সঠিক চোখের মেকআপ আপনার চোখদুটিকে আরও আকর্ষণীয়, বড় বড় আর ভাসা ভাসা করে তুলতে পারে, কিন্তু ভুলভাবে মেকআপ করলে চোখ নিষ্প্রভ গর্তে বসা দেখায়। তাই ঠিকভাবে চোখের সাজ করার সময় আপনার চোখের শেপ সম্পর্কে জেনে রাখুন, যাতে আপনি সেই মতো মেকআপ করতে পারেন।
ছোট চোখে নাটকীয় আই মেকআপ করলে চোখ বড় দেখায়, আবার এই একই মেকআপে কোটরে ঢোকা চোখ আরও বসা আর অনুজ্জ্বল দেখায়। সবচেয়ে বেশি দেখা যায় এমন পাঁচটি চোখের শেপের জন্য সেরা চোখের মেকআপ টিপস দিয়ে দিলাম আমরা। শিখে নিন যাতে চোখের মেকআপে আর কোনও ভুল না হয়।
ঢুলু ঢুলু চোখ

এই ধরনের চোখের ওপরের পাতা বা খাঁজ প্রায় দেখাই যায় না। ম্যাট ব্রাউন বা কালো শেডের হালকা স্মোকি আই মেকআপ/ smokey eye makeup এ ধরনের চোখে খানিকটা ডেফিনিশন আর গভীরতা আনবে। চোখের ওপরের পাতা আরও স্পষ্ট করতে ওপরের ল্যাশলাইন বরাবর আই লাইনার লাগান।
আমন্ড চোখ

এই শেপের চোখ হল সারা পৃথিবীতে সবচেয়ে আকাঙ্ক্ষিত আর স্বাভাবিক সুন্দর চোখ। চোখের শেপ এরকম হলে তাকে সাজিয়ে তুলুন লম্বা উইং আর গোলাপি বা মভের প্যাস্টেল শেডে। চোখের পল্লবে পরে নিন গাঢ় মাস্কারা, যাতে আপনার ভাসা ভাসা সুন্দর চোখে সবার নজর আটকে থাকে!
কোটরে বসা চোখ

বড় চোখ যদি বসা হয়, তা হলে কোটরে ঢোকা দেখায়। কিন্তু এ ধরনের চোখের খাঁজ অনেকটাই পরিস্ফূট হয়, ভুরুর হাড়ও স্পষ্ট থাকে। স্মোকি আই মেকআপ করবেন না, চোখের ওপরে আর নিচের পাতায় লাইনার পরুন যাতে চোখের শেপটা ভালো করে ফুটে ওঠে।
অবনমিত চোখ

এই চোখের বাইরের দিকের কোনাটা হালকা নিচের দিকে বেঁকে থাকে। চোখের বাইরের দিকের কোনা তুলে ধরতে ক্যাট আই মেকআপ করুন। অথবা হালকা শেডের আইশ্যাডো দীর্ঘায়িত/ elongated eyeshadow করে পরুন যাতে চোখ ভাসা ভাসা দেখায়।
ওপরের দিকে তোলা চোখ

আপনার চোখের বাইরের কোণ যদি সামান্য ওপরের দিকে উত্থিত থাকে, তা হলে নিশ্চিন্ত থাকুন, এমন চোখের শেপ পেতেই চান সবাই! এরকম চোখ আরও আকর্ষণীয় করে তুলুন নানা রঙের সাহায্যে। নিচের পাতার দিকে বেশি মনোযোগ দিন, রুপোলি শিমার বা গাঢ় শেডের আইশ্যাডো স্মাজ করে আরও সুন্দর করে তুলুন আপনার চোখ।
ফোটো সৌজন্য: ইনস্টাগ্রাম
Written by Manisha Dasgupta on 2nd Mar 2021