কাজলকালো চোখের আবেদন চিরকালীন! আর সেজন্যই কাজল হল প্রতিটি ভারতীয় মেয়ের সবচেয়ে কাছের মেকআপ প্রডাক্ট! সত্যি বলতে, প্রথমবার মেকআপ করতে গিয়ে যে জিনিসটা মেয়েরা সবার আগে ব্যবহার করতে শেখেন, তা হল কাজল! চোখ ডাগর আর উজ্জ্বল (যতই রাতে ঘুম না হোক) করে তোলা থেকে শুরু করে চোখের মেকআপের আকর্ষণ আরও বাড়িয়ে তুলতে আপনার মেকআপ কিটে কাজল থাকতেই হবে!
চোখের সৌন্দর্য নিমেষে বাড়িয়ে তুলতে কাজলের ব্যবহার যুগ যুগ ধরে চলে আসছে। কিন্তু তা সত্ত্বেও কাজল পরার সময় কিছু নিয়মের কথা মাথায় রাখতে হবে। কাজল পরতে গিয়ে কিছু সাধারণ ভুল যদি করে বসেন, তা হলে মাটি হবে আপনার পুরো সাজটাই! ভাবছেন তো, কাজল পরতে আবার ভুল করার কী আছে? পাঁচটা খুব সাধারণ কাজল পরার ভুলের কথা আপনাকে জানিয়ে দিচ্ছি আমরা। দেখুন তো, এ সব ভুল আপনিও করেন কিনা!
- ভুল #1: এক স্ট্রোকে কাজল পরা
- ভুল #2: ছোট চোখে মোটা করে কাজল পরা
- ভুল #3: ডার্ক সার্কল সত্ত্বেও কাজল স্মাজ করে পরা
- ভুল #4: ভোঁতা কাজল পেনসিল ব্যবহার
- ভুল #5: ওয়াটারলাইনে কাজল পরা
ভুল #1: এক স্ট্রোকে কাজল পরা

কাজল পরারও কিছু সঠিক নিয়ম আছে! এক স্ট্রোকে কাজল পরবেন না! চোখের ভেতরের কোনা থেকে শুরু করুন, তারপর ধীরে ধীরে বাইরের দিকে আসুন। ছোট ছোট স্ট্রোকে কাজল পরবেন, যাতে রেখাটা অসমান না হয়ে যায়। মসৃণভাবে সহজে কাজল পরার জন্য চোখের কোলটা হালকা করে নিচের দিকে টেনে রাখুন।
ভুল #2: ছোট চোখে মোটা করে কাজল পরা

আপনার চোখ কি ছোট বা চোখের উপরের পাতা ভারী? তা হলে মোটা করে কক্ষনো কাজল পরবেন না, কারণ তাতে কাজল দিয়েই চোখের অর্ধেক অংশ ঢেকে যাবে আর চোখ আরও ছোট দেখাবে। তার চেয়ে কাজল হালকা রাখুন, সরু স্ট্রোকে কাজল পরে নিন।
ভুল #3: ডার্ক সার্কল সত্ত্বেও কাজল স্মাজ করে পরা

পান্ডা খুব মিষ্টি প্রাণী, কিন্তু পান্ডার মতো গোল গোল কালো চোখ কি আপনি চান? তাই ডার্ক সার্কল থাকলে কখনওই কাজল স্মাজ করে পরবেন না! কাজল স্মাজ করে দিলে একটা স্মোকি এফেক্ট পাওয়া যায় সন্দেহ নেই, কিন্তু চোখের নিচে কালি থাকলে সেটা না করাই ভালো! তাতে ডার্ক সার্কল আরও গাঢ় দেখাবে, চোখের কোল আরও ফোলা মনে হবে। আর করিনার মতো স্মোকি চোখের মায়া যদি নেহাতই এড়াতে না পারেন, তা হলে আগে কনসিলার দিয়ে নিখুঁত করে চোখের কোলের কালি ঢাকুন, তারপর না হয় স্মাজ লুক করবেন!
ভুল #4: ভোঁতা কাজল পেনসিল ব্যবহার

কাজল পরতে ভালোবাসলে কিন্তু অত আলস্য করলে চলবে না! কক্ষনো ভোঁতা হয়ে যাওয়া পেনসিলে কাজল পরার চেষ্টা করবেন না! তাতে রেখাটা অসমান হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না। কাজল পরার আগে পেনসিলের মুখটা দেখে নিন, নিয়মিত কাজল পেনসিলের মুখ কেটে সরু করে রাখুন।
ভুল #5: ওয়াটারলাইনে কাজল পরা

শুধু চোখের নিচে ওয়াটারলাইন বরাবর কাজল পরেই ছেড়ে দেন? ভুল করছেন কিন্তু! সত্যি সত্যি কাজলনয়না হয়ে উঠতে প্রতিবার চোখের নিচের পাতার পাশাপাশি উপরের পাতাতেও ল্যাশলাইন বরাবর একই পেনসিল দিয়ে কাজল পরে নিতে হবে! সৌন্দর্য তো বাড়বেই, সঙ্গে পাবেন উজ্জ্বল ডাগর চোখের লুক!
Written by Manisha Dasgupta on Jul 21, 2020
Author at BeBeautiful.