এই শীতে রেশমের মতো মসৃণ কোমল ত্বকের জন্য 5টি সেরা বডি লোশন

Written by Manisha Dasgupta7th Dec 2021
এই শীতে রেশমের মতো মসৃণ কোমল ত্বকের জন্য 5টি সেরা বডি লোশন

শীতের কনকনেভাব থেকে বাঁচতে যেমন আপনার শরীর কাপের পর কাপ গরম কোকো চায়, ঠিক তেমনি আপনার ত্বকও চায় ময়শ্চারাইজার। শীতের ঠান্ডা শুকনো বাতাস ত্বক থেকে প্রাকৃতিক তেল শুষে নেয়। অথচ ত্বক সুস্থ রাখতে তেলের এই আস্তরণ দরকার। তাই প্রবল ঠান্ডার সঙ্গে মানিয়ে নিতে ত্বকের কিছু প্রস্তুতি দরকার। ঠিক যেমন নভেম্বর শেষ হতে না হতেই আলমারি থেকে সমস্ত গরম পোশাক নামিয়ে শীতের প্রস্তুতি নিয়ে ফেলেছেন আপনি, ত্বকেরও চাই তেমন প্রস্তুতি। না, ঘণ্টায় ঘণ্টায় সারা গায়ে লোশন মাখতে বলছি না! বদলে আমরা নিয়ে এসেছি পাঁচটি সেরা বডি লোশন যা মাখলে এই শীতে আপনার ত্বক থাকবে মসৃণ আর নরম। চোখ বুলিয়ে নিন...

 

01. লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেট ন্যাচারাল আর্গান অয়েল অ্যান্ড ল্যাভেন্ডার সুদ বডি লোশন

05. ল্যাকমে পিচ মিল্ক ময়শ্চারাইজার বডি লোশন

শীতের দিনে ত্বকের দরকার নিবিড় পুষ্টি, আর সে ব্যাপারে চোখ বন্ধ করে ভরসা রাখুন লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেট ন্যাচারাল আর্গান অয়েল অ্যান্ড ল্যাভেন্ডার সুদ বডি লোশন/ Love Beauty & Planet Natural Argan Oil & Lavender Soothe Body Lotion এর ওপর। খাঁটি মরোক্কান আর্গান অয়েল আর অর্গানিক নারকেল তেলের মতো পুষ্টিকর উপাদানযুক্ত এই বডি লোশনটি ত্বক ময়শ্চারাইজ রাখে 24 ঘণ্টা পর্যন্ত! হাতে কাটা ল্যাভেন্ডার ফুল থাকায় লোশনটির গন্ধও খুব সুন্দর! তা ছাড়া এই লোশনে কোনও প্যারাবেন, কৃত্রিম সুগন্ধ, রং নেই এবং এটি পেটা দ্বারা প্রত্যয়িত এবং সম্পূর্ণ নিষ্ঠুরতামুক্ত। আর কিছু বলার দরকার আছে?

 

02. ভেসলিন ইনটেনসিভ কেয়ার ডিপ ময়শ্চার বডি লোশন

05. ল্যাকমে পিচ মিল্ক ময়শ্চারাইজার বডি লোশন

ভেসলিনের ওপর আমাদের ভরসা চিরকালের, তাই ভেসলিন ইনটেনসিভ কেয়ার ডিপ ময়শ্চার বডি লোশন/ Vaseline Intensive Care Deep Moisture Body Lotion যে আমাদের পছন্দের সেরা বডি লোশনের তালিকায় জায়গা করে নেবে, তা মোটেও আশ্চর্যের নয়। ভেসলিন জেলির মাইক্রোড্রপলেট আর খাঁটি ওটসের নির্যাস দিয়ে তৈরি এই বডি লোশনটি অত্যন্ত শুষ্ক ত্বকের পক্ষে আদর্শ কারণ এটি নিবিড় এবং দীর্ঘস্থায়ী আর্দ্রতা জোগায়। এটি একেবারেই তেলতেলে নয়, বরং হালকা, আর তাই শীতের শুষ্ক ত্বকের মোকাবিলা করতে অত্যন্ত কাজের!

 

03. সেন্ট ইভস ন্যাচারালি সফনিং কোকোনাট অ্যান্ড অর্কিড বডি লোশন

05. ল্যাকমে পিচ মিল্ক ময়শ্চারাইজার বডি লোশন

কড়া শীতের মোকাবিলা করে সুস্থ থাকতে আপনার ত্বকের দরকার ঘন নারকেলের দুধ আর ভারতীয় অর্কিডের মতো 100% প্রাকৃতিক ময়শ্চারাইজার দিয়ে তৈরি সেন্ট ইভস ন্যাচারালি সফনিং কোকোনাট অ্যান্ড অর্কিড বডি লোশন St. Ives Naturally Softening Coconut & Orchid Body Lotion । প্যারাবেনমুক্ত তেলাভাবহীন এই বডি লোশনটি কনকনে শীতেও আপনার ত্বক রাখে মসৃণ আর নরম। নারকেলের দুধ ত্বকে আর্দ্রতা জুগিয়ে নরম রাখে, আর অর্কিড ত্বকে এনে দেয় রেশমের মসৃণতা।

 

04. ডাভ সাপল বাউন্স বডি লোশন

05. ল্যাকমে পিচ মিল্ক ময়শ্চারাইজার বডি লোশন

টানটান, মসৃণ কোমল ত্বকের জন্য এই শীতে বেছে নিন ডাভ সাপল বাউন্স বডি লোশন/ Dove Supple Bounce Body Lotion । সারা গায়ে ভালোভাবে মাখুন আর বিদায় জানান শুষ্ক নিষ্প্রাণ ত্বককে। নিউট্রিডুও আর ময়শ্চার লক টেকনোলজি দিয়ে তৈরি এই লোশনটি নিবিড় পুষ্টি জুগিয়ে ত্বক করে তোলে নরম আর বাউন্সি।

 

05. ল্যাকমে পিচ মিল্ক ময়শ্চারাইজার বডি লোশন

05. ল্যাকমে পিচ মিল্ক ময়শ্চারাইজার বডি লোশন

হালকা নন-স্টিকি বডি লোশন চাইছেন, যা মাখলে ত্বক তেলতেলে নিষ্প্রাণ দেখাবে না? বেছে নিন ল্যাকমে পিচ মিল্ক ময়শ্চারাইজার বডি লোশন/ Lakmé Peach Milk Moisturiser Body Lotion । পিচ মিল্কের নির্যাস, ভিটামিন ই এবং সি যুক্ত এই বডি লোশনটি ত্বকে পুষ্টি জোগায় ও ত্বক স্নিগ্ধ রাখে, ফলে ত্বক থাকে নরম আর মসৃণ।

Manisha Dasgupta

Written by

Author at BeBeautiful.
1637 views

Shop This Story

Looking for something else