মেকআপের দুনিয়ায় কনসিলারের চেয়ে ভালো আর কার্যকর প্রডাক্ট আর দুটো নেই! আমরা সব্বাই এ বিষয়ে একমত! কিন্তু এমন একটা দারুণ মেকআপ প্রডাক্ট পুরোপুরি কাজে লাগানোর কৌশল আমাদের বেশিরভাগেরই জানা নেই! অনেক মেয়েই তাই প্রয়োজনের তুলনায় খুব কম বা খুব বেশি প্রডাক্ট ব্যবহার করে ফেলেন, অনেক সময় শেড চিনতেও ভুল করেন তাঁরা!
এই সমস্যাটা আমরাও উপলব্ধি করি এবং আমাদের কাজই হল রূপচর্চা সংক্রান্ত যে কোনও সমস্যার সহজ সমাধান পাঠকদের কাছে হাজির করা। তাই আজ আমরা আপনাদের শেখাব কনসিলার ম্যাপিংয়ের সহজ কৌশল। জেনে নিন কীভাবে কনসিলার ব্যবহার করে নিখুঁত ত্বকের মালকিন হয়ে উঠতে পারেন আপনি।
ত্বক প্রস্তুত করে নিন

প্রথমেই ক্লেনজার দিয়ে মুখ ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তারপর টোন করে নিয়ে ময়শ্চারাইজার মেখে নিন। আন্ডার আই ক্রিম লাগিয়ে নিতেও ভুলবেন না, তাতে কনসিলার মসৃণভাবে চোখের নিচে লাগিয়ে নিতে পারবেন, প্রডাক্ট চোখের কোলের খাঁজে জমে থাকবে না।
চোখের নিচে লাগান

প্রাইমার আর ফাউন্ডেশন দিয়ে বেস তৈরির পর কনসিলার লাগাতে শুরু করুন চোখের নিচের অংশ থেকে। চোখের কোলে কালি থাকলে কনসিলার লাগানোর আগে ওই অংশের কালার কারেকশন আগে করে নিতে হবে যাতে কনসিলারের শেড ত্বকের বাকি অংশের সঙ্গে মানিয়ে যায়। ত্বকের রং অনুযায়ী বা একশেড হালকা লিকুইড কনসিলার বেছে নিন, নিখুঁত ফিনিশ পাবেন।
ভুরুর নিচে আর ওপরে
ভুরুর উপরে এবং ভুরুর হাড় বরাবর ছোট ছোট ফোঁটায় কনসিলার লাগিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। তাতে মেকআপে অন্য মাত্রা পাবেন। ভুরু দেখাবে ঘন আর সুঠাম দেখাবে। খুব ভালোভাবে ব্লেন্ড করুন এবং তার জন্য মেকআপ স্পঞ্জ বা ছোট ব্রাশ ব্যবহার করুন যাতে চোখের খাঁজে খাঁজে কোমল অংশে ব্লেন্ড করা সম্ভব হয়।
গাল আর নাকের চারপাশ
নাকের দু'পাশ, গাল এবং ঠোঁটের কোণের অংশের রং সাধারণত মুখের অন্যান্য অংশের চেয়ে একটু বেশি গাঢ় হয়। এই সব অংশে কোনও দাগছোপ থাকলে সেখানে খানিকটা কনসিলার লাগিয়ে ব্লেন্ড করে দিলেই পেয়ে যাবেন নিখুঁত সুন্দর লুক।
ব্লেন্ডিংয়েই বাজিমাত

ওপরে বলা অংশগুলো ছাড়া মুখের অন্য কোথাও দাগছোপ, কালো প্যাচ থাকলে সে সব অংশেও কনসিলার লাগিয়ে ব্লেন্ড করুন। খুব ভালোভাবে ব্লেন্ড না করা পর্যন্ত পরের ধাপের মেকআপের দিকে হাত বাড়াবেন না! যদি কোথাও কনসিলার ঠিকমতো ব্লেন্ড হয়নি বলে মনে হয় তা হলে ভেজা মেকআপ স্পঞ্জ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে মিশিয়ে দিন।
Written by Manisha Dasgupta on Apr 15, 2021
Author at BeBeautiful.