নানাধরনের হেয়ার কেয়ার প্রডাক্ট লাগানোর সঠিক ক্রমবিন্যাস

Written by Manisha Dasgupta4th Nov 2020
নানাধরনের হেয়ার কেয়ার প্রডাক্ট লাগানোর সঠিক ক্রমবিন্যাস

প্রথম স্কিনকেয়ার সামগ্রী ব্যবহার করতে শুরু করার দিন থেকে আজ পর্যন্ত যে রুটিন আপনি মেনে চলেন, তাতে একটা বিষয় পরিষ্কার। ক্রিম, ময়শ্চারাইজার, সিরাম, কোনটার পর কোনটা মাখবেন, কীভাবে লেয়ার করবেন প্রডাক্ট, সেটা এতদিনে শিখে গেছেন আপনি! কিন্তু চুলের যত্নের ক্ষেত্রে কী হবে? চুলের যত্নের বেলাতেও কি একের বেশি প্রডাক্ট দিয়ে লেয়ার করা সম্ভব, যাতে সেরা পুষ্টি পায় আপনার চুল? অবশ্যই আছে! তবে এতরকম প্রডাক্ট বাজারে পাওয়া যায়, তাতে ব্যাপারটা একটু বিভ্রান্তিকর হতে পারে। কোনটা আগে মাখবেন, কার পরে কী মাখবেন, এটা বুঝতে অসুবিধে হতে পারে।

এই অসুবিধে দূর করার জন্য আমরা আপনাকে জানিয়ে দিচ্ছি কোন হেয়ার কেয়ার প্রডাক্টটা আগে মাখবেন, আর কোনটা পরে। মেনে চলুন আর সুন্দর, সুস্থ, স্বাস্থ্যোজ্জ্বল চুল হবে আপনার নিত্যসঙ্গী।

 

ধাপ 01: শ্যাম্পু+কন্ডিশনার

ধাপ 05: হেয়ার স্প্রে

এটা তো সবাই জানেন, তবু জানা কথাটাই আরও একবার মনে করিয়ে দিলাম। যেভাবে ত্বক পরিচর্যা করেন, ঠিক সেভাবেই নিতে হবে চুলের যত্ন। চুলের ধরন আর প্রয়োজনীয়তার সঙ্গে মানানসই শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে পরিষ্কার করে নিন, আর তারপর মেখে নিন কন্ডিশনার। যে ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করছেন, সেই একই ব্র্যান্ডের কন্ডিশনার ব্যবহার করাই সবচেয়ে ভালো।

 

ধাপ 02: লিভ-ইন ট্রিটমেন্ট

ধাপ 05: হেয়ার স্প্রে

স্নান সেরে বেরিয়ে প্রথমেই চুলে লাগিয়ে নিন লিভ-ইন ট্রিটমেন্ট। এতে চুল আর্দ্রতা পাবে, চুলের চমক বাড়বে, চুলের জট ছাড়ানোও সহজ হবে। চুল ভেঙে ঝরে যাওয়ার সমস্যাও কমবে স্বাভাবিকভাবেই! বিবি-র পছন্দ: টিজি বেড হেড ইগো বুস্ট স্প্লিট এন্ড মেন্ডার লিভ-ইন কন্ডিশনার/TIGI Bed Head Ego Boost Split End Mender Leave-In Conditioner

 

ধাপ 03: হিট প্রোটেকট্যান্ট

ধাপ 05: হেয়ার স্প্রে

চুল স্টাইল করার আগে বা ব্লো ড্রায়ার দিয়ে শুকোনোর আগে চুলে খানিকটা হিট প্রোটেকট্যান্ট স্প্রে করে নিন। চড়া উত্তাপ চুল রুক্ষ শুষ্ক করে দেয়। হিট প্রোটেকট্যান্ট স্প্রে করে নিলে চুলের ওপর একটা সুরক্ষার আস্তরণ তৈরি হবে। বিবি-র পছন্দ: ট্রেসমে কেরাটিন স্মুদ হিট প্রোটেকট্যান্ট শাইন স্প্রে/Tresemme Keratin Smooth Heat Protection Shine Spray

 

ধাপ 04: হেয়ার সিরাম

ধাপ 05: হেয়ার স্প্রে

এরপর চুলে আর্দ্রতা আর জেল্লা আনার পালা, আর তার জন্য আপনার দরকার হেয়ার সিরাম। চুল ভেজা বা শুকনো যাই হোক, হেয়ার সিরাম লাগাতে পারবেন। দেখে নিন কীভাবে লাগালে সবচেয়ে ভালো ফল পাচ্ছেন। তবে সিরাম শুধু চুল আর চুলের ডগার দিকেই লাগাবেন, স্ক্যাল্পে কখনওই নয়। বিবি-র পছন্দ: টিজি বেড হেড কন্ট্রোল ফ্রিক ফ্রিজ কন্ট্রোল অ্যান্ড স্ট্রেটনার সিরাম/ TIGI Bed Head Control Freak Frizz Control And Straightener Serum

 

ধাপ 05: হেয়ার স্প্রে

ধাপ 05: হেয়ার স্প্রে

চুল পরিচর্যার একদম শেষ ধাপে চুলে খানিকটা হেয়ার স্প্রে লাগিয়ে নিন। ভেজা চুলে কখনওই হেয়ার স্প্রে লাগাবেন না, তাতে চুল একদম খারাপ হয়ে যাবে। চুল পুরো শুকিয়ে গেলে হেয়ারস্টাইল জায়গামতো ধরে রাখতে বা উড়ো চুলের উৎপাত সামলাতে একদম শেষে হেয়ার স্প্রে লাগিয়ে নেবেন। বিবি-র পছন্দ: টিজি বেড হেড হেডরাশ শাইন স্প্রে/TIGI Bed Head Headrush Shine Spray

Manisha Dasgupta

Written by

Author at BeBeautiful.
1720 views

Shop This Story

Looking for something else