মরশুম যেমনই হোক, স্নিগ্ধ উজ্জ্বল ঝলমলে রূপের কোনও বিকল্প নেই! সেজন্যই সেলিব্রিটি থেকে শুরু করে ইনফ্লুয়েন্সার, সকলেই আজকাল এমনভাবে মেকআপ করছেন যাতে ত্বক স্বাভাবিক জেল্লাদার দেখায়। রেড কার্পেট ইভেন্ট থেকে শুরু করে নামী পত্রিকার পাতায় কাভার শ্যুট পর্যন্ত সর্বত্রই তাই এখন কদর তরতাজা, ভিতর থেকে উজ্জ্বল মোহময়ী রূপের।
এই মেকআপের আর একটি বৈশিষ্ট্য আছে! সেটা হল, এই মেকআপে ত্বক স্বাভাবিকভাবেই সতেজ আর জৌলুসে ভরপুর বলে মনে হয়। কিন্তু সে ধারণা আদৌ সত্যি নয়! সঠিক মেকআপ প্রডাক্ট আর তা ঠিকমতো প্রয়োগ করতে পারলেই আপনিও পেয়ে যাবেন শিশিরস্নিগ্ধ কোমল আর উজ্জ্বল লুক!
কীভাবে তৈরি করবেন এই লুক, রইল তারই স্টেপ বাই স্টেপ গাইড:
- ধাপ 01: প্রাথমিক প্রস্তুতি
- ধাপ 02: প্রাইমার মাখুন
- ধাপ 03: ফাউন্ডেশন
- ধাপ 04: ব্লাশ আর হাইলাইট
- ধাপ 05: সেটিং স্প্রে
ধাপ 01: প্রাথমিক প্রস্তুতি

শিশিরে ভেজা স্নিগ্ধ তরতাজা মেকআপ করার আগে ত্বক ভালোভাবে প্রস্তুত করে নেওয়া দরকার। ত্বক সুস্থ আর আর্দ্রতায় ভরপুর থাকলে তবেই মেকআপ আরও ভালোভাবে খুলবে। প্রথমের মুখে আর গলায় ভালোভাবে ডার্মালজিকা ইনটেনসিভ ময়শ্চার ব্যাল্যান্স/ Dermalogica Intensive Moisture Balance মেখে নিন। একটাকার আকার যতটা, সেই পরিমাণে ময়শ্চারাইজার নিয়ে মুখে আর গলায় ভালো করে মাসাজ করুন। পরের ধাপে এগনোর আগে মিনিট পাঁচেক অপেক্ষা করুন -- তাতে ময়শ্চার ত্বকের গভীরে ঢুকে গিয়ে ভিতর থেকে আর্দ্র রাখবে।
ধাপ 02: প্রাইমার মাখুন

এবার ত্বকে প্রাইমার মাখার পালা। ল্যাকমে অ্যাবসলিউট ব্লার পারফেক্ট মেকআপ প্রাইমার/ Lakme Absolute Blur Perfect Makeup Primer মেখে নিন সারা মুখে। প্রাইমার লাগালে মুখের রোমছিদ্রগুলো ঢেকে যায়, ত্বকের ত্রুটি অতটা চোখে পড়ে না, ত্বক মসৃণ দেখায়, এবং সেই সঙ্গে মেকআপের পরের ধাপগুলোর জন্য যেন একটা ঝকঝকে ক্যানভাস তৈরি করে দেয়! তা ছাড়া প্রাইমার লাগালে মেকআপ অনেক বেশি সময় স্থায়ী হয়। প্রাইমার মাখার সময় মুখের যে অংশগুলো বেশি তেলতেলে হয়ে যায়, যেমন টি-জোন, গাল, চিবুকের মতো অংশে ভালো করে প্রাইমার লাগিয়ে নিন।
ধাপ 03: ফাউন্ডেশন

ময়শ্চারাইজার আর প্রাইমার লাগানোর পর আপনার ত্বক মেকআপের জন্য তৈরি। এবার ফাউন্ডেশন লাগানোর পালা। ল্যাকমে অ্যাবসলিউট আর্গান অয়েল সিরাম ফাউন্ডেশন/ Lakme Absolute Argan Oil Serum Foundation-এর মতো ডিউয়ি ফিনিশের ফাউন্ডেশন বেছে নিন, ভেজা মেকআপ স্পঞ্জ দিয়ে ত্বকের সঙ্গে নিখুঁতভাবে ব্লেন্ড করুন। এতে ফাউন্ডেশন খুব ভালোভাবে ত্বকের সঙ্গে মিশে গিয়ে স্বাভাবিক ত্বকের মতোই ফিনিশ এনে দেবে। বেশি কভারেজ চাইলে বেছে নিন ল্যাকমে অ্যাবসলিউট হোয়াইট ইনটেন্স এসপিএফ 20 কনসিলার স্টিক/ Lakme Absolute White Intense SPF 20 Concealer Stick , তারপর মুখের দাগছোপ, ডার্ক সার্কলের ওপর একটুখানি লাগিয়ে ঢেকে ফেলুন সমস্ত ত্রুটি।
ধাপ 04: ব্লাশ আর হাইলাইট

এই ধাপটি শিশিরস্নিগ্ধ মেকআপ লুক তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে জরুরি ধাপ। প্রথমে গালের নরম অংশে ল্যাকমে নাইন টু ফাইভ পিওর রুজ ব্লাশার - পিচ অ্যাফেয়ার/ Lakme 9 to 5 Pure Rouge Blusher - Peach Affair লাগিয়ে নিন, তারপর বাইরের দিকের স্ট্রোকে ব্লেন্ড করে দিন। মুখে খুব সুন্দর রঙের আভা আসবে। এরপর ল্যাকমে অ্যাবসলিউট হাইলাইটার - মুন লিট/ Lakme Absolute Highlighter – Moon Lit-এর হালকা শেড মুখের হাই পয়েন্টগুলোয়, অর্থাৎ চিকবোন, নাকের ওপরের হাড়, ভুরুর নিচের হাড়, চিবুক আর ওপরের ঠোঁটের খাঁজে ছুঁইয়ে নিন। ত্বক তরতাজা, স্বাস্থ্যোজ্জ্বল দেখাতে এই দুটি প্রডাক্টই খুব গুরুত্বপূর্ণ, তবে একগাদা লাগিয়ে ফেলবেন না, তাতে পুরো লুকটা নষ্ট হয়ে যাবে। খুব অল্প করেই মাখুন।
ধাপ 05: সেটিং স্প্রে

প্রতিদিনের কমপ্যাক্ট পাউডার বাদ দিন। বদলে পুরো মুখে ভালোভাবে ছিটিয়ে নিন সেটিং স্প্রে। স্প্রে করার পর তা মুখে ড্যাব করবেন না, মুছবেনও না; স্বাভাবিকভাবে শুকিয়ে যেতে দিন। এতে আপনার মেকআপ দিনভর নিখুঁত থাকবে, আর ত্বক দেখাবে ভেতর থেকে উজ্জ্বল আর ঝলমলে।
মূল ফোটো সৌজন্য: @realhinakhan এবং @aliabhatt
Written by Manisha Dasgupta on Dec 02, 2020
Author at BeBeautiful.