বছরের অন্য সময়টা যেমন তেমনভাবে কাটিয়ে দিতে পারলেও শীতের দিনগুলোয় ত্বকের দরকার বিশেষ যত্ন। শীতের রুক্ষ শুকনো টান এড়াতে ত্বকে যতটা সম্ভব আর্দ্রতা আর ময়শ্চারের জোগান দেওয়াই এই সময় দরকার। শীতের দিনে ত্বকের আর্দ্রতা কমে যায়, ফলে ত্বকে টান ধরে, খড়ি ওঠে, এমনকী, প্রদাহ বা র্যাশও দেখা দিতে পারে। শুধু ঘন ক্রিম মেখে এ সমস্যা সামাল দেওয়া সম্ভব নয়, শীতের শুষ্কতাকে দূরে রাখতে একটা পূর্ণাঙ্গ ত্বক পরিচর্যার রুটিন মেনে চলা দরকার। দেখে নিন এই শীতে ত্বক ভালো রাখতে হাতের কাছে কী কী থাকা চাই আপনার...
- 01. হাইড্রেটিং ক্লেনজার
- 02. নারিশিং সিরাম
- 03. কোমল ময়শ্চারাইজার
- 04. এসপিএফের সুরক্ষা
- 05. মাল্টিপারপাস লিপ বাম
- 06. কোমল হ্যান্ড ক্রিম
01. হাইড্রেটিং ক্লেনজার

02. নারিশিং সিরাম

03. কোমল ময়শ্চারাইজার

04. এসপিএফের সুরক্ষা

05. মাল্টিপারপাস লিপ বাম

06. কোমল হ্যান্ড ক্রিম

Written by Manisha Dasgupta on 23rd Dec 2020