রঙিন আইলাইনার পরতে চান? জেনে নিন তা ব্যবহারের টিপস

Written by Manisha Dasgupta29th Oct 2020
রঙিন আইলাইনার পরতে চান? জেনে নিন তা ব্যবহারের টিপস

চোখের সাজগোজ ইদানীং খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দিনের বেলার স্নিগ্ধ সাজই হোক বা সন্ধের উজ্জ্বল গ্ল্যামারাস সাজ, চোখের মেকআপের ক্ষেত্রে রঙিন আইলাইনারের কোনও বিকল্প নেই। রঙিন আইলাইনার চোখে একটা রঙের আভাস এনে দেয়, দেখায়ও দারুণ সুন্দর!

মেকআপ করার সময় নানান রং নিয়ে খেলা করতে একদিকে যেমন ভালো লাগে, তেমনি সাবধানে ব্যবহার না করলে কিন্তু মাটি হতে পারে পুরো সাজটাই! যাতে রঙিন আইলাইনার পরতে গিয়ে আপনাকে ঝামেলায় পড়তে না হয়, তাই আমরা আপনাকে জানিয়ে দিচ্ছি কিছু সহজ টিপস যা মাথায় রাখলে চোখের পাতায় রঙের খেলা আরও ঝলমলে হয়ে উঠবে।

 

কী করবেন:

কী করবেন না:

ফোটো সৌজন্য: @camillacavinamua

- রং বাছাই করুন বুদ্ধি করে

রং নিয়ে পরীক্ষানিরীক্ষা করা ভালো, কিন্তু নিশ্চয়ই আপনি এমন রংই চোখে পরতে চান যা আপনার চোখদুটিকে আরও সুন্দর করে তুলবে? ফলে রঙিন আইলাইনার বাছাইয়ের সময় চোখের রংটাও মাথায় রাখুন। আপনার যদি কালো বা গাঢ় বাদামি চোখ হয়, তা হলে গোলাপি, ল্যাভেন্ডার, বেগুনি, অ্যাকোয়া, আর সোনালি শেড বেছে নিন। হালকা বাদামি বা হ্যাজেল রঙা চোখ হলে তুলে নিন পান্না সবুজ বা ব্রোঞ্জ রঙের কালার পেনসিল। -

চোখের দিকে ফোকাস ধরে রাখুন

রঙিন আইলাইনার পরছেন মানে আপনি চাইছেন আপনার চোখেই সবার নজর আটকে থাকুক, তাই তো? তা হলে এমন কোনও মেকআপ করবেন না যাতে লোকের নজর ঘুরে যায়। চড়া মেকআপ, গাঢ় লিপস্টিক এড়িয়ে চলুন। কথা বলুক শুধু আপনার চোখের ভাষা। -

গাঢ় শেড দিয়ে শুরু করুন

প্রথমবার রঙিন আইলাইনার ব্যবহার করছেন? তা হলে গাঢ় রং দিয়ে শুরু করতে পারেন। ল্যাকমে আইকনিক কাজল/ Lakmé Eyeconic Kajal ক্লাসিক ব্রাউন বা রিগাল গ্রিন শেড পরতে পারেন - প্রথমবার শুরু করার জন্য এই শেডগুলো চমৎকার!

 

কী করবেন না:

কী করবেন না:

ফোটো সৌজন্য: @sathyapriya_mua

- বাড়াবাড়ি করবেন না

ম্যাগাজিনের পাতায় নিশ্চয়ই মডেলদের রঙিন আইলাইনার দিয়ে উজ্জ্বল নাটকীয় চোখের মেকআপ করতে দেখেছেন?হ্যাঁ, ইচ্ছে করলে আপনিও তেমন স্টাইল করতে পারেন, কিন্তু শুরুর দিকে ব্যাপারটা একটু হালকা আর মিনিমাল রাখলেই ভালো হয়। বিশেষ করে নিয়ন গ্রিন, কমলা বা গোলাপিরঙা আইলাইনার পরার সময় একদম চড়া করবেন না। -

রোজকার আইলাইনারের মতো ব্যবহার করবেন না

কালো ও অন্যান্য নিউট্রাল শেডের আইলাইনার আপনার সাজগোজটাকে আরও আকর্ষণীয় করে তোলে। রঙিন আইলাইনার পরা হয় স্টেটমেন্ট তৈরির জন্য। তাই সবসময় রঙিন আইলাইনার পরবেন না, পরলে শুধুমাত্র নিউট্রাল শেডই পরুন।

মূল ফোটো সৌজন্য: @debasree

Manisha Dasgupta

Written by

Author at BeBeautiful.
1308 views

Shop This Story

Looking for something else