শীতকাল মানেই উৎসবের মেজাজ, খাওয়াদাওয়া, পার্টি আর টইটই করে ঘুরে বেড়ানো! বছরের এই সময়টাই রোজ আশ মিটিয়ে মেকআপ করা যায়! কিন্তু এই সময়টাতেই আবার মুখে নিখুঁত বেস আর স্নিগ্ধ মসৃণ মেকআপ করতে গিয়ে বেশ ঝামেলাতেও পড়তে হয়! শীতের শুকনো হাওয়ায় ত্বক শুষ্ক হয়ে যায় আর মুখের শুকনো টান ধরা অংশগুলোয় ফাউন্ডেশন জমে গিয়ে পুরো লুকটারই বারোটা বেজে যায়! তবে চিন্তার কিছু নেই, কিছু কৌশল আর কায়দা জানা থাকলে এ বিপর্যয় এড়ানো সম্ভব। চোখ বুলিয়ে নিন।
- স্নান করার আগে ময়শ্চারাইজার মাখুন
- সঠিক ময়শ্চারাইজার মাখুন
- চাই হাইড্রেটিং প্রাইমার
- ফাউন্ডেশনে তেল মিশিয়ে নিন
- সঠিক পদ্ধতি জানা দরকার
স্নান করার আগে ময়শ্চারাইজার মাখুন

সঠিক ময়শ্চারাইজার মাখুন

চাই হাইড্রেটিং প্রাইমার

ফাউন্ডেশনে তেল মিশিয়ে নিন

সঠিক পদ্ধতি জানা দরকার

Written by Manisha Dasgupta on 27th Nov 2020