ময়শ্চারাইজার মাখার সঠিক পদ্ধতি – শিখে নিন কীভাবে মাখবেন ময়শ্চারাইজার

Written by Manisha Dasgupta5th May 2021
ময়শ্চারাইজার মাখার সঠিক পদ্ধতি – শিখে নিন কীভাবে মাখবেন ময়শ্চারাইজার

ত্বক পরিচর্যার যে কোনও রুটিনেই ময়শ্চারাইজার হল যাকে বলে সবচেয়ে প্রাথমিক আর জরুরি ধাপ। কিন্তু জানলে অবাক হয়ে যাবেন, এমন অনেক মেয়ে আছেন যাঁরা ময়শ্চারাইজারের ফায়দা পুরো নিতে পারেন না, কারণ তাঁরা সঠিকভাবে ময়শ্চারাইজার মাখতেই জানেন না! কৌটো বা টিউব থেকে খানিকটা ময়শ্চারাইজার বের করে মুখে ঘষে নেওয়াটা আপনি হয়তো খানিকটা অভ্যেসবশতই করে থাকেন, কিন্তু গোটা দিন ধরে আপনার ত্বক সুস্থ আর আর্দ্র রাখার জন্য ওটুকু মোটেই যথেষ্ট নয়।

আর তাই আমরা নিয়ে এসেছি এমন একটি পূর্ণাঙ্গ গাইডলাইন যা আপনাকে শিখিয়ে দেবে ময়শ্চারাইজার মাখার সঠিক পদ্ধতি। একই সঙ্গে আপনি জেনে নিতে পারবেন ত্বকের ধরনের উপযোগী সঠিক ময়শ্চারাইজার কীভাবে বেছে নেবেন।

 

কীভাবে সঠিক ময়শ্চারাইজার বাছাই করবেন?

কীভাবে মাখবেন ময়শ্চারাইজার?

ত্বকের পক্ষে অনুপযোগী ময়শ্চারাইজার মাখলে মুখে ব্রণ বেরোনো, ত্বক নিষ্প্রভ এবং বাড়তি তেলতেলে হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। সে জন্যই ময়শ্চারাইজার কেনার সময় ত্বকের ধরনের কথা মাথায় রাখা উচিত। আপনার শুষ্ক ত্বক হলে ল্যাকমে অ্যাবসলিউট আর্গান অয়েল র‍্যাডিয়েন্স অয়েল-ইন-ক্রিম এসপিএফ 30 পিএ++/ Lakmé Absolute Argan Oil Radiance Oil-in-Creme SPF 30 PA ++ -এর মতো ভারী আর ঘন ময়শ্চারাইজার মাখা দরকার। অন্যদিকে তেলতেলে ত্বকের মালকিনেরা বেছে নিন হালকা তেলবিহীন ফর্মুলা, যেমন পন্ড'স সুপার লাইট জেল অয়েল ফ্রি ময়শ্চারাইজার/ Pond’s Super Light Gel Oil Free Moisturiser। স্পর্শকাতর ত্বক হলে মাখতে পারেন সিম্পল কাইন্ড টু স্কিন হাইড্রেটিং লাইট ময়শ্চারাইজার।

 

 

কীভাবে মাখবেন ময়শ্চারাইজার?

কীভাবে মাখবেন ময়শ্চারাইজার?

ধাপ 01: ময়শ্চারাইজার থেকে আপনি কাঙ্ক্ষিত ফল যাতে পান, প্রথম ধাপে সেটাই সুনিশ্চিত করতে হবে, আর তার জন্য দরকার পরিষ্কার মুখ। পিয়ার্স আলট্রা মাইল্ড ফেসওয়াশ - পিওর অ্যান্ড জেন্টল/ Pears Ultra Mild Facewash – Pure & Gentle-এর মতো কোমল ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। এর ফলে মুখ থেকে সমস্ত ধুলোময়লা, তেলঘাম আর মেকআপের অবশেষ ধুয়ে যাবে যা রোমছিদ্র বন্ধ করে ব্রণ হওয়ার জন্য দায়ী।

ধাপ 02: পরিষ্কার তোয়ালে দিয়ে চেপে চেপে মুখ মুছে নিন, তারপর ল্যাকমে অ্যাবসলিউট পোর ফিক্স টোনার/ Lakmé Absolute Pore Fix Toner-এর মতো কোমল টোনার লাগান। ক্লেনজিংয়ের ফলে ত্বকের পিএইচ ব্যালান্স নষ্ট হয়ে গিয়ে ত্বক অতিরিক্ত শুষ্ক বা তেলতেলে হয়ে যেতে পারে। টোনার সেই হারিয়ে যাওয়া পিএইচ ভারসাম্য ফিরিয়ে আনে এবং প্রডাক্টকে ত্বকের আরও গভীরে ভালোভাবে ঢুকতে সাহায্য করে।

ধাপ 03: এবার ময়শ্চারাইজার লাগানোর পালা। ক্লেনজিং এবং টোনিংয়ের পর ত্বকে যখন অল্প ভেজাভাব রয়েছে, সেই সময়টাই ময়শ্চারাইজার মাখার আদর্শ সময় এবং তাতেই সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। এর ফলে ময়শ্চারাইজার ত্বকের গভীরে ভালোভাবে শুষে যায় এবং আর্দ্রতা ধরে রাখতে পারে। মটরদানা পরিমাণ ময়শ্চারাইজার নিয়ে পুরো মুখে আর গলায় ভালো করে ফোঁটা ফোঁটা করে লাগিয়ে নিন। তারপর চক্রাকারে, আপওয়ার্ড স্ট্রোকে হালকা হাতে মাসাজ করে মিশিয়ে দিন।


ধাপ 04: ময়শ্চারাইজার লাগানোর পর সেই আর্দ্রতাকে ত্বকের গভীরে ধরে রাখা জরুরি। তাই ফেসিয়াল অয়েলের মতো একটু ঘন কিছু মাখুন, বিশেষ করে যদি আপনার ত্বক শুষ্ক প্রকৃতির হয়। ফেসিয়াল অয়েল ত্বকের গভীরে আর্দ্রতা ধরে রাখবে আর আপনার ত্বক থাকবে দারুণ কোমল, মসৃণ আর হাইড্রেটেড! 

Manisha Dasgupta

Written by

Author at BeBeautiful.
2105 views

Shop This Story

Looking for something else