শীতকাল মানেই উৎসবের মেজাজ, খাওয়াদাওয়া, পার্টি আর টইটই করে ঘুরে বেড়ানো! বছরের এই সময়টাই রোজ আশ মিটিয়ে মেকআপ করা যায়! কিন্তু এই সময়টাতেই আবার মুখে নিখুঁত বেস আর স্নিগ্ধ মসৃণ মেকআপ করতে গিয়ে বেশ ঝামেলাতেও পড়তে হয়! শীতের শুকনো হাওয়ায় ত্বক শুষ্ক হয়ে যায় আর মুখের শুকনো টান ধরা অংশগুলোয় ফাউন্ডেশন জমে গিয়ে পুরো লুকটারই বারোটা বেজে যায়! তবে চিন্তার কিছু নেই, কিছু কৌশল আর কায়দা জানা থাকলে এ বিপর্যয় এড়ানো সম্ভব। চোখ বুলিয়ে নিন।

 

স্নান করার আগে ময়শ্চারাইজার মাখুন

স্নান করার আগে ময়শ্চারাইজার মাখুন

ঠিকই পড়েছেন। শীতে স্নানের পরে ময়শ্চারাইজার মাখার বদলে আগেই মেখে নিন। তার কারণ স্নানের গরম জল আপনার ত্বকের রোমছিদ্রগুলোকে খুলে দেবে, ফলে ময়শ্চারাইজার আরও গভীরে প্রবেশ করে দীর্ঘমেয়াদি আর্দ্রতা জোগাতে পারবে। তবে মুখ ধোওয়ার সময় গরম জল ব্যবহার করবেন না, তা সে যত শীতই পড়ুক! গরম জল আপনার ত্বকের প্রাকৃতিক তেলের আস্তরণ নষ্ট করে দেয়, ফলে ত্বক ভীষণ শুকনো হয়ে যায়।

 

সঠিক ময়শ্চারাইজার মাখুন

সঠিক ময়শ্চারাইজার মাখুন

ঘন ক্রিমের মতো ময়শ্চারাইজার মানেই যে শীতের রুক্ষতার মোকাবিলা করতে পারবে, তা কিন্তু নয়! বরং এমন ময়শ্চারাইজার মাখুন যা আপনার ত্বকের উপযোগী। যাঁদের ত্বক তেলতেলে তাঁরা জেল-বেসড ময়শ্চারাইজার মাখবেন যাতে পুষ্টিকর উপাদান রয়েছে। পন্ড'স সুপার লাইট জেল অয়েল ফ্রি ময়শ্চারাইজার উইথ হ্যালিউরনিক অ্যাসিড+ভিটামিন ই/Ponds Super Light Gel Oil Free Moisturiser With Hyaluronic Acid + Vitamin E মাখতে পারেন। হ্যালিউরনিক অ্যাসিড বিশিষ্ট এই ময়শ্চারাইজারটি শীতে দীর্ঘ সময় ধরে ত্বক আর্দ্র রাখে।

 

চাই হাইড্রেটিং প্রাইমার

চাই হাইড্রেটিং প্রাইমার

প্রাইমার লাগানো খুব জরুরি। কিন্তু তা যদি সঠিক প্রাইমার না হয়, তা হলে আপনার পুরো মেকআপ লুক নষ্ট হয়ে যেতে পারে। দোকানে নানা ধরনের প্রাইমার পাওয়া যায়। আমাদের মতে, শীতে ল্যাকমে অ্যাবসলিউট আন্ডার কভার জেল ফেস প্রাইমার/ Lakme Absolute Under Cover Gel Face Primer-এর মতো হাইড্রেটিং প্রাইমার ব্যবহার করা উচিত। এতে ভিটামিন ই রয়েছে যা ত্বকে পুষ্টি জোগায় এবং একটি মসৃণ বেস তৈরি করে দেয়, যার ওপরে ফাউন্ডেশন চমৎকারভাবে বসে যেতে পারে।

 

ফাউন্ডেশনে তেল মিশিয়ে নিন

ফাউন্ডেশনে তেল মিশিয়ে নিন

শীতের দিনে লিকুইড বা কুশন ফাউন্ডেশন ব্যবহার করাই ভালো। এই ধরনের ফাউন্ডেশন ত্বকে খুব ভালোভাবে মিশে যেতে পারে। শিশিরস্নিগ্ধ রূপ পেতে আপনার ফাউন্ডেশনে দু'এক ফোঁটা ফেস অয়েল মিশিয়ে নিন। আর্গান বা জোজোবা অয়েল মেশানো যায়। তার চেয়েও ভালো হয় যদি এমন ফাউন্ডেশন ব্যবহার করেন যাতে তেল মেশানোই রয়েছে। ল্যাকমে অ্যাবসলিউট আর্গান অয়েল সিরাম ফাউন্ডেশন এসপিএফ 45/Lakme Absolute Argan Oil Serum Foundation SPF 45 তেমনই একটি ফাউন্ডেশন যা ত্বকে পুষ্টি জুগিয়ে ত্বক আর্দ্র রাখে এবং আপনি পেয়ে যান স্নিগ্ধ ঝলমলে মুখ!

 

সঠিক পদ্ধতি জানা দরকার

সঠিক পদ্ধতি জানা দরকার

সঠিক প্রডাক্ট ব্যবহার করা যেমন দরকার, তেমনি দরকার তা সঠিক পদ্ধতিতে ব্যবহার করা। আঙুল বা ব্রাশ ফিয়ে ফাউন্ডেশন ব্লেন্ড না করে ভেজা মেকআপ স্পঞ্জ ব্যবহার করুন। এতে ফাউন্ডেশন ত্বকে ভালোভাবে ব্লেন্ড হয়, একটা মসৃণ স্নিগ্ধ ফিনিশ আসে ত্বকে। ত্বকে ফাউন্ডেশন কখনও ঘষে মাখবেন না; আলতো করে ড্যাব করে নিন।