বড় রোমছিদ্রের সমস্যা এমনই একটা সমস্যা যা কোনও টোনার, ক্রিম, বা ঘরোয়া টোটকা দিয়ে কমানো সম্ভব নয়। ত্বকে রোমছিদ্র থাকবেই আর সেই রোমছিদ্রের আকার নির্ভর করে আপনার বংশধারা আর ত্বকের ধরনের ওপর। কাজেই রোমছিদ্রের বিরুদ্ধে যুদ্ধে জেতাড়া অসম্ভব এবং রোমছিদ্রের আকার সঙ্কুচিত করার মতো কোনও কিছু এখনও পাওয়া যায় না। বরং মেকআপ দিয়ে তা কিছুটা ঢেকে ফেলা যায়। সঠিক প্রডাক্ট আর পদ্ধতি মেনে ত্বক অনেক বেশি মসৃণ করে তুলতে পারেন আপনি এবং অন্তত বেশ কয়েক ঘণ্টার জন্য ঢেকে ফেলতে পারেন আপনার রোমছিদ্র। কাজেই কেতাদুরস্ত ফোটো তোলার আগে বা কোনও অনুষ্ঠানে যাওয়ার সময় যদি পোর্সিলিনের মতো মসৃণ ত্বক পেতে চান, তা হলে শিখে নিন চারটি ধাপের এই মেকআপ রুটিন যা বড় রোমছিদ্র ঢাকতে আপনাকে সাহায্য করবে।
বিশেষ টিপ - যাঁরা সবে মেকআপ করতে শিখছেন, তাঁরা অবশ্যই আগে ত্বক পরিষ্কার করে ময়শ্চারাইজার মেখে নিন। না হলে ত্বক খুব শুকনো দেখাবে, যার ফলে রোমছিদ্র বা পোরস আরও প্রকট হয়ে উঠতে পারে।
- 1. শুরু করুন জেল প্রাইমার দিয়ে
- 2. ব্যবহার করুন ম্যাট ফাউন্ডেশন
- 3. ফিনিশিং টাচের জন্য স্টিক কনসিলার
- 4. লুজ পাউডার দিয়ে সেট করুন মেকআপ
1. শুরু করুন জেল প্রাইমার দিয়ে

প্রাইমার/ primer শুধু মেকআপের স্থায়িত্বই বাড়ায় না, উপরন্তু আপনার ত্বকের টেক্সচার মসৃণ করার প্রাথমিক ধাপ হিসেবেও কাজ করে। সিলিকোন বেসের জেল ফর্মুলা হিসেবে তৈরি প্রাইমার এ ব্যাপারে দারুণ কাজের। এই প্রাইমার খোলা রোমছিদ্র ভরে দেয়, মুখের সূক্ষ্ম রেখা আর বলিরেখা ঢেকে দিয়ে নিভাঁজ মসৃণ ত্বক এনে দেয়। ল্যাকমে অ্যাবসলিউট আন্ডারকভার জেল প্রাইমার/ Lakmé Absolute Undercover Gel Primer ম্যাটধর্মী এবং ভিটামিন ই সমৃদ্ধ হওয়ার সুবাদে মুখের তেল নিয়ন্ত্রণেও সাহায্য করে এবং ত্বকে পুষ্টিও জোগায়।
2. ব্যবহার করুন ম্যাট ফাউন্ডেশন

মুখের রোমছিদ্রগুলো ঢেকে দেওয়ার পাশাপাশি তা দীর্ঘক্ষণ টেকসই করতে গেলে আপনাকে ফাউন্ডেশন লাগানোর ব্যাপারটা আয়ত্ত করতে হবে। বেছে নিন ল্যাকমে পারফেক্টিং লিকুইড ফাউন্ডেশন/ Lakmé Perfecting Liquid Foundation সমান আর স্মাজহীন লেয়ারে ঢেকে ফেলুন রোমছিদ্র। মুখের যে সব অংশে পোরসের আকার খুব বড়, সেখান থেকে শুরু করুন ফাউন্ডেশন লাগানো। ছোট ফাউন্ডেশন ব্রাশ ব্যবহার করবেন। রোমছিদ্র বন্ধ করে মুখে মসৃণ ফিনিশ আনতে ভেজা মেকআপ স্পঞ্জ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। ফাউন্ডেশন পুরু কেকের মতো হয়ে যাওয়া এড়াতে/ avoid cakey looking foundation ধীর ধীরে লেয়ার তৈরি করুন।
3. ফিনিশিং টাচের জন্য স্টিক কনসিলার

প্রাইমার আর ফাউন্ডেশন আপনার ত্বক মসৃণ করে তুলবে ঠিকই, কিন্তু কিছু কিছু জায়গায় বাড়তি সাহায্য দরকার। হাই কভারেজ ফাউন্ডেশনের ওপরে একটু ঘন কনসিলার, যেমন ল্যাকমে অ্যাবসলিউট হোয়াইট ইনটেন্স এসপিএফ 20 কনসিলার স্টিক/ Lakmé Absolute White Intense SPF 20 Concealer Stick দিয়ে ফিনিশিং টাচ দিয়ে দিন। কনসিলার মুখে লাগিয়ে পরিষ্কার আঙুল দিয়ে ব্লেন্ড করে দিলে বড় পোরস ঢেকে ফেলতে পারবেন।
4. লুজ পাউডার দিয়ে সেট করুন মেকআপ

নানান প্রডাক্ট তো মুখে মেখে ফেললেন! এবার সে সব সেট করানোর পালা। সেটিং স্প্রে রোমছিদ্রে ঢুকে তা আরও প্রকট করে তুলতে পারে। বদলে ব্যবহার করুন লুজ পাউডার। ত্বকের সঙ্গে সহজেই মিশে যায় এমন একটা ট্রান্সলুসেন্ট ফর্মুলা ব্যবহার করুন; এ ক্ষেত্রে আমাদের সবচেয়ে পছন্দ ল্যাকমে নাইন টু ফাইভ ন্যাচারাল ফিনিশিং পাউডার/ Lakmé 9 to 5 Naturale Finishing Powder ; এটি আপনাকে অয়েল ফ্রি ফিনিশিং দেয়। হালকা করে পোরসের ওপরে পাউডার ডাস্ট করে দিন, কয়েক মিনিট "বেক" করুন, তারপর বাড়তি পাউডার ব্রাশ দিয়ে ঝেড়ে ফেলে দিন।
মূল ফোটো সৌজন্য: @janhvikapoor
Written by Manisha Dasgupta on Jul 28, 2021
Author at BeBeautiful.