোক করে চোখের পাতা বরাবর কনসিলার ব্লেন্ড করে দিন। কনসিলারের শেড যেন গায়ের রঙের সঙ্গে মানানসই হয়! ল্যাকমে প্রাইমার+ম্যাট লিকুইড কনসিলার Lakmé Primer + Matte Liquid Concealer পাওয়া যায় আটটি শেডে যার প্রতিটিই ভারতীয় স্কিন টোনের সঙ্গে মানানসই, কাজেই আপনার উপযোগী শেডটি আপনি ঠিকই পেয়ে যাবেন। ভুরুর উপরের অংশেও একইভাবে কনসিলার লাগিয়ে নিতে পারেন।

 

02. চোখের পাতায় প্রাইমার হিসেবে

02. চোখের পাতায় প্রাইমার হিসেবে

আইশ্যাডোর রংটা কিছুতেই মনের মতো হয়ে ফুটে উঠছে না? তা হলে চোখের পাতায় খানিকটা কনসিলার লাগিয়ে দেখতে পারেন। এতে একদিকে যেমন আইশ্যাডোর রং খুলবে, তেমনি মেকআপের স্থায়িত্বও বাড়বে এবং আপনার চোখের পাতায় রং মসৃণভাবে ফুটে থাকবে। ইচ্ছে করলে চোখের পাতায় সামান্য কনসিলার লাগিয়ে ন্যুড/বেজ আইশ্যাডো বা সেটিং পাউডার দিয়ে সেট করে দিতে পারেন।

 

03. টিন্টেড ময়শ্চারাইজার হিসেবে

03. টিন্টেড ময়শ্চারাইজার হিসেবে

কনসিলার ফাউন্ডেশনের মতো করে কাজ করে না, কারণ এর ফর্মুলা ফাউন্ডেশনের চেয়ে ভারী, তাই আপনি প্রয়োজনের চেয়ে বেশি কনসিলার লাগিয়ে ফেলতে পারেন। তাতে মুখ কৃত্রিম দেখাবে। কিন্তু টিন্টেড ময়শ্চারাইজার হিসেবে কনসিলার অবশ্যই ব্যবহার করা যায়, তাতে হালকা থেকে মিডিয়াম কভারেজও পেয়ে যাবেন। ল্যাকমে প্রাইমার+ম্যাট লিকুইড কনসিলার/ Lakmé Primer + Matte Liquid Concealer -এর মতো কোনও লিকুইড কনসিলার আপনার রোজকার ময়শ্চারাইজারের সঙ্গে মিশিয়ে নিয়ে আঙুল দিয়ে ত্বকে ব্লেন্ড করে দিন! সহজ, তাই না!

 

04. ঠোঁটের সৌন্দর্য ফুটিয়ে তুলতে

04. ঠোঁটের সৌন্দর্য ফুটিয়ে তুলতে

ঠোঁটদুটিকে আর একটু আকর্ষণীয় করে তুলতে চান? ঠোঁটের বাইরের ধার বরাবর কনসিলার লাগিয়ে স্বাভাবিক লিপলাইন ঢেকে দিন, তারপর কনসিলার ব্রাশ দিয়ে ভেতরদিকে ব্লেন্ড করুন। এবার ঠোঁটের কনট্যুরের একটু ওপর দিয়ে লিপ লাইনারের সাহায্যে রেখা টেনে লিপস্টিক পরে নিন। লাইনারের শেডের চেয়ে এক শেড হালকা লিপস্টিক পরলে ঠোঁট ভরাট দেখাবে। হয়ে গেলে ঠোঁটের ঠিক মাঝখানে একটুখানি কনসিলার লাগিয়ে বাইরের দিকে ব্লেন্ড করে দিন, দারুণ ওমব্রে এফেক্ট পাবেন!

 

05. গাল কনট্যুর করতে

05. গাল কনট্যুর করতে

কাটা কাটা মুখ তৈরি করতে চান সহজেই? আপনার দরকার একটু কনসিলার। গালের নরম অংশে লাগিয়ে ত্বকের সঙ্গে ব্লেন্ড করে দিন। আসল গায়ের রঙের চেয়ে দু' শেড গাঢ় রং ব্যবহার করবেন। তারপর ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে সেট করে দিন।