সত্যিটা স্বীকার করে নেওয়াই ভালো! এমন কোনও মেয়ে খুঁজে পাওয়া মুশকিল, যিনি নিজের চুলের হালত নিয়ে একশোভাগ সন্তুষ্ট! চুলের রুক্ষতা, চুল উঠে যাওয়া, পাতলা হয়ে যাওয়া, খুসকি, মাথার তালুর শুষ্কতার মতো কিছু না কিছু সাধারণ সমস্যা নিয়ম করে লেগেই থাকে! সমস্যা সমাধানে আপনি নানা ধরনের প্রডাক্ট নিশ্চয়ই ইতিমধ্যে ব্যবহার করে দেখেছেন? তবে অপরের পরামর্শ শুনে যে কোনও প্রডাক্ট ব্যবহার করার আগে আপনাকে বুঝে নিতে হবে এ সব প্রডাক্টের কাজ কী আর তা আপনার জন্য আদৌ উপযোগী কিনা!
আজ আমরা কিছু জরুরি প্রডাক্ট আর সাপ্লিমেন্টের কথা আপনাদের জানাব, আর একই সঙ্গে সে সব প্রডাক্ট কীভাবে আপনার চুলে স্বাস্থ্যের জেল্লা ফিরিয়ে আনতে পারে, সে সম্পর্কেও জরুরি তথ্য পাবেন আপনি।
- 1. পুষ্টিকর, সালফেট-হীন শ্যাম্পু
- 2. নিষ্প্রাণ চুলে চমক আনার সিরাম
- 3. ত্বকের ধরনের উপযোগী হেয়ার অয়েল
- 4. চুলের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পুষ্টিকর সাপ্লিমেন্ট
1. পুষ্টিকর, সালফেট-হীন শ্যাম্পু

2. নিষ্প্রাণ চুলে চমক আনার সিরাম

3. ত্বকের ধরনের উপযোগী হেয়ার অয়েল

4. চুলের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পুষ্টিকর সাপ্লিমেন্ট

Written by Manisha Dasgupta on 25th Nov 2020