সবার চোখ থাক আপনার দিকেই! চোখের মেকআপে হয়ে উঠুন অনন্যা

Written by Manisha Dasgupta20th Dec 2021
সবার চোখ থাক আপনার দিকেই! চোখের মেকআপে হয়ে উঠুন অনন্যা

পার্টির মরশুম কড়া নাড়ছে দরজায়, আর এ সময়ে যদি একটু মেকআপ নিয়ে এক্সপেরিমেন্ট করার ইচ্ছে হয়, তা হলে আমাদের একটা পরামর্শ আছে আপনাদের জন্য - বেশ আকর্ষণীয় পরামর্শ! সম্পূর্ণ মেকআপ লুক পালটানোর পাশাপাশি নিজের ভেতরের অ্যাডভেঞ্চারটাকে বের করে আনুন, আর সেটা প্রকাশ করুন চোখের মেকআপের মধ্যে দিয়ে। রইল চোখের মেকআপ করার কিছু সহজ আর কার্যকরী কৌশল।

 

01. দুটি মাস্কারা ব্যবহার করুন

05. চোখের পাতায় প্রাইমার লাগান

শুনতে নতুন লাগছে, তাই না? কিন্তু ট্রাই করে দেখলে বুঝবেন কেমন কাজ করে এই কৌশলটি! মাস্কারা লাগানোর আগে আইল্যাশ কার্ল করা ছাড়াও দুটি আলাদা ফর্মুলার মাস্কারা রাখুন হাতের কাছে: ভল্যুমের জন্য পরুন ল্যাকমে আইকনিক ভল্যুম মাস্কারা/Lakmé Eyeconic Volume Mascara, আর অন্যটা ব্যবহার করুন লেংথের জন্য। ঘন ভল্যুম মাস্কারা পরে নিন চোখের পল্লবের গোড়ার দিকের অংশে, আর বাকি অংশে পরুন লেংদেনিং মাস্কারা।

 

02. ন্যুড বা সাদা আইলাইনার পরুন

05. চোখের পাতায় প্রাইমার লাগান

আপনার যদি ঠিকমতো ঘুম না হয়ে থাকে, চোখের কোলে ফোলাভাবের জন্য মুখ ক্লান্ত দেখায়, তা হলে চোখের নিচের পাতার ওয়াটারলাইন বরাবর, আর চোখের ভেতরের কোণে ন্যুড বা সাদা আইলাইনার পরে নিন - চোখ নিমেষে উজ্জ্বল হয়ে উঠবে। সাদা লাইনার যাতে চকের মতো না দেখায়, তার জন্য হালকা ব্লেন্ড করে নেবেন।

 

03. রঙিন আইলাইনার পরুন

05. চোখের পাতায় প্রাইমার লাগান

ফোটো সৌজন্য: @3ina চোখের পাতায় কালো পরতে আমাদের স্বাভাবিক ঝোঁক থাকে, কিন্তু এবার সে নিয়ম ভেঙে বেছে নিন রংবেরঙের আইলাইনার। যদি একটু অন্যরকম চোখের সাজ করতে ইচ্ছে হয়, তা হলে চোখের পাতায় পরে নিন রং। ল্যাকমে ইনস্টা আইলাইনার-ব্লু এই লুকটির জন্য আদর্শ।

 

04. ভুরুর হাড়ে লাগান হাইলাইটার

05. চোখের পাতায় প্রাইমার লাগান

আমরা প্রত্যেকেই চাই নো-মেকআপ মেকআপ লুক দিয়ে স্টেটমেন্ট তৈরি করতে। তার জন্য চোখের পাতায় আলোর ঝিলিক আনতে রুপোলি বা সোনালি শ্যাডো লাগাতেও আমরা সকলেই খুব ভালোবাসি। তবে চটজলদি চোখ উজ্জ্বল করে তুলতে চোখের ভেতরের কোনায় লাগিয়ে নিন একটু হাইলাইটার, আর কিছুটা হাইলাইটার ছুঁইয়ে নিন ভুরুর হাড়ে।

 

05. চোখের পাতায় প্রাইমার লাগান

05. চোখের পাতায় প্রাইমার লাগান

চোখের পাতায় আইশ্যাডো পরার আগে বেস তৈরি করার জন্য অবশ্যই প্রাইমার লাগিয়ে নেবেন। এতে চোখের পাতায় কোনও শিরা উপশিরা বা দাগছোপ থাকলে তা ঢেকে যাবে, মেকআপ আরও ঝলমলে দেখাবে।

Manisha Dasgupta

Written by

Author at BeBeautiful.
948 views

Shop This Story

Looking for something else