যেদিন থেকে করোনার উপদ্রব শুরু হয়েছে, তখন থেকে বেশিরভাগ সময়টাই বাড়ির ভেতরে কাটাতে বাধ্য হচ্ছি আমরা। ফলে রূপচর্চা বা সাজগোজ নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গিটাও পালটে গেছে অনেকটাই। এখন আর পুরু ফাউন্ডেশন লাগানো, বা কনট্যুর করে গালের গঠন ঠিকঠাক করার প্রয়োজন পড়ে না বললেই চলে। অর্থাৎ নিজের মুখের ত্রুটি ঢাকতে আর ততটা তৎপর নই আমরা, বরং স্বাভাবিক সৌন্দর্যটাকে মেনে নিয়ে অল্প মেকআপ দিয়ে সেই স্বাভাবিক সৌন্দর্যকে ফুটিয়ে তুলতেই আজকাল বেশি ভালো লাগে।

চিরাচরিত মেকআপের ধারণা থেকে এ অবস্থান অনেকটাই আলাদা আর সেই সঙ্গে প্রয়োজনও বটে! ভারী মেকআপ বাদ দিয়ে স্বাভাবিক সৌন্দর্যের প্রতি যে শুধু আমরা সাধারণ মেয়েরাই আস্থা রাখছি, তা নয়। বলিউডের নামী সেলিব্রিটিরাও হাঁটছেন এ পথেই। তাঁরাও নামমাত্র মেকআপে সেলফি তুলে পোস্ট করছেন সোশাল মিডিয়ায়। আর এ থেকেই আমরা পেয়ে গেছি ডিউয়ি অর্থাৎ শিশিরভেজা স্নিগ্ধ একটি মেকআপ লুক, যা এই মুহূর্তে জনপ্রিয়তার তুঙ্গে! আপনিও কি ডিউয়ি মেকআপের জনপ্রিয়তার জোয়ারে গা ভাসাতে চান?

খুব হালকা মেকআপে ফুটিয়ে তুলতে চান আপনার তরতাজা স্বাভাবিক ত্বক? তা হলে সে পথ আমরাই দেখাব আপনাকে। জেনে নিন স্নিগ্ধ স্বাভাবিক ডিউয়ি মেকআপ করতে হলে হাতের কাছে কোন কোন প্রডাক্ট থাকতেই হবে আপনার আর কীভাবেই বা ব্যবহার করবেন সে সব।

 

01. ল্যাকমে অ্যাবসলিউট ব্লার পারফেক্ট মেকআপ প্রাইমার

01. ল্যাকমে অ্যাবসলিউট ব্লার পারফেক্ট মেকআপ প্রাইমার

যেহেতু মিনিমাল মেকআপ নিয়ে কাজ করছি আমরা, তাই ত্বক ঝকঝকে নিখুঁত দেখানোটা খুব জরুরি। মুখে হালকা ময়শ্চারাইজার মেখে নিন, তারপর লাগান মটরদানা পরিমাণে ল্যাকমে অ্যাবসলিউট ব্লার পারফেক্ট মেকআপ প্রাইমার/ Lakmé Absolute Blur Perfect Makeup Primer। মুখের যে অংশগুলো সহজে তেলতেলে হয়ে যায়, অর্থাৎ টি-জোন অঞ্চলে মেখে নিন। ল্যাকমের এই ফেস প্রাইমারটি অতিরিক্ত তেল আর ঘাম নিয়ন্ত্রণ করে, পাশাপাশি এর হালকা ম্যাট ফর্মুলা রোমছিদ্রগুলো ঢেকে দেয়, আর আপনি পেয়ে যান মসৃণ ত্বক। ফলে মেকআপ করা যায় সহজেই!

 

02. ল্যাকমে নাইন টু ফাইভ কমপ্লেকশন কেয়ার ক্রিম এসপিএফ 30 পিএ++

02. ল্যাকমে নাইন টু ফাইভ কমপ্লেকশন কেয়ার ক্রিম এসপিএফ 30 পিএ++

ঘন, ফুল কভারেজ ফাউন্ডেশন বাদ দিন। বদলে বেছে নিন হালকা কোনও বিকল্প। সেদিক থেকে ল্যাকমে নাইন টু ফাইভ কমপ্লেকশন কেয়ার ক্রিম এসপিএফ 30 পিএ++/Lakmé 9 to 5 Complexion Care Cream SPF 30 PA++ আদর্শ! ত্বকের ছোটখাটো খুঁত নিমেষে ঢেকে দেয় এই প্রডাক্টটি, খুব পুরু আস্তরণের মতোও দেখায় না। তা ছাড়া এসপিএফ 30 হওয়ার কারণে রোদজনিত ক্ষতির হাত থেকেও আপনাকে রক্ষা করে এই সিসি ক্রিমটি।

 

03. ল্যাকমে নাইন টু ফাইভ ওয়েটলেস ম্যাট মুজ লিপ কালার

03. ল্যাকমে নাইন টু ফাইভ ওয়েটলেস ম্যাট মুজ লিপ কালার

ব্লাশ লাগালে মুখ তরুণ আর তরতাজা দেখায়। গালে একটুখানি ল্যাকমে নাইন টু ফাইভ ওয়েটলেস ম্যাট মুজ লিপ কালার/ Lakmé 9 to 5 Weightless Matte Mousse Lip Colour লাগিয়ে নিন, বাইরের দিকে ছোট ছোট স্ট্রোকে ব্লেন্ড করুন। খুব হালকা এই মুজ ফর্মুলাটি সহজেই ত্বকের সঙ্গে মিশে যায়, আর আপনাকে দেয় স্বাভাবিক তরতাজা রঙের আভা!

 

04. ল্যাকমে অ্যাবসলিউট হাইলাইটার - মুন লিট

04. ল্যাকমে অ্যাবসলিউট হাইলাইটার - মুন লিট

হাইলাইটার ছাড়া ডিউয়ি মেকআপ লুক অসম্পূর্ণ! বেছে নিন ল্যাকমে অ্যাবসলিউট হাইলাইটার-মুন লিট/ Lakmé Absolute Highlighter – Moon Lit মুখের হাই পয়েন্ট অর্থাৎ গালের হাড়, কপাল, নাকের ওপরে, ওপরের ঠোঁটের খাঁজে এবং চিবুকে ছুঁইয়ে নিন অল্প করে। ভালোভাবে ব্লেন্ড করুন, আর দেখুন কেমন ঝলমলে দীপ্তি ফুটে ওঠে মুখে।

 

05. ল্যাকমে অ্যাবসলিউট ম্যাট মেল্ট মিনি লিকুইড লিপস্টিক

05. ল্যাকমে অ্যাবসলিউট ম্যাট মেল্ট মিনি লিকুইড লিপস্টিক

একদম শেষে লিপস্টিক পরার পালা। আপনার দরকার এমন একটি স্মাজ-প্রুফ লিপস্টিক যা ঠোঁট শুকনো করে দেবে না, ঠোঁট আরামে থাকবে। ল্যাকমে অ্যাবসলিউট ম্যাট মেল্ট মিনি লিকুইড লিপস্টিক/Lakmé Absolute Matte Melt Mini Liquid Lipstick এই সবক'টি দিক থেকেই একদম ঠিকঠাক। এই লিপস্টিকের ভেলভেটের মতো মসৃণ ম্যাট ফর্মুলা সারাদিন নিখুঁত থাকে, আর ঠোঁটও থাকে পরিপাটি সুন্দর!

মূল ফোটো সৌজন্য: @khushi05k