বর্ষাকালের সঙ্গে আমাদের সকলেরই একটা লাভ-হেট সম্পর্ক রয়েছে। একদিকে বৃষ্টি যেমন ভীষণ প্রিয়, তেমনি অন্যদিকে বর্ষা মানেই পোকামাকড়ের বাড়তি উপদ্রব, রাস্তা জুড়ে ভয়ানক ট্রাফিক জ্যাম, আর তার সঙ্গে ছত্রাকের আক্রমণ, অর্থাৎ ফাঙ্গাল ইনফেকশন। বর্ষার উষ্ণ অথচ আর্দ্র আবহাওয়ায় ব্যাকটেরিয়া আর সংক্রমণ সৃষ্টিকারী ছত্রাকেরা সক্রিয় হয়ে ওঠে, যা আমাদের স্বাস্থ্যের পক্ষে মোটেই ভালো নয়।

তবে একটা ম্যাজিক উপাদান রয়েছে যা বর্ষার যাবতীয় সংক্রমণ সামলে দিতে পারে। সেই ম্যাজিক উপাদানটি হল টি ট্রি অয়েল। সাধারণত টপিক্যাল (ত্বকের ওপরে লাগানোর জন্য) অ্যান্টিসেপটিক আর অ্যান্টি-ফাঙ্গাল চিকিৎসা হিসেবে টি ট্রি ব্যবহার করা হয়। ব্রণ থেকে শুরু করে যে কোনও সংক্রমণের চিকিৎসায় টি ট্রি অয়েল কার্যকরী, এবং এটি সারা শরীরেই লাগানো যায়। টি ট্রি অয়েলের বন্ধু কেমিক্যাল ব্যাকটেরিয়া আর ফাঙ্গাস মেরে ফেলে এবং ত্বকের ওপর তাদের প্রতিক্রিয়া কমায়। জানতে চান কীভাবে অল্প একটু টি ট্রি অয়েল দিয়ে প্রতিরোধ করতে পারেন ফাঙ্গাল ইনফেকশন? রইল যাবতীয় তথ্য।

 

01. ত্বক স্নিগ্ধ রাখে

01. ত্বক স্নিগ্ধ রাখে

অ্যালার্জি বা ফাঙ্গাল সংক্রমণের কারণে ত্বকে চুলকানি বা প্রদাহ শুরু হলে কী করে সামাল দেওয়া যাবে, বুঝে ওঠা যায় না! টি ট্রি অয়েল বড় ফাঙ্গাল ইনফেকশনের উপসর্গ কমিয়ে তৎক্ষণাৎ আরাম এনে দেয়। বডিওয়াশ হিসেবে ব্যবহার করুন টি ট্রি অয়েল, ট্রাই করুন লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেট ডেইলি ডিটক্স বডি ওয়াশ উইথ টি ট্রি অ্যান্ড ভেটিভার অ্যারোমা/ । এটি একটি ভেগান প্রডাক্ট, এতে কোনও প্রাণীজাত বা অন্য খারাপ উপাদান নেই। ভেটিভার আর সাইট্রাসের সুগন্ধযুক্ত এই বডিওয়াশটি ত্বক ডিটক্স করে কোমলভাবে পরিষ্কার করার জন্য আদর্শ! বডিওয়াশে যে টি ট্রি অয়েল ব্যবহার করা হয়েছে, তাও সদ্য তোলা এবং নিখুঁতভাবে পেষাই করা যাতে গুণমান অক্ষুণ্ণ থাকে! আর তার মানেই ফাঙ্গাল ইনফেকশনের ছুটি! Love Beauty & Planet Daily Detox Body Wash with Tea Tree and Vetiver Aroma

 

