মেকআপ করা কিন্তু সুন্দর একটি শিল্পসৃষ্টির থেকে কোনও অংশেই কম নয়! তার জন্যও চাই নিখুঁত দক্ষতা, ধৈর্য আর প্রচুর অনুশীলন|
পারফেকশন নিয়েই যখন আলোচনা হচ্ছে, তখন জানিয়ে রাখা যাক, মেকআপ করার সবচেয়ে প্রয়োজনীয় ধাপগুলির অন্যতম হল ত্রুটিহীন বেস| যদি আপনার বেস ঠিকঠাক না থাকে, তাহলে তার উপরে যা-ই লাগান না কেন, সুন্দর দেখাবে না| আর আপনি যদি সর্বক্ষণ নিখুঁত মেকআপ বেস তৈরির চেষ্টা চালিয়ে যান, তা হলে আমরা চারটি কারণের কথা জানাব। হয়তো এগুলির জন্যই আপনার মেকআপ বেস মনের মতো নিখুঁত হচ্ছে না|
নিচের লেখাটি পড়ে চেষ্টা করুন সমস্যাটা খুঁজে বের করতে!
# ১ আপনার ফাউন্ডেশনের ব্লেন্ডিং ঠিকমতো হচ্ছে না
# ২ আপনার মুখের যে খুঁতগুলি ঢাকতে চাইছেন, সেখানে ভালোভাবে সেট হচ্ছে না ফাউন্ডেশন
# ৩ আপনার ত্বক শুষ্ক আর জায়গায় জায়গায় অমসৃণ
# ৪ আপনি ভুল ফর্মুলায় তৈরি প্রসাধনের জিনিসপত্র ব্যবহার করছেন
- # ১ আপনার ফাউন্ডেশনের ব্লেন্ডিং ঠিকমতো হচ্ছে না
- # ২ আপনার মুখের যে জায়গাগুলি খুঁতগুলি ঢাকতে চাইছেন, সেখানে ভালোভাবে সেট করছে না ফাউন্ডেশন
- # ৩ আপনার ত্বক শুষ্ক আর জায়গায় জায়গায় অমসৃণ
- # ৪ আপনি ভুল ফর্মুলায় তৈরি প্রসাধনের জিনিসপত্র ব্যবহার করছেন
# ১ আপনার ফাউন্ডেশনের ব্লেন্ডিং ঠিকমতো হচ্ছে না

নিখুঁত বেস তখনই পাবেন, যখন আপনার ফাউন্ডেশনের ব্লেন্ডিং ঠিকমতো হবে| তাহলেই আপনার মেকআপ দীর্ঘস্থায়ী হবে, জায়গামতো থাকবে আর স্বাভাবিক দেখাবে| যদি সত্যিই ভালো মেকআপ বেস চান, তা হলে ফাউন্ডেশনের ব্লেন্ডিং সম্পর্কে একেবারে সুনিশ্চিত হতে হবে| ভালোভাবে তা করার জন্য ব্রাশের বদলে বিউটি ব্লেন্ডার ব্যবহার করতে পারেন|
# ২ আপনার মুখের যে জায়গাগুলি খুঁতগুলি ঢাকতে চাইছেন, সেখানে ভালোভাবে সেট করছে না ফাউন্ডেশন

মুখের যে সব জায়গায় আপনি কনসিলার ব্যবহার করেন, যেমন চোখের নিচে বা ঠোঁটের চারপাশে, খেয়াল করলে দেখবেন সে সব জায়গায় বেশি ভাঁজ পড়ার প্রবণতা থাকে| সেই জায়গাগুলি যদি সাবধানে লুজ় পাউডার বুলিয়ে সেট না করা হয়, তাহলে সে সব জায়গাগুলির ভাঁজ আর পরত প্রকট হয়ে ওঠে| শুধু তাই-ই নয়, হয়তো দেখা যাবে যে আপনার মেকআপও জায়গামতো খুব বেশি সময়ের জন্য থাকছে না| কাজেই সব সময়, সবসময়েই আপনার মুখের যে জায়গাগুলিতে কনসিলার ব্যবহারের প্রয়োজন, তাতে আগে অর্ধস্বচ্ছ (ট্রান্সল্যুসেন্ট) বা হলুদ রঙের লুজ় পাউডার বুলিয়ে সেট করার ব্যবস্থা নিন, যাতে আপনার মেকআপ বেস সুন্দর হয়|
# ৩ আপনার ত্বক শুষ্ক আর জায়গায় জায়গায় অমসৃণ

শুষ্ক আর অমসৃণ ত্বকে মেকআপ ব্যবহার করা অনুচিত| এতে মেকআপের উপাদান আপনার শুষ্ক ত্বকে বিশ্রিভাবে আটকে থাকে আর তার ফলে দেখায়ও খুব খারাপ| এতে যে শুধু নিখুঁত মেকআপ বেস পাওয়ার ক্ষেত্রে অসুবিধে হয় তাই নয়, ত্বক-সংক্রমণেরও সম্ভাবনা থাকে| কাজেই কোনোরকম মেকআপ ব্যবহারের আগে মুখের ত্বক এক্সফোলিয়েট করার ব্যবস্থা করুন, যাতে ত্বকের যাবতীয় শুষ্ক কোষ সম্পূর্ণ নির্মূল হয়ে যায়|
# ৪ আপনি ভুল ফর্মুলায় তৈরি প্রসাধনের জিনিসপত্র ব্যবহার করছেন

আপনার ত্বকে ঠিক কোন ধরনের ফর্মুলায় তৈরি প্রসাধনের জিনিস ব্যবহার করা উচিত, তা জানা খুব জরুরি| সেটি না জানলে মসৃণ নিখুঁত বেস তৈরিতে খামতি থেকে যাবে| যদি আপনার ত্বকের ধরন হয় শুষ্ক, তাহলে ম্যাট ফাউন্ডেশন বাছলে কখনওই আপনার মেকআপ নজরকাড়া হবে না| একইভাবে বলা যায়, তৈলাক্ত ত্বকে শিশিরস্নিগ্ধ ভেজা ভেজা ফাউন্ডেশন ব্যবহার করলে তা মোটেই ভালো দেখাবে না| নিশ্চিত হয়ে নিয়ে তবেই ঠিকঠাক ফর্মুলার জিনিসটি বেছে নেবেন, যাতে সেরা ফল পান|
Written by Ishani Roychoudhuri on 23rd Feb 2019