জটের জটিলতা! কিছু সহজ কৌশলে জটমুক্ত রাখুন আপনার চুল

Written by Manisha Dasgupta22nd Dec 2021
জটের জটিলতা! কিছু সহজ কৌশলে জটমুক্ত রাখুন আপনার চুল

চুলে জট পড়ার মানেই হাতে ব্রাশ আর চিরুনি নিয়ে ধস্তাধস্তি! অর্থাৎ একগাদা সময় নষ্ট, আর পায়ের কাছে ঝরে পড়া একগুচ্ছ চুল! বাঞ্ছিত পরিস্থিতি নয় একেবারেই! জট ছাড়াতে গিয়ে চুল ভেঙে ঝরে যাওয়া, ব্যথা লাগা আর চুল ওঠা বন্ধ করতে মেনে চলুন কিছু সহজ কৌশল!

 

01. মোটা দাঁড়ার চিরুনি ব্যবহার করুন

05. স্কার্ফ পরুন

চুলে টান না দিতে জট ছাড়াতে পারে মোটা দাঁড়ার চিরুনি। ব্রাশ ব্যবহার করবেন না একেবারেই, বিশেষ করে আপনার চুল যদি ঘন আর লম্বা হয়। মোটা দাঁড়ার চিরুনিতে দুটি দাঁতের মাঝে যে ফাঁক থাকে, তার মধ্যে দিয়ে চুলের গুছি অনায়াসে গলে যেতে পারে। আর চুলের জট ছাড়াতে যদি মোটা দাঁড়ার কাঠের চিরুনি ব্যবহার করেন তা হলে সবচেয়ে ভালো হয়, কারণ তাতে চুলে স্ট্যাটিক বিদ্যুৎ জমতে পারবে না।

 

02. চুল বিনুনি বেঁধে রাখুন

05. স্কার্ফ পরুন

ঘুমোনোর সময় যাতে চুলে জট পেকে না যায়, তার জন্য বিনুনি বেঁধে রাখুন। চুল বিনুনিতে জড়ানো থাকলে ঘুমের মধ্যে এ পাশ ও পাশ করলেও জট পাকবে না। আর যেহেতু বিনুনি বাঁধলে জট পড়ে না, তাই আঁচড়ানোর সময় চুল উঠবেও কম। তবে খুব টেনে টাইট করে বিনুনি বাঁধবেন না।

 

03. চুলে কন্ডিশনার লাগান

05. স্কার্ফ পরুন

চুল ধোওয়ার জলের তাপমাত্রা কম রাখুন। খুব গরম জল চুলের আর্দ্রতা নষ্ট করে কিউটিকল খুলে দেবে। তাতে চুল রুক্ষ হয়ে জট পড়ে যাওয়ার ভয় থাকে। চুলে শ্যাম্পু করার পর কন্ডিশনার অবশ্যই লাগাবেন। তার জন্য বেছে নিন ট্রেসমে কেরাটিন স্মুদ উইথ আর্গান অয়েল কন্ডিশনার/  TRESemmé Keratin Smooth With Argan Oil Conditioner যা চুল মসৃণ করে, রুক্ষতা দূর করে, ফলে চুলে জট পড়ে না। এ ব্যাপারে ডাভ ইনটেন্স রিপেয়ার কন্ডিশনার/Dove Intense Repair Conditioner আর একটি কার্যকর প্রডাক্ট, কারণ এটিও চুল মসৃণ করে জটমুক্ত রাখে। অ্যান্টি-ফ্রিজ অর্থাৎ রুক্ষতা কমানোর কন্ডিশনার চাইলে লাভ বিউটি প্ল্যানেট ন্যাচারাল আর্গান অয়েল-ল্যাভেন্ডার নো ফ্রিজ কন্ডিশনার/ Love Beauty - Planet Natural Argan Oil - Lavender No Frizz Conditioner সাধারণত বেছে নিই আমরা।

 

04. চুল স্টাইল করুন সাবধানে

05. স্কার্ফ পরুন

হিট-স্টাইলিং টুলস থেকে দূরে থাকার পরামর্শই দেব আমরা। চুল যদি একান্ত ব্লো-ড্রাই করতেই হয়, তা হলে সঠিকভাবে করুন। ড্রায়ারের মুখ নিচু করে রাখুন, তারপর চুলের সমান্তরালে চালান। চুলে লম্বালম্বিভাবে ড্রায়ার চালালে চুল রুক্ষ আর শুষ্ক হয়ে যায় - আর ক্ষতিগ্রস্ত চুলে জটও পড়ে দ্রুত।

 

05. স্কার্ফ পরুন

05. স্কার্ফ পরুন

বাইরে বেরোনোর সময় চুল স্কার্ফ বা টুপি দিয়ে ঢেকে নিন। বিশেষ করে শীতের সময় চুল অবশ্যই ঢেকে রাখবেন, না হলে ঠান্ডা হাওয়ার ঝাপটায় চুলে জট পেকে যেতে বাধ্য!

Manisha Dasgupta

Written by

Author at BeBeautiful.
1123 views

Shop This Story

Looking for something else