02. চুলের তেল আর খুসকি নিয়ন্ত্রণে রাখে

02. চুলের তেল আর খুসকি নিয়ন্ত্রণে রাখে

বর্ষার প্রভাব চুলের ওপর কতটা পড়বে বোঝা মুশকিল! একদিকে যেমন স্ক্যাল্প প্রচণ্ড তেলতেলে হয়ে যেতে পারে, অন্যদিকে চুলও ভীষণভাবে রুক্ষ আর শুকনো হয়ে যেতে পারে, যা খুসকির অন্যতম কারণ। যেটাই হয়ে থাকুক না কেন, আপনার হাতিয়ার টি ট্রি অয়েল। খুসকি, তেলতেলেভাব, এমনকী চুলকানি কমাতেও টি ট্রি অয়েল দারুণ কাজের! কাজেই আপনার হেয়ার কেয়ার প্রডাক্টে টি ট্রি অয়েল আছে কিনা তা অবশ্যই দেখে নেবেন। আর অনেক পছন্দের মধ্যে ঠিক কোনটা কিনবেন যদি বুঝতে না পারেন, তা হলে আমরা আছি সাহায্য করতে। বেছে নিন লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেট টি ট্রি অয়েল অ্যান্ড ভেটিভার অ্যারোমা র‍্যাডিক্যাল রিফ্রেশার শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার/ । নৈতিকভাবে সংগৃহীত ভেটিভার আর প্রাকৃতিক টি ট্রি অয়েলের সংমিশ্রণে তৈরি এই চনমনে শ্যাম্পু-কন্ডিশনারের জুটি বর্ষায় চুলের সমস্ত সমস্যা সমাধানে সিদ্ধহস্ত! পরখ করে দেখুন আজই! Love Beauty & Planet Tea Tree and Vetiver Aroma Radical Refresher Shampoo and Conditioner.

 

03. মাউথওয়াশ হিসেবে ব্যবহার করা যায়

03. মাউথওয়াশ হিসেবে ব্যবহার করা যায়

মাউথওয়াশ ব্যবহার নিয়ে অনেকেরই দ্বিমত রয়েছে। কেউ কেউ মাউথওয়াশ পছন্দ করেন, আবার কেউ কেউ মাউথওয়াশের ধারপাশ মাড়ান না। মাউথওয়াশের রাসায়নিক যদি আপনার পছন্দ না হয়, তা হলে নিশ্চিন্তে বেছে নিন টি ট্রি অয়েল। দাঁতের ক্ষয় সৃষ্টিকারী জীবাণু আর নিঃশ্বাসের দুর্গন্ধের বিরুদ্ধে টি ট্রি অয়েল খুব ভালো কাজ করে। পাশাপাশি দাঁতের প্লাক সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধেও টি ট্রি অয়েল খুবই কার্যকর। মাউথওয়াশে সাধারণত যে ক্লোরহেক্সিডিন থাকে, তার চেয়েও টি ট্রি অয়েল বেশি কাজের। পরখ করে দেখতে চান? কেমিক্যাল-মুক্ত মাউথওয়াশ তৈরি করে নিতে গরমজলে এক ফোঁটা টি ট্রি অয়েল দিয়ে ভালো করে মেশান, তারপর এই মিশ্রণ দিয়ে ভালোভাবে মুখ কুলকুচি করে নিন।

 

04. নখে ছত্রাকের সংক্রমণ কমায়

04. নখে ছত্রাকের সংক্রমণ কমায়

নখে ছত্রাকের সংক্রমণ নিয়ে কেউই খুব একটা মাথা ঘামান না, কিন্তু নখের ওপর ফাঙ্গাস সংক্রমণ দেখতে খুব খারাপ লাগে। নখের ফাঙ্গাস ইনফেকশনের জন্য নানান ওষুধ পাওয়া যায়, কিন্তু আপনি যদি প্রাকৃতিক উপায় খোঁজেন, তা হলে বেছে নিন টি ট্রি অয়েল। নখের সংক্রমিত অংশে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল এমনিই লাগান, বা নারকেল তেলের সঙ্গে মিশিয়ে লাগান। ফল পাবেন খুব তাড়াতাড়ি!

 

05. ব্রণর বিরুদ্ধে কার্যকর

05. ব্রণর বিরুদ্ধে কার্যকর

মুখে ব্রণর উপদ্রব থাকলে আর অন্য ঘরোয়া চিকিৎসায় ফল না পেলে ব্যবহার করে দেখুন টি ট্রি অয়েল। ডার্মালজিকা ব্রেকআউট ক্লিয়ারিং ফোমিং ওয়াশ/ -এ রয়েছে টি ট্রি অয়েল যা আপনার ব্রণসংক্রান্ত যাবতীয় সমস্যা মেটাবে। এই ফেসওয়াশে স্যালিসাইলিক অ্যাসিড রয়েছে যা রোমছিদ্রের গভীরে ঢুকে জমে থাকা মৃত কোষ আর তেলময়লা পরিষ্কার করে। তা ছাড়া এতে টি ট্রি অয়েল ছাড়াও আরও আটটি ভেষজ রয়েছে যা ত্বক স্নিগ্ধ আর শীতল রাখে। ফলে নিয়মিত ব্যবহার করুন আর ব্রণকে বলুন টা টা! Dermalogica Breakout Clearing Foaming Wash