শীতের উপযোগী সেরা এ সব হাইড্রেটিং মেকআপ প্রডাক্ট আপনার সংগ্রহে আছে তো?

Written by Manisha Dasgupta14th Dec 2020
শীতের উপযোগী সেরা এ সব হাইড্রেটিং মেকআপ প্রডাক্ট আপনার সংগ্রহে আছে তো?

শীত মানেই রংবেরঙের উলের সোয়েটার, হট চকোলেটে চুমুক, প্রচুর খাওয়াদাওয়া আর গায়ে রোদ মেখে ঘুরে বেড়ানো! কিন্তু এত সব আনন্দের মাঝে শীতের শুষ্কতাকে কিন্তু ভুলে গেলে চলবে না! খড়ি ওঠা ত্বক, শুকনো টান ধরা হাত-পা, ফাটা ঠোঁটের মতো হাজারটা সমস্যা রয়েছে শীতকালের। এবং এ সব সমস্যার কারণে মেকআপ করাটাও বেশ মুশকিলের হয়ে পড়ে। আর তার চেয়েও খারাপ ব্যাপার হল, ভুল ফর্মুলার মেকআপ মাখলে ত্বক আরও রুক্ষ আর শুকনো হয়ে যেতে পারে।

তবে তার মানে কি শীতে মেকআপ করা চলবে না? তা আবার হয় নাকি? শীতই তো সাজগোজ করার আদর্শ সময়! তাই মেকআপ অবশ্যই করবেন, তবে এমন মেকআপ যাতে ত্বক আর্দ্র রাখার গুণ রয়েছে। আপনার সুবিধের জন্য আমরা বাছাই করে এনেছি এমন কিছু মেকআপ প্রডাক্ট যার প্রতিটিতে অন্তত একটি হাইড্রেটিং উপাদান রয়েছে, যা আপনার ত্বককে আর্দ্র, নিখুঁত আর উজ্জ্বল রাখবে সারা শীত জুড়ে!

 

01. প্রাইমার

05. আইলাইনার

 

02. সিসি ক্রিম

05. আইলাইনার

 

03. ফাউন্ডেশন

05. আইলাইনার

 

04. লিপস্টিক

05. আইলাইনার

 

05. আইলাইনার

05. আইলাইনার

Manisha Dasgupta

Written by

Author at BeBeautiful.
1492 views

Shop This Story

Looking for something else