শীতের শুষ্ক ত্বকে কীভাবে মেকআপ করবেন

Written by Manisha Dasgupta27th Nov 2020
শীতের শুষ্ক ত্বকে কীভাবে মেকআপ করবেন

শীতকাল মানেই উৎসবের মেজাজ, খাওয়াদাওয়া, পার্টি আর টইটই করে ঘুরে বেড়ানো! বছরের এই সময়টাই রোজ আশ মিটিয়ে মেকআপ করা যায়! কিন্তু এই সময়টাতেই আবার মুখে নিখুঁত বেস আর স্নিগ্ধ মসৃণ মেকআপ করতে গিয়ে বেশ ঝামেলাতেও পড়তে হয়! শীতের শুকনো হাওয়ায় ত্বক শুষ্ক হয়ে যায় আর মুখের শুকনো টান ধরা অংশগুলোয় ফাউন্ডেশন জমে গিয়ে পুরো লুকটারই বারোটা বেজে যায়! তবে চিন্তার কিছু নেই, কিছু কৌশল আর কায়দা জানা থাকলে এ বিপর্যয় এড়ানো সম্ভব। চোখ বুলিয়ে নিন।

 

স্নান করার আগে ময়শ্চারাইজার মাখুন

সঠিক পদ্ধতি জানা দরকার

 

সঠিক ময়শ্চারাইজার মাখুন

সঠিক পদ্ধতি জানা দরকার

 

চাই হাইড্রেটিং প্রাইমার

সঠিক পদ্ধতি জানা দরকার

 

ফাউন্ডেশনে তেল মিশিয়ে নিন

সঠিক পদ্ধতি জানা দরকার

 

সঠিক পদ্ধতি জানা দরকার

সঠিক পদ্ধতি জানা দরকার

Manisha Dasgupta

Written by

Author at BeBeautiful.
1716 views

Shop This Story

Looking for something else